স্বরচিত কবিতা- "টাকার মায়া"

in আমার বাংলা ব্লগ5 days ago

আসসালামু আলাইকুম

হ্যালো কেমন আছেন সবাই ? আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ্। আপনাদের সবার জীবনের সুস্থতা কামনা করে আজ আবারও আপনাদের মাঝে চলে এলাম আমার আরও একটি ব্লগ নিয়ে। মাঝে মাঝে মনের ভিতর নিজের অজান্তেই কিছু কথা ভেসে বেড়ায়। সেই কথা গুলো যদি সাদা কাগজে লেখা যায় তা হয়ে উঠে কবিতা বা সাহিত্য। তাই তো আজও চেষ্টা করছি কিছু লেখার।আসলে কবিতা লেখার অভ্যাস কখনও আমার ছিল না। কবিতার প্রতি আমার দূর্বলদা ছিল। কবিতা আবৃত্তি শুনতে বা কবিতা পড়তে আমার ভালো লাগতো। কিন্তু কবিতা বললেই লেখা হয়ে যায় না। কবিতা লেখার জন্য সময় নিয়ে লিখতে হয়। আমি তো কোন কবি নই। তাই কবিতা সময় নিয়ে ভেবে চিনতে লিখলাম।


image.png

টাকার মায়া, জীবনের ছায়া” কবিতাটি মানুষের জীবনে টাকার গুরুত্ব, প্রভাব এবং সীমাবদ্ধতা তুলে ধরে। কবিতায় বোঝানো হয়েছে, টাকা মানুষের জীবনের অপরিহার্য অংশ হলেও এর দ্বৈত রূপ রয়েছে। একদিকে এটি সুখ, স্বাচ্ছন্দ্য, আর প্রাচুর্যের প্রতীক; অন্যদিকে এটি দুঃখ, ভাঙন এবং সম্পর্কের অবক্ষয়ের কারণ হয়ে দাঁড়ায়। টাকা দিয়ে মানুষ প্রাসাদ-ঘর গড়তে পারে, বিলাসিতা উপভোগ করতে পারে, কিন্তু ভালোবাসা বা প্রকৃত শান্তি কেনা যায় না। কবিতায় বলা হয়েছে, টাকা মানুষের জীবনে মরীচিকার মতো—চোখে ভাসে, কিন্তু হাতে ধরা দেয় না। যত টাকা বাড়ে, তৃষ্ণাও তত বাড়তে থাকে। মানুষ টাকার জন্য দিন-রাত পরিশ্রম করে, অনেক সময় প্রিয় সম্পর্ক, বন্ধুত্ব এমনকি মানবতাও বিসর্জন দেয়। টাকার কাছে নতি স্বীকার করে মানুষ অহংকারী হয়ে পড়ে, অথচ শেষ পর্যন্ত মৃত্যুর পর এই টাকা কারো কাজে আসে না। একই সঙ্গে কবিতাটি শিক্ষা দেয় যে টাকাকে একেবারে অস্বীকারও করা যায় না। টাকা ছাড়া জীবন স্থবির হয়ে যায়—খাদ্য, চিকিৎসা, আশ্রয় সবকিছুতেই টাকার প্রয়োজন আছে। কিন্তু টাকাকে কেবলমাত্র জীবনের মূল উদ্দেশ্য বানিয়ে নিলে তা মানুষকে শূন্যতায় ডুবিয়ে দেয়। তাই কবিতার উপসংহারে বলা হয়েছে, টাকার পাশাপাশি ভালোবাসা, মানবতা ও নৈতিকতাকে ধরে রাখাই প্রকৃত জীবনের সৌন্দর্য। এই সারাংশ থেকে বোঝা যায়, কবিতাটি শুধু টাকার প্রশংসা বা নিন্দা করেনি; বরং টাকার আসল অবস্থান নির্ধারণ করেছে। এটি দেখিয়েছে, টাকা মানুষের জীবনকে আলো দিতে পারে, তবে সেই আলো যেন মানবতার ছায়াকে গ্রাস না করে। টাকাকে সঠিক পথে ব্যবহার করলে জীবন ফুলের মতো প্রস্ফুটিত হয়, কিন্তু টাকাকে যদি ভুল পথে ব্যবহার করা হয়, তবে জীবন হারায় তার স্বাভাবিক সৌন্দর্য ও শান্তি।

স্ব-রচিত কবিতা ‘’টাকার মায়া’’

লেখা- মাহফুজা নীলা

টাকা যেন নদীর স্রোত,
যেতে যেতে ভাঙে জগত,
টাকা দিলেই হাসি ফোটে,
না থাকলে দুঃখ ঘিরে।।

টাকা গড়ে প্রাসাদ-ঘর,
আবার আনে শূন্য ভর,
বন্ধুত্ব ভাঙে টাকার তরে,
ভালোবাসা যায় সরে।।

টাকা মধু, টাকা বিষ,
এতে লুকায় জীবন নিঃশেষ,
টাকা যত, তৃষ্ণা তত,
তবু মেটে না হৃদয় রত।।

টাকা আনে শক্তির অহংকার,
তবু মুছে শান্তির আঁকার,
টাকা ছাড়া জীবন থামে,
তবু টাকায় প্রেম না জমে।।

টাকা দিয়ে বাঁচে দেহ,
আত্মা খোঁজে ভালো স্নেহ,
টাকা মরীচিকা মায়া,
ধরে রাখে না কারো ছায়া।।

টাকা সত্য, আবার মিথ্যে,
এতে বোনা সুখ-দুঃখ চিঠে,
শেষে টাকাই থাকে পড়ে,
মানুষ মাটি তলে সরে।।

তাই বলি টাকার সাথে,
ভালোবাসা রাখো হাতে,
টাকা হলে আলো বাড়ে,
মানবতা যেন না হারায়।।

টাকা যদি সৎ পথে যায়,
জীবন তখন ফুলে ভরায়।।

আমার পরিচিতি

আমি মাহফুজা আক্তার নীলা। আমার ইউজার নাম @mahfuzanila। আমি একজন বাংলাদেশী ইউজার। আমি স্টিমিট প্লাটফর্মে যোগদান করি ২০২২ সালের মার্চ মাসে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদান করে আমি অনেক বিষয় শিখেছি। আগামীতে আরও ভালো কিছু শেখার ইচ্ছে আছে। আমি পছন্দ করি ভ্রমন করতে, ছবি আঁকতে, বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে। এছাড়াও আমি বেশী পছন্দ করি মজার রেসিপি করতে। মন খারাপ থাকলে গান শুননি। তবে সব কিছুর পাশাপাশি আমি ঘুমাতে কিন্তু একটু বেশীই পছন্দ করি।

❤️ধন্যবাদ সকলকে।❤️

image.png