স্বরচিত কবিতা-“চুপচাপ ভালোবাসা”
আসসালামু আলাইকুম
আসসালামু আলাইকুম
হ্যালো কেমন আছেন সবাই ? আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ্। আপনাদের সবার জীবনের সুস্থতা কামনা করে আজ আবারও আপনাদের মাঝে চলে এলাম আমার আরও একটি ব্লগ নিয়ে। মাঝে মাঝে মনের ভিতর নিজের অজান্তেই কিছু কথা ভেসে বেড়ায়। সেই কথা গুলো যদি সাদা কাগজে লেখা যায় তা হয়ে উঠে কবিতা বা সাহিত্য। তাই তো আজও চেষ্টা করছি কিছু লেখার।আসলে কবিতা লেখার অভ্যাস কখনও আমার ছিল না। কবিতার প্রতি আমার দূর্বলদা ছিল। কবিতা আবৃত্তি শুনতে বা কবিতা পড়তে আমার ভালো লাগতো। কিন্তু কবিতা বললেই লেখা হয়ে যায় না। কবিতা লেখার জন্য সময় নিয়ে লিখতে হয়। আমি তো কোন কবি নই। তাই কবিতা সময় নিয়ে ভেবে চিনতে লিখলাম।
.png)
এই কবিতাটি একজন প্রেমিক বা প্রেমিকার নিঃশব্দ, গভীর ও একতরফা ভালোবাসার আত্মপ্রকাশ। কবি নিজের অনুভূতি মুখে প্রকাশ করতে পারেননি, কিন্তু তার প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি চাওয়া-পাওয়ার মাঝেই ছিল সেই প্রিয় মানুষটির উপস্থিতি। কবি কখনো "ভালোবাসি" বলেননি, কিন্তু তার চোখের জল, চুপচাপ বসে থাকা, হৃদয়ের ব্যথা—সবই বলে দেয় কতটা গভীর ছিল সেই অনুভব। প্রিয়জনের মুখের হাসি কবির চোখে জল এনে দেয়। প্রিয় মানুষটি বুঝেও যেন বুঝতে চান না কবির অনুভব, কিংবা হয়তো বুঝতে পারেন না। তবুও কবির মন তাকে মানিয়ে নিয়েছে, তাকে আঁকড়ে রেখেছে। সেই ভালোবাসা কোনো দাবি করে না, কোনো অভিযোগ জানায় না—শুধু নীরব ভালোবাসায় নিজেকে বিলিয়ে দেয়। কবিতার শেষভাগে একটি প্রত্যাশা রয়েছে—হয়তো একদিন প্রিয়জন বুঝে যাবে এই নীরব ভালোবাসার গভীরতা। তখন সে অনুভব করবে, এই প্রেম ছিল নিঃস্বার্থ, গভীর, এবং তার জীবনের একটি অদৃশ্য ঋণ।
চুপ করে বসে থাকি,
কিছু বলি না, তবুও ডাকিই,
তোমার নামেই নিশ্বাস ওঠে,
প্রেমের নদী যেন গোপনে ছোটে।।
বলিনি কখনো "ভালোবাসি,
তবুও প্রতিটি কথায় কাঁদি,
তোমার মুখে হাসির রেখা,
আমার চোখে জল রেখে যায় দেখা।।
তুমি বুঝো না, বা বুঝতে চাও না,
তবুও এই মন তোমায় মানা,
নিঃশব্দে ভালোবেসে গেছি,
তোমার ছায়ায় জীবন রেখেছি।।
সবার মাঝে ছিলে তুমি,
আমার মনে ছিলে শুধুই তুমি,
হয়নি বলা, তবুও ছিল,
চুপচাপ প্রেমে মনটা বিল।।
আজও আমি চুপ করে থাকি,
ভালোবাসি, শুধু বলি না বাকি,
তুমি বুঝে গেলে একদিন,
তবে বুঝবে, কতটা ছিলে ঋণ।।
আমার পরিচিতি
আমার পরিচিতি
আমি মাহফুজা আক্তার নীলা। আমার ইউজার নাম @mahfuzanila। আমি একজন বাংলাদেশী ইউজার। আমি স্টিমিট প্লাটফর্মে যোগদান করি ২০২২ সালের মার্চ মাসে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদান করে আমি অনেক বিষয় শিখেছি। আগামীতে আরও ভালো কিছু শেখার ইচ্ছে আছে। আমি পছন্দ করি ভ্রমন করতে, ছবি আঁকতে, বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে। এছাড়াও আমি বেশী পছন্দ করি মজার রেসিপি করতে। মন খারাপ থাকলে গান শুননি। তবে সব কিছুর পাশাপাশি আমি ঘুমাতে কিন্তু একটু বেশীই পছন্দ করি।

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟
আরে বাহ্ অনেক সুন্দর ছিল তো আপনার আজকের কবিতা লেখার টপিক। আমার কাছে তো এটা দেখে আর পড়ে অনেক ভালো লেগেছে। এরকম টপিক গুলো নিয়ে কবিতা লিখলে খুব ভালো লাগে পড়তে। আপনি প্রতিনিয়ত চেষ্টা করলে আরো ভালো কবিতা লিখতে পারবেন।
একতরফা ভালোবাসা অনেক বেশি কষ্টকর। আর এই কষ্ট, আবেগ, অনুভূতি এবং অনেক বেশি ভালোবাসায় ভরে রয়েছে আপনার কবিতাটি। ভীষণ সুন্দর করে লিখেছেন কবিতাটি যা পড়ে অন্যরকম আবেগ অনুভব হলো। ভীষণ ভালো লাগলো পড়ে।
খুবই চমৎকার ভাবে আজকের কবিতাটা লিখেছেন। এরকম কবিতা গুলো লিখতে এবং পড়তে অনেক বেশি ভালোবাসি। এই ধরনের সুন্দর সুন্দর টপিক গুলো নিয়ে কবিতা লেখা হলে অনেক দারুন হয়। আপনার লেখা এই কবিতাটা যতই পড়ছিলাম খুব ভালো লাগছিল। আশা করি সব সময় সুন্দর সুন্দর কবিতা লিখে শেয়ার করবেন।
চুপচাপ ভালোবাসা নিয়ে খুবই সুন্দর একটি কবিতা শেয়ার করেছেন। আপনার কাছ থেকে আজকের সুন্দর কবিতা পড়ে খুব ভালো লাগলো৷ যেভাবে আপনি আজকের সুন্দর কবিতা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তার মধ্যে আপনি লাইনে সামঞ্জস্যতা সুন্দরভাবে বজায় রেখেছেন৷ এখানে আপনার কাছ থেকে এত চমৎকার একটি কবিতা পড়ে আরো অনেক বেশি ভালো লাগলো৷ এখানে যখন আপনার কাছ থেকে এত সুন্দর একটি কবিতা পড়ছিলাম তখন মনে হচ্ছে যেন একেবারে কবিতার মধ্যে ডুবে গেলাম৷