স্ব-রচিত কবিতা- $Puss যে এখন মহা রাজা

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম

হ্যালো কেমন আছেন সবাই ? আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ্। আপনাদের সবার জীবনের সুস্থতা কামনা করে আজ আবারও আপনাদের মাঝে চলে এলাম আমার আরও একটি ব্লগ নিয়ে। মাঝে মাঝে মনের ভিতর নিজের অজান্তেই কিছু কথা ভেসে বেড়ায়। সেই কথা গুলো যদি সাদা কাগজে লেখা যায় তা হয়ে উঠে কবিতা বা সাহিত্য। তাই তো আজও চেষ্টা করছি কিছু লেখার।আসলে কবিতা লেখার অভ্যাস কখনও আমার ছিল না। কবিতার প্রতি আমার দূর্বলতা ছিল। কবিতা আবৃত্তি শুনতে বা কবিতা পড়তে আমার ভালো লাগতো। কিন্তু কবিতা বললেই লেখা হয়ে যায় না। কবিতা লেখার জন্য সময় নিয়ে লিখতে হয়। আমি তো কোন কবি নই। তাই কবিতা সময় নিয়ে ভেবে চিনতে লিখলাম।

আজও আমি আপনাদের জন্য একটি কবিতা লেখার চেষ্টা করলাম। আসলে এই কমিউনিটিতে এসে আপনাদের সবাইকে দেখে আমারও কবিতা লেখার উৎসাহ জাগলো। আর সেই উৎসাহ থেকেই আমিও নিজের মনের আবেগ আর অনুভূতি থেকে ছন্দে ছন্দে কবিতা লেখার চেষ্টা করি। আসলে কবিতা লেখতে আবেগ দক্ষতা সৃজনশীলতা থাকা প্রয়োজন। যার কোনটাই আমার নেই। তবুও যে মন মানে না। তাই মাঝে মাঝে কবিতা লেখার চেষ্টা করি।আর আপনাদের মাঝে একটি করে কবিতা শেয়ার করার জন্য হাজির হই। আজও ঠিক সেইভাবেই আপনাদের সবার ভালোবাসা আর অনুপ্রেরণা নিয়ে চলে এলাম আমার আরও একটি ব্লগ নিয়ে। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করবো একটি কবিতা পোস্ট।

আমার বাংলা ব্লগ পরিবারের একটি নতুন সংযোজন হলো $PUSS কয়েন। আর এই মিনি কয়েনটিকে নিয়ে কমিউনিটি জুড়ে রয়েছে আনন্দ আর উৎকন্ঠা। রয়েছে হাজারও স্বপ্ন। সবার মত করে আমিও নতুন এই কয়েন কে নিয়ে স্বপ্ন দেখছি। ভাবছি হয়তো একদিন আমরা সবাই নতুন এই কয়েনটির হাত ধরে পারি দিবো স্বপ্নের সাগর। হয়তো আমাদের স্বপ্নগুলো কে সত্যি করে দিতে $PUSS কয়েন আজ আমাদের কাছে ধরা দিয়েছে। আমরা সবাই কয়েনটি ঘিরে দেখছি এক নতুন আগামী। ভাবছি আমাদের সৌভাগ্যের কাঠিই মনে হয় এই কয়েন। তাই তো নতুন এই কয়েন কে নিজের করে নিতে আমরা সবাই মরিয়া হয়ে উঠেছি। আর আমি নিজেও এই $PUSS কয়েন এর প্রেমে পড়ে নতুন একটি কবিতাও লিখে নিয়েছি।যা আজ আপনাদের মাঝে শেয়ার করবো। আশা করি আপনাদের ভালো লাগবে।

image.png

স্ব-রচিত কবিতা
$Puss যে এখন মহা রাজা

লেখা- মাহফুজা নীলা

$Puss এর দাম বাড়ছে তেড়ে,
কিনছে সবাই সেড়ে সেড়ে,
ভাবছে সবাই করবে বাড়ী,
$Puss নিতে তাই হয় না দেরী।।

দাম বাড়বে $Puss এর দ্বিগুন,
সবার মনে লাগবে ফাগুন,
$Puss এর টাকায় হবে সব,
দূর হবে সব অভিযোগ।।

$Puss যে এখন মহা রাজা,
আমরা এখন তারই প্রজা,
দিনে রাতে জাগরনে,
$Puss যে থাকে সবার প্রাণে।।

$Puss এর পিছন ঘুরছে সবাই,
কখন হবে $Puss সেরা ভাই?
আমি অধম ভাবছি বসে,
$Puss নিবো কি ঠেসে ঠেসে?

আগামীর স্বপ্ন যে $Puss,
এই কথাটি শুনেই বেহুস,
$Puss এত গুনের কথা
জানে কি ভাই জগৎ জোড়া?

পরিশেষে আপনাদের সবার মঙ্গল কামনা করে আজকের মত করে আামার পোস্ট এখানেই শেষ করছি। ভালো ও হাসিখুশি থাকবেন সবাই।

আমার পরিচিতি

আমি মাহফুজা আক্তার নীলা। আমার ইউজার নাম @mahfuzanilaআমি একজন বাংলাদেশী ইউজার।আমি স্টিমিট প্লাটফর্মে যোগদান করি ২০২২ সালের মার্চ মাসে।আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদান করে আমি অনেক বিষয় শিখেছি। আগামীতে আরও ভালো কিছু শেখার ইচ্ছে আছে। আমি পছন্দ করি ভ্রমন করতে, ছবি আঁকতে, বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে। এছাড়াও আমি বেশী পছন্দ করি মজার রেসিপি করতে। মন খারাপ থাকলে গান শুননি। তবে সব কিছুর পাশাপাশি আমি ঘুমাতে কিন্তু একটু বেশীই পছন্দ করি।

❤️ধন্যবাদ সকলকে।❤️

Twitter_Banner_24.webp

Sort:  
 last year 

আমাদের সকলের প্রিয় কয়েনকে নিয়ে বেশ ভালোলাগার অনুভূতি প্রকাশ করে থাকে অনেকে। ঠিক তেমনি আজকে আপনি কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতাটা বেশ চমৎকার ছিল। অনেক অনেক ভালো লাগলো আবৃত্তি করে।

 last year 

জি আপু পুষ আমাদের সবার বেশ প্রিয়। ধনৎবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

একদম ঠিক বলেছেন আপু এই মিনি কয়েনকে নিয়ে সবার আশা আকাঙ্ক্ষা শেষ নেই। দিন দিন এই কয়েন সকলের রাজা হয়ে উঠছে। সেই কয়েনকে নিয়ে খুব চমৎকার একটি কবিতা লিখেছেন। কবিতার প্রতিটি লাইন যেন একেবারে বাস্তবসম্মত। ভালো লাগলো পড়ে।

 last year 

ধন্যবাদ আপু এমন সুন্দর করে মন্তব্য করে উৎসাহিত করার জন্য।

 last year 

পুস আসলেই এখন মহারাজা হয়ে উঠেছে। আর আপনি অনেক সুন্দর করে পুস নিয়ে এই কবিতাটা লিখেছেন। অনেক সুন্দর হয়েছে আপনার লেখা এই কবিতার সবগুলো লাইন। পুসকে নিয়ে এখন সবকিছুই। আর সবাই শুধু পুসকে নিয়েই সবকিছু করছে। এখন পুস সবার মনের রাজ্যের রাজা। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

জি আপু পুষ এখন সবার মনের রাজা। ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 last year 

আ্পু তো দেখছি পুষ নিয়ে একটি ফাটাফাটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার কবিতা যে এত এত সুন্দর হয়েছে সেটা এক কথায় প্রকাশ করা যাবে না। পুষ কিন্তু সত্যি এখন রাজা। এমন সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 last year 

আমিও জানি পুষ এখন রাজা। ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

এরকম কবিতা গুলো যতই পড়ি ততই খুব ভালো লাগে। কবিতা লেখার জন্য বিভিন্ন অনুভূতির প্রয়োজন হয়। আর পুস নিয়ে কবিতা লিখলে অনেক সুন্দর লাগে পড়তে। তেমনই আপনিও অনেক সুন্দর করে পুস নিয়ে কবিতাটা লিখেছেন। যা আমার অনেক ভালো লেগেছে। ধন্যবাদ সুন্দর একটা টপিক নিয়ে কবিতাটি লেখার জন্য।

 last year 

আমারও তাই পুষ নিয়ে কবিতা পড়তে ভালোই লাগে। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

পুস নিয়ে খুবই সুন্দর কবিতা লিখেছেন। আসলে পুষ আমাদের ভালবাসার কয়েন। আর এই কয়েন নিয়ে কবিতা লিখতে সেই কবিতা পড়তে অনেক বেশি ভালো লাগে আমার। আপনার কবিতাটি পড়ে তাই ভালো লাগলো।

 last year 

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

$Puss সত্যি এখন মহারাজা। আর আপনিও অনেক সুন্দর ভাবে গুছিয়ে কথাগুলো উপস্থাপন করেছেন। বিশেষ করে কবিতার লাইন গুলো দারুন ছিল আপু। কবিতা পড়ে খুবই ভালো লাগলো আমার।

 last year 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

সত্যিই আপু পুস এখন মহারাজা।একদম ঠিক বলেছেন পুস নিয়ে আমাদের সবার অনেক অনেক ইচ্ছে। আপনি সেই নিয়ে অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন আপু। বেশ ভালো লাগলো পড়ে।