স্বরচিত কবিতা-“ফিরে এসো যদি”

in আমার বাংলা ব্লগ26 days ago

আসসালামু আলাইকুম

হ্যালো কেমন আছেন সবাই ? আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ্। আপনাদের সবার জীবনের সুস্থতা কামনা করে আজ আবারও আপনাদের মাঝে চলে এলাম আমার আরও একটি ব্লগ নিয়ে। মাঝে মাঝে মনের ভিতর নিজের অজান্তেই কিছু কথা ভেসে বেড়ায়। সেই কথা গুলো যদি সাদা কাগজে লেখা যায় তা হয়ে উঠে কবিতা বা সাহিত্য। তাই তো আজও চেষ্টা করছি কিছু লেখার।আসলে কবিতা লেখার অভ্যাস কখনও আমার ছিল না। কবিতার প্রতি আমার দূর্বলদা ছিল। কবিতা আবৃত্তি শুনতে বা কবিতা পড়তে আমার ভালো লাগতো। কিন্তু কবিতা বললেই লেখা হয়ে যায় না। কবিতা লেখার জন্য সময় নিয়ে লিখতে হয়। আমি তো কোন কবি নই। তাই কবিতা সময় নিয়ে ভেবে চিনতে লিখলাম।

স্বার্থের পৃথিবীি.png

“এই কবিতাটি একটি হৃদয়স্পর্শী ভালোবাসার আহ্বান, যেখানে একজন প্রেমিক বা প্রেমিকা তার হারিয়ে যাওয়া প্রিয়জনকে স্মৃতি ও অনুভবের গভীরতা থেকে ফিরে আসার অনুরোধ জানাচ্ছেন। কবিতার প্রতিটি চরণে পুরোনো প্রেমের স্মৃতি, প্রথম দেখা বিকেল, স্পর্শ, হাসি, আর একসাথে কাটানো সময়গুলো আজও কবির মনে জীবন্ত। যদিও প্রিয়জন এখন দূরে, তবুও কবির হৃদয়ে সে প্রতিনিয়ত নেচে বেড়ায়—স্বপ্নে, ঘুমে, নীরব নিঃশ্বাসে। সেই স্মৃতিগুলোই এখনো কবিকে বাঁচিয়ে রাখে, ভালোবাসার টানে আকৃষ্ট করে রাখে। কবি চায়, সেই হারানো ভালোবাসা আবার ফিরে আসুক, অন্তত একটুখানি সময়ের জন্য। তাঁর অনুরোধ—সব অভিমান, ভুল বোঝাবুঝি মুছে যাক। কবি প্রস্তুত সব ভুল মাফ করে আবার নতুন করে পথচলা শুরু করতে। কবিতার ভাষায় যেমন বলা হয়েছে, "তুমি আসো, আমি আছি, ভালোবাসা আজও খাঁচি", এখানেই বোঝা যায়, কবি আজও সেই সম্পর্কের জন্য অপেক্ষায় আছেন, আজও হৃদয়ে সেই ভালোবাসা বেঁচে আছে—বন্দি এক শ্বাসে, এক অনুভবে। এই কবিতা শুধু একজন প্রিয়জনকে ফিরে পাওয়ার আকুতি নয়, এটি অনেকের অনুভূতির প্রতিধ্বনি—যারা একসময়ের প্রিয় কাউকে হারিয়েছেন, তবুও তাকে মনে বয়ে বেড়ান ভালোবাসা আর স্মৃতির পবিত্র জলে ধুয়ে।

স্ব-রচিত কবিতা-“ফিরে এসো যদি”

লেখা- মাহফুজা নীলা

ফিরে এসো, যদি একটুখানি,
স্মৃতি গুলো ফের জাগুক প্রাণী,
তোমার ছোঁয়া, তোমার গান,
ভরে উঠুক আবার মনপ্রাণ।।

হয়তো তুমি দূরে আছো,
তবুও আমার হৃদয়ে নাচো,
ঘুমের মাঝে, স্বপ্নছায়া,
তোমার নামেই বাঁধি মায়া।।

সেই প্রথম দেখা বিকেলবেলা,
আজও স্মৃতির পাতায় খেলা,
তোমার হাসি, কথা বলার ছন্দ,
আজও আমার নিঃশ্বাসে বন্দ।।

সব অভিমান দূর হোক চুপে,
আবার এসো, ছুঁয়ে যাক রূপে,
হাত বাড়ালে ধরব আবার,
ভুলের গায়ে রাখব প্রহর।।

তুমি আসো, আমি আছি,
ভালোবাসা আজও খাঁচি,
ফিরে এসো, শুধু একবার,
আমার গল্প, তোমার দ্বার।।

আমার পরিচিতি

আমি মাহফুজা আক্তার নীলা। আমার ইউজার নাম @mahfuzanila। আমি একজন বাংলাদেশী ইউজার। আমি স্টিমিট প্লাটফর্মে যোগদান করি ২০২২ সালের মার্চ মাসে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদান করে আমি অনেক বিষয় শিখেছি। আগামীতে আরও ভালো কিছু শেখার ইচ্ছে আছে। আমি পছন্দ করি ভ্রমন করতে, ছবি আঁকতে, বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে। এছাড়াও আমি বেশী পছন্দ করি মজার রেসিপি করতে। মন খারাপ থাকলে গান শুননি। তবে সব কিছুর পাশাপাশি আমি ঘুমাতে কিন্তু একটু বেশীই পছন্দ করি।

❤️ধন্যবাদ সকলকে।❤️

image.png

Sort:  
 26 days ago 

খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন । বরাবরই আপনি খুব সুন্দর কবিতা লিখে থাকেন। আপনার কবিতা গুলো আমার অনেক বেশি ভালো লাগে। এবং চেষ্টা করি সব সময় পড়ার জন্য। আপনার মত কবিতা লিখতে আমি নিজেও অনেক বেশি পছন্দ করি। সুন্দর কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 26 days ago 

এমন সুন্দর কবিতা পড়তে ভীষণ ভালো লাগে। অন্যরকম একটা সুন্দর আবেগ অনুভূতির স্পর্শ রয়েছে আপনার কবিতাটিতে। বেশ ভালো লাগলো আপনার কবিতাটি পড়ে।

 26 days ago 

অভিমান হলো ভালোবাসার বহিঃপ্রকাশ। কবিতার ভাষায় কথা গুলো চমৎকারভাবে উপস্থাপন করেছেন। অনেক ভালো লেগেছে কবিতার লাইনগুলো। অসাধারণ লিখেছেন আপু।

 25 days ago 

আপনি আজকের এই কবিতার মধ্যে অনেক সুন্দর অনুভূতিকে প্রকাশ করেছেন, যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। মনের অনুভূতি দিয়ে এরকম কবিতাগুলো লিখলে খুবই সুন্দর হয়, আর পড়তে অনেক ভালো লাগে। আমার কাছে আপনার কবিতার প্রতিটা লাইন খুব ভালো লেগেছে। শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 24 days ago 

খুবই সুন্দর একটি কবিতা শেয়ার করেছেন৷ আপনার কাছ থেকে আজকের সুন্দর কবিতা পড়ে খুব ভালই লাগলো৷ যেভাবে আপনি কবিতার মধ্য দিয়ে এত সুন্দর একটি বিষয় ফুটিয়ে তুলেছেন তার পাশাপাশি এখানে কবিতা লাইনের সামজ্ঞস্যতা খুবই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন৷ অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেষ করার জন্য৷