আমার বাংলা ব্লগ:- কবিতা আবোল তাবোল জীবন
আমার বাংলা ব্লগের আমার সকল বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, যদিও আমরা কেউই তো পুরোপুরি ভালো থাকি না প্রতিদিন, তাই না? আর এরই মাঝে আমি আজকে হঠাৎ করে কিছু এলোমেলো ভাবনা তুমি সুন্দর একটি কবিতা শেয়ার করছি । আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। যেমনভাবে জীবনটা নিজেই মাঝে মাঝে এলোমেলো হয়ে যায়। ঠিক সেই অনুভূতি নিয়েই এই কবিতার কথাগুলো।
Src
আবোল তাবোল জীবন
আবার কখনো শুরু হয় কোনো অপূর্ণ ফোন কলে।
পাশ থেকে কেউ বলে কাজে মন দাও,
আবার মনটা তখন রাস্তায় ফেলে আসা স্মৃতির পিছনে দৌড়ায়।
জীবন আসলে একটা বড়সড় আবোল-তাবোল খাতা,
যেখানে আমরা কেউই ঠিকভাবে লিখতে জানি না।
কখনো হাসি লিখি,
আবার তার নিচে চোখের জল শুকিয়ে থাকে।
কখনো পরিকল্পনা করি,
আগামীকাল থেকে সবকিছু ঠিকঠাক করব,
কিন্তু আগামীকাল আসতেই ভুলে যাই।
কোন পরিকল্পনা কবে হারিয়ে গেল।
রাস্তার মোড়ে দাঁড়িয়ে মানুষকে দেখি,
কেউ ছুটছে টাকার পিছনে,
কেউ ভালোবাসার পিছনে।
আবার কেউ ছুটছে এমন কিছুর জন্য,
যার নামও সে ঠিক বলতে পারে না।
হয়তো আমি-ও তাদের ভিড়েরই একজন,
যে জানে না আসলে কোথায় যাবে, তবুও হাঁটছে।
তবুও মাঝে মাঝে মনে হয়,
এই আবোল-তাবোল জীবনটাই আসল সৌন্দর্য।
কারণ সবকিছু যদি পরিষ্কার হতো,
সব উত্তর যদি আগে থেকেই জানা থাকতো,
তাহলে বেঁচে থাকার মানেটাই হয়তো হারিয়ে যেত।
তাই আমি এখন শুধু চলতে শিখছি,
ভুল করতে শিখছি, আবার হাসতেও শিখছি।
হয়তো এই অদ্ভুত এলোমেলো পথেই
আমাদের জীবনের আসল কবিতা লুকিয়ে আছে।
কেমন লাগলো বন্ধুরা আমার আবোল তাবোল এই ছোট্ট কবিতাটি আশা করি আপনাদের ভালো লেগেছে আর কোথাও যদি কোন ভুল কথা লিখে থাকি তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।