আমার বাংলা ব্লগ কবিতা:- ঝর্ণার সামনে দাঁড়িয়ে কিছু ভাবনা

in আমার বাংলা ব্লগlast month

কেমন আছেন বন্ধুরা আপনারা সবাই, আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন। কয়েকদিন আগে এই ছবিটা তুলেছিলাম। ঝর্ণার ধারার পাশে দাঁড়িয়ে দেখছিলাম অনেক মানুষজন কেউ হাঁটছে, কেউ ছবি তুলছে, কেউ চুপচাপ দাঁড়িয়ে আছে। চারপাশে এত আলো, জল, আর প্রাণবন্ততা কিন্তু সবার ভিতরে যেন একধরনের নীরব প্রশান্তি ছিল।

এই ছোট্ট মুহূর্তটাই মনে হয় অনেক কিছু বলে দিল আমায়, আমরা যেভাবে প্রতিদিন ছুটছি, তার মাঝেও কোথাও কোথাও থেমে যাওয়া দরকার। এটা মনে করিয়ে দেয়,ঠিক তখনই এই কবিতাটির ভাবনা মাথায় আসে।

এই কবিতা আসলে কোনো কাব্যিক চমক নয়, এটা আমার চোখে দেখা এক বাস্তব ছবি আর মনের ভেতরের কিছু অনুভূতির গল্প। চাইলে আপনি নিজের মতো করে পড়তে পারেন,আর অনুভব করতে পারেন। কবিতাটা যদি আপনাকেও একটুখানি থামিয়ে ভাবতে শেখায় তাহলেই এই লেখার উদ্দেশ্য সফল আমার।

IMG_20250615_104928.jpg

ঝর্ণার সামনে দাঁড়িয়ে কিছু ভাবনা

এই শহরের বুকে দাঁড়িয়ে,
এক টুকরো শান্তি খুঁজি প্রতিদিন,
আলো-ছায়ার খেলা, জলের কণার উড়ান।
সব যেন বলে, কিছুক্ষণ থেমে দাঁড়াও।

এই জলধারার প্রতিটা ছিটায়।
লুকিয়ে আছে শত গল্প,
কেউ আসছে হাসিমুখে।
কেউ থেমে ছবি তুলছে চুপিচুপি,

পেছনে সবুজ, সামনে জলের নাচ,
মনে হয় যেন প্রকৃতির এক উৎসব,
নিঃশব্দে বলছে জীবন এখনই,
এই মুহূর্তটাই সবচেয়ে সত্য।

একজন হেঁটে চলে যাচ্ছে একা,
হাতে ফোন নেই, কানে হেডফোনও না,
শুধু নিজের সাথে কথা বলছে মনে মনে,
এই জায়গাটা যেন সেই কথার শ্রোতা।

বাচ্চারা দৌড়াচ্ছে,
কেউ কেউ ফোয়ারার পাশে দাঁড়িয়ে হাঁ করছে,
তাদের চোখে আনন্দ,
যেটা মাপা যায় না কোনো ক্যামেরায়।

আমি দাঁড়িয়ে থাকি একটু দূরে,
চোখ রেখে দিই জলের ওঠা-নামায়,
মনে হয়, এই রকম একটা মুহূর্তই
অনেক উত্তরের মধ্যে একমাত্র প্রশ্নহীন ভালোবাসা।

সব শেষে একটি কথা বলবো, আমরা প্রতিদিন ছুটছি, ভাবছি সামনে আরও ভালো কিছু আছে। কিন্তু মাঝেমধ্যে এমন একটা জায়গায় দাঁড়ালে মনে হয়, যা খুঁজছি আমরা, তা তো এখানেই আছে। ঝর্ণার ধারার মতো শান্ত একটা মুহূর্তেই হয়তো লুকিয়ে আছে আমাদের সারা জীবনের প্রশান্তি।

নিজের সম্পর্কে ছোট্ট কিছু বর্ণনা

mamun benner.jpg
text15.png

আমি মোঃ মামুন, বাংলাদেশী। তবে কাজের সুবাধে বর্তমানে মালয়েশিয়ায় প্রবাসি জীবন যাপন করছি। নিজের অনুভূতিগুলোকে লেখার মাধ্যমে প্রকাশ করি এবং অভিজ্ঞতাগুলেোকে ভিডিওর মাধ্যমে শেয়ার করি। তবে গান করতে বেশী ভালোবাসি, আর গেম খেলতেও ভালোবাসি,তাই অবসর সময়ে গান করি, ও গেম খেলি। বন্ধুত্ব তৈরী করতে ভালোবাসি। জীবনকে ভালোবাসি এবং উপভোগ করার চেষ্টা করি।

text15.png

Posted using SteemX

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

Screenshot_20250624_002501.jpg

Screenshot_20250624_002415.jpg

Screenshot_20250624_002347.jpg