দিনের আলো: নতুন এক শুরু, এক নতুন প্রাণের গান

in আমার বাংলা ব্লগ2 months ago

বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা যেখানেই থাকুন, ভালো আছেন। জীবন যেন এক অবিরাম যাত্রা, এবং এই যাত্রাপথে আমরা অনেক কিছুই দেখি ও অনুভব করি। দিনের শুরুটা সবসময়ই আমার কাছে বিশেষ মনে হয়। ভোরের আলো ফোটা থেকে শুরু করে দিনের প্রতিটি মুহূর্তেই যেন এক ভিন্ন বার্তা থাকে। আজ আমি আমার মনের কিছু ভাবনা এবং 'দিনের আলো' নিয়ে আপনাদের জন্য কয়েকটি লাইন লিখতে ।

gabe-jWklQXHhJuo-unsplash.jpg
src

কবিতা

রাত ফুরিয়ে যায়, দিন আসে, আঁধার সরে যায় বহুদূরে,
পূব আকাশে আলোর রেখা, নতুন দিন হাসছে।
শিশির ভেজা ঘাস, সূর্যের প্রথম ছোঁয়া,
ঘুম ভাঙা পাখির গান, মিষ্টি সুরের মূর্ছনা।

ধীরে ধীরে আলো বাড়ে, হেসে জেগে ওঠে পৃথিবী,
কাজের টানে ছুটছে সবাই, যে যার আপন গন্তব্যে।
রাস্তার বুকে গাড়ির সারি, এ ব্যস্ত সুর,
হাঁকছে ফেরিওয়ালা, বহু দূরে ডাকে।

সব গাছ ঝলমলে, সবুজ পাতায় প্রাণ আছে,
ফুলের কলি খুলছে পাপড়ি, আলো গান গাইছে।
ছোট্ট ছেলে ইস্কুলে যায়, কাঁধে বইয়ের ব্যাগ,
সবুজ মাঠে ওরা খেলছে, নেই কোনো রাগ।

রোজকার এই দিনের আলো কত কিছু শেখায়।
হারিয়ে যাওয়া আশার বীজ, সে আবার বোনে।
দুঃখ থাকুক, কষ্ট থাকুক, এটা তো জীবনেরই অংশ।
তবুও দিনে আলো ফোটে, ভাঙে সব ধ্বংস।

মানুষে মানুষে ভালোবাসা যেন আরও বাড়ে,
প্রতিদিন যেন নতুন করে মানবিকতা গড়ে।
আলোর সাথে মনটা জুড়াই, পাই নতুন এক শক্তি।
ভুলে যাই সব হতাশা, মুছে ফেলি সব গ্লানি।

দিনের আলো শুধু সূর্য ওঠা বা আলো ছড়িয়ে দেওয়া নয়; বরং, আমার কাছে এটা হলো নতুন করে শুরু করার একটা সুযোগ। প্রতিটা দিনই যেন আমাদেরকে নতুন করে বাঁচতে শেখায় ও আশা দেখতে শেখায়। দিনের আলো যেমন সব অন্ধকার দূর করে, তেমনি তা আমাদের মনের ভেতরের অন্ধকারগুলোকেও যেন মুছে দেয়। এই আলো আমাদের মনে শক্তি জোগায়, ভালো কিছু করার অনুপ্রেরণা দেয় এবং মানুষের প্রতি ভালোবাসা বাড়িয়ে তোলে। আসুন, আমরা সবাই দিনের এই আলোটুকু দিয়ে নিজেদের এবং চারপাশের জগৎটাকে আরও সুন্দর করি তুলি।

নিজের সম্পর্কে ছোট্ট কিছু বর্ণনা

mamun benner.jpg
text15.png

আমি মোঃ মামুন, বাংলাদেশী। তবে কাজের সুবাধে বর্তমানে মালয়েশিয়ায় প্রবাসি জীবন যাপন করছি। নিজের অনুভূতিগুলোকে লেখার মাধ্যমে প্রকাশ করি এবং অভিজ্ঞতাগুলেোকে ভিডিওর মাধ্যমে শেয়ার করি। তবে গান করতে বেশী ভালোবাসি, আর গেম খেলতেও ভালোবাসি,তাই অবসর সময়ে গান করি, ও গেম খেলি। বন্ধুত্ব তৈরী করতে ভালোবাসি। জীবনকে ভালোবাসি এবং উপভোগ করার চেষ্টা করি।

text15.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

অন্য গেষ্ট ব্লগারদের মতো টুইটারে এ্যাকটিভ থাকার স্কিনশট শেয়ার করতে হবে। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। ধন্যবাদ

check.png

 2 months ago 

ভাই এই ভাবে ঠিক আছে?

 2 months ago 

Screenshot_20250605_184024.jpg

Screenshot_20250605_183843.jpg