প্রথম কবিতা ।। জোনাক নিয়ে এসো প্রিয় ।। ১০% For Shy-fox

প্রিয়,
আমার বাংলা ব্লগ । আশা করি সকলে ভালো আছেন । আজকে আপনাদের সাথে আমার একটি কবিতা শেয়ার করব । কবিতাটি আমার প্রিয় মানুষকে উদ্দেশ্য করে । আমার প্রিয় মানুষটি আমার থেকে ২৫০ কিঃমিঃ দূরে আছে । হঠাৎ অনুবভ করলাম আমি যেদিন থাকবো না । সে আমায় ভেবে কি করবে । আসলে আমার থেকে সে বেশি আমাকে ভালোবাসে । তার ভালোবাসা প্রেমের রূপ ধারন করেছে । আর ** প্রেম হচ্ছে চিন্তাশূন্য মস্তিষ্কের রোগ ** (বানীতে- জালাল উদ্দিন রুমি) । আমার প্রিয় যে এই মারাত্মক রোগে আক্রান্ত সে নিজেও জানে না ।


জোনাক নিয়ে এসো প্রিয়

আমি যাচ্ছি চলে

অন্ধকার বদ্ধ ঘরে
জোনাক নিয়ে এসো প্রিয়

তোমায় সাদা শাড়িতে
একটুও মানায় না ।
নীল শাড়ি আর নীল চুড়ি পড়ে
এসো আমার কাছে ।
কালো মেঘ চলে গেলে
দেখবো তোমায় খুব করে ।

আমি যাচ্ছি চলে
অন্ধকার বদ্ধ ঘরে
জোনাক নিয়ে এসো প্রিয়

এখন অনেক রাত
আমার পাঞ্জাবীর ঘ্রাণে নেশা হবে
রেখে দাও তা আলমারিতে ।
তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো
রাত শেষ হলো বলে
আমি এসে আদর করব খুব ভোরে

আমি যাচ্ছি চলে
অন্ধকার বদ্ধ ঘরে
জোনাক নিয়ে এসো প্রিয়

তোমায় উসকো খুসকো চুলে
ভালো লাগেনা ।
চন্দন তেল আর লম্বা বেণী করে
এসো আমার কাছে ।
যেন আমি মুগ্ধ হই
তোমার চুলের ঘ্রাণে ।

আমি যাচ্ছি চলে
অন্ধকার বদ্ধ ঘরে
জোনাক নিয়ে এসো প্রিয়

তোমার চোখের কাজল কালিতে
আমি হারাই আমার সবটুকু ।
আজ কেন সেই চোখের নিচে
কালো মেঘেরা ভিড় করে ।
গুমিয়ে পর,
আমি সাজিয়ে দেই
তোমায় খুব যতনে

জানতো ,
আমি যাচ্ছি চলে
অন্ধকার বদ্ধ ঘরে
জোনাক নিয়ে এসো প্রিয় ।

grave-6084525_1280.png

Source


কবিতা লেখার অবিজ্ঞতা আমার আসলে নেই । প্রিয় মানুষকে অনুবভ করে খাতা কাঁটাকাটি আর কি । আশা করি ভুল-ত্রুটি
মার্জনা করে ভালোবাসা দিবেন ।
ধন্যবাদ


আমি নুর ইসলাম । ঢাকা মোহাম্মাদপুর থেকে । ভালোবাসি লেখালেখি , গান , আধ্যাত্মিক চর্চা , ভ্রমন ।

Sort:  
 4 years ago 

বাহ্ চমৎকার। আপনার লেখিনীর একটা অন্য রকম ধরন আছে। খুব ভালো লাগলো এই ব্যাপার টা। এত সহজ ভাবে উপস্থাপন করতে সবাই পারে না। আশা করি সামনে আরো ভালো কাজ দেখতে পাবো। শুভেচ্ছা রইলো।

অনেক অনেক ধন্যবাদ । আপনার এই সুন্দর মন্তব্য টি আমাকে অনেক অনুপ্রাণিত করবে ।

আপনি তো বেশ ভালো লেখেন। কবিতাটি আমার কাছে চমৎকার লেগেছে। নিজের প্রিয়জনকে আপনি বেশ গভীর ভাবে ভালবাসেন বোঝা যাচ্ছে। তার বিরহেই তো এরকম কবিতা তৈরি হয়েছে।

শুধু তিনটি বানান ভুল হয়েছে। এটা হতেই পারে। তবে চেষ্টা করবেন পোস্ট সাবমিট করার আগে পুরো পোস্টটায় একবার চোখ বুলাতে। তাহলে ভুলের পরিমাণ শূন্যের কোঠায় নেমে আসবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

স্নিগ্ধ মনমুগ্ধকর হাজার ফুলের শুভেচ্ছা আপনার জন্য ভাইয়া । অনুপ্রেরণাময় সুন্দর একটি কমেন্ট করেছেন । চলার পথের পাথেয় হিসেবে গ্রহণ করলাম ।

আর ভাইয়া শিক্ষামূলক উপদেশ এর জন্য অসংখ্য ধন্যবাদ ।

ওয়াও এক কথায় অসাধারণ একটি কবিতা ছিল । খুব খুব ভালো লেগেছে আমার কাছে। আপনার উপস্থাপনটা জাষ্ট ওয়াও। এ রকম কবিতা সামনে আরো দেখতে চাই ভাইয়া। শুভকামনা রইল।

ধন্যবাদ ভাইয়া । সুন্দর মনের মানুষ আপনি এজন্য কবিতাটিকে সুন্দরভাবে দেখেছেন । আপনার জন্য ভালোবাসা রইলো ।

 4 years ago 

আপনার কবিতাটি পড়ে আমার খুবই ভালো লাগলো ভাইয়া।আসলে কেও যদি সত্যিকারের ভালো না বাসে তাহলে হয়তো এভাবে লিখাগুলো লেখা সম্ভব না। আর ছন্দ ও দারুণ ভাবে মিলেছে।
তবে ভাইয়া,আপনার ৩/৪ টি বানান ভুল আছে। ঠিক করে নিবেন।ধন্যবাদ আপনাকে।

ভালোবাসার কবিতায় ভালোবাসা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ । সত্যি আমি খুবই অনুপ্রাণিত হচ্ছি সুন্দর কমেন্ট গুলো পড়ে ।

বানানে আমি খুব কাঁচা । ইনশাল্লাহ চেষ্টা করব যাতে আর ভুল না হয় ।

 4 years ago 

আমি যাচ্ছি চলে
অন্ধকার বদ্ধ ঘরে
জোনাক নিয়ে এসো প্রিয়
এই আমারি তরে।

প্রেমের আলোই আলোকিত
হোক না এই ধরা
তোমার প্রেমের জালে পরে
কবিতা লেখা -পড়া।।

একই সাথে থাকব মোরা
দুজন দুজনার
ভালোবাসার এই মোহনায়
দিলাম উপহার♥♥

💕 ওয়াও খুব চমৎকার লাগলো । আসলেই আপনার লেখালেখির তুলনা নেই । অসংখ্য ধন্যবাদ ভালোবাসার জন্য । 💕

 4 years ago 

♥♥

আলহামদুলিল্লাহ আসলে কবিতাটা শোনার পর এক গভীর চিন্তায় মগ্ন ছিলাম খুব ভালো একটি কবিতা লিখছেন ভাই কি বলবো ভাই খুব কান্না এসে পড়ছে কবিতাটা শোনার পর,সবারই একদিন চলে যেতে হবে শুধু স্মৃতিগুলো থেকে যাবে।