কবিতা (বৃষ্টির স্মৃতির টান)।
হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি @purnima14 বাংলাদেশী,
আজ- ২৬শে মে,সোমবার, ২০২৫ খ্রিঃ।
কভার ফটো
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি এখন থেকে আপনাদের সাথে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করবো। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো। আজ আমি আমার স্বরচিত একটি কবিতা আপনাদের সাথে শেয়ার করবো। ছোটবেলা থেকেই কবিতা লিখতে আমার বেশ ভালই লাগে।
আজকে বৃষ্টি নিয়ে লিখেছি। বৃষ্টি আমার অনেক পছন্দ। বৃষ্টি দেখা মিললে মনের মধ্যে কেমন ভালোলাগা কাজ করে । জানালার ফাঁকা দিয়ে বৃষ্টি দেখতে এবং অনুভব করতে আমি খুব পছন্দ করি।এখন তো যখন তখনই বেশি নেমে পড়ে। আজকে বৃষ্টি দেখছিলাম আরো অনেক কথাই ভাবছিলাম। সেগুলো নিয়েই ছোট একটি কবিতা লিখেছি। সেই কবিতাটা এখন আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি কবিতাটি আপনার ভালো লাগবে। কবিতাটি পড়লে আপনারা ছোটবেলার স্মৃতিতে হারিয়ে যাবেন। চলুন তাহলে কবিতাটি দেখে নেওয়া যাক।
বৃষ্টির স্মৃতির টান
ফোঁটা ফোঁটা বিন্দু জমে,
ভেজা ভোরের জানলা কোণে।
চুপি চুপি চলে হাওয়ার দল,
মন বলে—আজ ভিজবো চল।
আকাশ ভরে কালো মেঘে,
বৃষ্টি নামে ধরার বুকে।
স্নিগ্ধতা আর মলিনতা মেশা,
প্রকৃতির কোণে স্মৃতির দেখা।
মাটির কাঁচা গন্ধ ভেসে আসে,
নীরব সব স্মৃতি পাশে পাশে।
কচু পাতার ছাতার ছায়ায়,
স্কুল ফেরার গল্প হাওয়ায় ভেসে যায়।
চোখের কোণে জমে ব্যথার বৃষ্টি,
টিনের চালে ঝমঝম সৃষ্টি।
মন হারায় সেই পুরনো গন্ধে,
ফোঁটা ফোঁটায় বাজে নরম ছন্দে।
জানালার পাশে বসে হারাই,
স্মৃতির টানে নীরবে ডাকি।
ক্লাস ফাঁকি, কাঁদা রাস্তায় হাঁটা,
মন্দ ছিল না—তবু আজ শুধুই ব্যথা।
প্রতিটি ফোঁটা ডেকে যায়,
চল ফিরে যাই—
সেই পুরনো খুশির ঠিকানায়।
কবির অনূভুতি
পোস্টের বিবরণ
ডিভাইস: গুগল পিক্সেল ৭ প্রো
লোকেশন: কুষ্টিয়া
প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।
আমি কে !
আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত।
@purnima14


অনেক চমৎকার একটি কবিতা লিখেছো প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে পড়তে হারিয়ে গিয়েছিলাম সেই মধুর শৈশবে। বৃষ্টির দিনে শৈশবে কতই না মজা করতাম। কচু পাতা আর কলাপাতা মাথায় দিয়ে বৃষ্টির দিনে বাড়ি ফেরার সেই মুহূর্ত কতইনা সুন্দর ছিল। অনেক চমৎকার একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য তোমাকে ধন্যবাদ।
https://x.com/PurnimaBis34652/status/1927163428247835000?t=4Js4HzMGee7X1ln6DmykZQ&s=19
https://x.com/PurnimaBis34652/status/1927164112615739548?t=pvOK68Uzuxi2wtQrPiUFuA&s=19
https://x.com/PurnimaBis34652/status/1927164520516014142?t=6jgARHgwcWsDf7vIfFuTWQ&s=19
অসম্ভব সুন্দর লেগেছে আপনার "বৃষ্টির স্মৃতির টান" কবিতাটি। শৈশব বিজড়িত এবং বৃষ্টির সময়ের প্রকৃতির এত সুন্দর বর্ণনা দিয়েছেন যা পড়ে আমি মুগ্ধ । আপনার কবিতা পড়ে শৈশবের বৃষ্টির স্মৃতি মনে পড়ে গেল। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনার কবিতাটি পড়তে পড়তে শৈশবে চলে গেছিলাম। ভীষণ সুন্দর লিখেছেন আপনি আজকের এই কবিতাটি। শৈশবের বৃষ্টির দিনগুলোর আনন্দই ছিল অন্যরকম। যা মনে করলে বর্তমানে একটি দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর ফিরে যাওয়ার উপায় নেই। ভীষণ ভালো লাগলো আপনার এই কবিতাটি পড়ে। ধন্যবাদ।