কবিতা :(শ্রাবণ)।
হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি @purnima14 বাংলাদেশী,
আজ- ২৪ শে আগস্ট,রবিবার, ২০২৪ খ্রিঃ।
কভার ফটো
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি বর্তমানে লেভেল তিনে আছি, আমি এখন থেকে আপনাদের সাথে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করবো। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো।
কবিতা লিখতে আমি খুব পছন্দ করি। আপনাদের সাথে মাঝে মাঝে নিত্য নতুন কবিতা শেয়ার করতে আমার খুব ভালো লাগে। বর্ষাকালে সবুজের সমাহার আমার খুব পছন্দ। প্রকৃতির সৌন্দর্য নিয়ে কবিতা লিখতে বেশ ভালো লাগে। শ্রাবণ মাস নিয়ে একটি কবিতা লিখেছি।কবিতাটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে।
শ্রাবণ
মেঘের ভেলা ভেসে ভেসে আকাশে,
দমকা হাওয়া, থেকে থেকে আসে।
টুপটাপ ঝুপঝাপ বৃষ্টি ঝরে,
টিনের চালে ঝমঝম শব্দ করে।
শ্রাবণের বৃষ্টি ঝরে,সবুজ ঘাসের বুকে,
দিকে দিকে থৈ থৈ জলে মাঠে মাঠে।
সবুজ ধানের গন্ধ, বাতাসে ভাসে
সবুজে স্নিগ্ধ হয়ে শ্রাবণ সাজে।
টুপটাপ শব্দের গান বাজে কানে
তুমি কি শুনতে পাও, এ গান শ্রাবণে?
শ্রাবণের গানের সুরে ঘুমিয়ে যায় রাত,
স্নিগ্ধ ছোঁয়ায় জেগে ওঠে প্রভাত।
নদীর বুকে চলে ঢেউয়ের খেলা,
নদীর বুকে জলধারার মেলা।
নৌকা ভেসে চলে দলে দলে,
আহা, প্রকৃতির সাজে সুন্দর আদলে।
বারবার শ্রাবণ ফিরে আসে দ্বারে,
অপূর্ব সুন্দর আর সমাহারে।
কত ব্যথা-বেদনা বৃষ্টি হয়ে ঝরে।
শ্রাবণ যে সুন্দর, অস্বীকার করি কি করে?
কবির অনূভুতি
পোস্টের বিবরণ
ডিভাইস: ভিভো ওয়াই-২০
তারিখ: ২৪ শে আগস্ট ২০২৫ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া
প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।
আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত।
@purnima14


শ্রাবণ একটি মাসের নাম।আর এটিকে কেন্দ্র করে দারুন কিছু লাইন লিখেছেন।কবিতাটি খুব সুন্দর লাগলো।ধন্যবাদ।
https://x.com/PurnimaBis34652/status/1959840255047295176?t=9TU8LI--lR7hSyj1kCMCxQ&s=19
https://x.com/PurnimaBis34652/status/1959521993533149465?t=wSapBbb-wZuj96Nx5b3Ssg&s=19
https://x.com/PurnimaBis34652/status/1959521543463313566?t=MpTob1eAel1fjpm-1gZ6lw&s=19
চমৎকার কবিতা লিখেছেন আপু, কবিতা পড়তে ও লিখতে ভীষণ ভালো লাগে। কবিতা পড়ে মন ভরে গেল।শুভকামনা রইল আপনার জন্য।