কবিতা :(নিঝুম চাঁদনী রাত)।
হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি @purnima14 বাংলাদেশী,
আজ-১০ জুন, মঙ্গলবার , ২০২৫ খ্রিঃ।
কভার ফটো
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি এখন থেকে আপনাদের সাথে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করবো। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো। আজ আমি আমার স্বরচিত একটি কবিতা আপনাদের সাথে শেয়ার করবো। ছোটবেলা থেকেই কবিতা লিখতে আমার বেশ ভালই লাগে। চাঁদনী রাতের ঐ চাঁদের আলো আমাদের সকলেরই ভালো লাগে।গ্রাম বাংলায় চাঁদনী রাত যেন একটু বেশি উপভোগ্য হয়। যখন টিনের ছোট্ট ছোট্ট ঘরের ছোট্ট ছোট্ট জানালার ফাঁকা দিয়ে ঘরে চাঁদের আলো প্রবেশ করে । তখন যেন অন্যরকম ভালো রাখার কাজ করে। কালকে রাতে ঠিক এমনটাই হয়েছিল আমার সাথে। সেই ভালোলাগার অনুভূতি গুলো নিয়ে আমি একটি কবিতা বানিয়েছি। আমার লেখা সেই কবিতাটি আপনাদের সাথে শেয়ার করবো।আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক।
নিঝুম চাঁদনী রাত
ফিনিক ফোঁটা চাঁদের আলো
জানালার কোণে আসে,
ঘুমের ঘোরে চুপি সারে
আমায় ডেকে যায় ভাসে।
জানালা খুলে চেয়ে দেখি,
চাঁদ মামার ঝকঝকে রূপ,
অবাক চোখে তাকিয়ে রই
ঐ আলোতেই প্রান জুড়ায় ।
মধুর, মলিন, মিষ্টি হাওয়া
আলতো করে ছুঁয়ে যায়,
জানালার কোণে ফিনফিনে এক
জোনাকি আলো ছড়ায়।
তাকিয়ে দেখি আকাশ মাঝে,
লক্ষ কোটি তারার দেশে
ঝিকিমিকি সেই ঝলকানিতে
মন হারায় আকাশ বেশে।
মৃদু হাওয়ার মৃদু তালে
গাছের শাখা, পাতারা দোলে,
তাদের ছোট্ট হাসি দেখে
মন হারাই অচিন দেশে।
আপছা আলোয় চোখ চলে যায়
সাদা বেলি ফুলের পানে,
সুবাসমাখা পাপড়িগুলো
নিয়ে যায় হারানো কোনো গানে।
হাওয়ায় ভেসে আসে গন্ধ—
ভাসে মনে প্রিয় মুখের স্মৃতি,
অচেনা এক কোমল ছোঁয়ায়
জেগে ওঠে ভালোবাসার ।
মুগ্ধতায় প্রাণ জুড়িয়ে যায়,
কি মধুর স্বর্গ পেলাম হেতায়!
প্রকৃতির এই অপার রূপে
মিশে যায় শান্তির মায়া-সুখ।
প্রকৃতির নরম ছোঁয়ায়
স্বপ্ন দেশে হারিয়ে যাই,
ঘুম পাড়ানি মাসি-পিসি
ঘুম পাড়িয়ে দেয় ।
কবির অনূভুতি
পোস্টের বিবরণ
ডিভাইস: গুগল পিক্সেল ৭ প্রো
লোকেশন: কুষ্টিয়া
প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।
আমি কে !
আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত।
@purnima14


https://x.com/PurnimaBis34652/status/1932489923187388781?t=BiMwpRPhm0kzUfcbI3JFIw&s=19
https://x.com/PurnimaBis34652/status/1932490847209275488?t=yR_LNz8vJoXjbPYuYLTCrQ&s=19
https://x.com/PurnimaBis34652/status/1932491157722030590?t=PG4rzWvsrVIip-BdAUEPXA&s=19
https://x.com/PurnimaBis34652/status/1932491677828280342?t=fFJEAtgTSLOGMHa8s3xqVQ&s=19
তোমার এই কবিতাটি পড়ে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। তোমার সুন্দর লেখনী সত্যি ভীষণ ভালো লাগে আমার কাছে। কবিতার প্রতিটি লাইন অনবদ্য হয়েছে। চাঁদকে আমরা সবাই ভীষণ পছন্দ করি চাঁদের আলো গায়ে মেখে থাকতে ইচ্ছে হয়। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।