কবিতা:(আবার দেখা)।

in আমার বাংলা ব্লগ2 days ago

হ্যালো..!!

আমার প্রিয় বন্ধুরা,

আমি @purnima14 বাংলাদেশী,

আজ- ৪ ই আগস্ট, সোমবার, ২০২৫ খ্রিঃ



কভার ফটো


1000058292.jpg

Source: Pixabay



আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি এখন থেকে আপনাদের সাথে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করবো। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো। আজ আমি আমার স্বরচিত একটি কবিতা আপনাদের সাথে শেয়ার করবো। ছোটবেলা থেকেই কবিতা লিখতে আমার বেশ ভালই লাগে।

অনেকদিন পর আপনাদের সাথে একটি কবিতা নিয়ে হাজির হলাম। অনেকদিন পর কবিতা লিখলাম। কেমন হয়েছে ঠিক বলতে পারবো না। কেমন হয়েছে তা আপনারা বিচার করবেন। একটি ভালবাসা কেন্দ্রিক কবিতা লিখেছে আজ। ভালোবাসা কেন্দ্রিক কবিতা গুলো লিখতে বেশ ভালোই লাগে। যদিও খুব একটা লেখা হয়ে ওঠেনা। আজ অনেকদিন পর ইচ্ছা হলো তাই উঠলাম। ভালোবাসার মানুষকে নিয়ে আমাদের অপেক্ষার শেষ নেই। বহু অপেক্ষার পরে যখন দেখা হয় তখন অনেক প্রশ্ন থেকে যায় মনে। প্রশ্নগুলোর উত্তর কখনো পাওয়া হয় আবার কখনো পাওয়া হয় না। চলুন তাহলে কবিতাটি পড়ে আসা যাক।



আবার দেখা

বদলে গেছে কথার ধরন,
বদলেছে পায়ের চলন,
রয়েছে কিছু স্মৃতির বহর।
তোমার আমার সংগোপনে।

চিরচেনা ওই মুখের হাসি,
এখনো ভালোবাসি।
চোখ তাকানোর নজর খানি,
বন্দী করে আমায় বাণী।

অনেকদিন পর দেখা,
ঋতুর পরে ঋতু বদলেছে,
বদলেছে গাছে পাতা।
বদলাইনি শুধু স্মৃতির কথা।

চিরচেনা সেই মানুষ খানি,
ভালোবাসি না আমায়, জানি,
তবুও আমি আশায় থাকি রোজ,
তুমি ঠিক নেবে আমার খোঁজ।

চাতক পাখি যেমন চেয়ে থাকে,
ঠিক ততখানি।
এক বুক বিষন্নতার মাঝেও,
ঠিক আগের মতই ভালোবাসি আমি।

নতুন কি কোন গল্প হবে?
স্মৃতিগুলো কি সাজবে,
রঙিন রঙে?
তোমার চোখে তাকিয়ে প্রশ্ন ছিল আমার।

উত্তর ছিল কি বড্ড কঠিন?
চলে গেলে তুমি, থামলে না,
আমার অপেক্ষার প্রহর বুঝি,
কখনোই শেষ হবে না।



কবির অনূভুতি

প্রতিটি মানুষ তার প্রিয় মানুষকে অনেক ভালোবাসে। কখনো কখনো বিভিন্ন ঘটনা বা বিভিন্ন কারণে কেউ মানুষকে ছেড়ে যেতে বাধ্য হয়। আবার কখনো ছেড়ে চলে যায়। এক পক্ষ সব সময় ভালবাসে। বিচ্ছেদের পরেও সে অপেক্ষায় থাকে কিছু প্রশ্ন নিয়ে। হয়তো আবার দেখা হবে। হয়তো তার আমার কথা একদিন খুব করে মনে পড়বে। এই আশাতেই সে বেঁচে থাকে। আবার যখন দেখা হয়। চোখে চোখে অনেক প্রশ্ন থাকে। কখনো বা উত্তর পাওয়া যায় কখনো পাওয়া যায় না। অপেক্ষায় মানুষের জীবনকে এক নতুন মোড় দেয়।



পোস্টের বিবরণ

পোস্ট ধরন: কবিতা
ডিভাইস: গুগল পিক্সেল ৭ প্রো
লোকেশন: কুষ্টিয়া



প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।



আমি কে !

Screenshot_20231102_205038_Facebook-01.jpeg

আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@purnima14



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif





Sort:  

💦💥2️⃣0️⃣2️⃣5️⃣ This is a manual curation from the @tipu Curation Project

@tipu curate

 22 hours ago 

"কবিতার প্রতিটি ছন্দ যেন অতীতের কোনো নীরব সংলাপ! হৃদয়ের গভীর থেকে উঠে আসা স্মৃতিরা জীবন্ত হয়ে উঠেছে আপনার লেখায়। বদলে যাওয়া সময়ের ভিড়ে বদলায়নি শুধু সেই অনুভূতির গভীরতা।

 4 hours ago 

আপনার কবি প্রতিভার দেখছি কোনো জবাব নেই৷ একেবারে চমৎকার একটি কবিতা শেয়ার করেছেন৷ আপনার কাছ থেকে এই সুন্দর কবিতা পড়ে বেশ ভালোই লাগলো৷ যেভাবে আপনি এই সুন্দর কবিতা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তার মধ্যে আপনি লাইনের সামজ্ঞস্যতা খুব সুন্দরভাবে বজায় রেখেছেন৷ তার পাশাপাশি এখানে যখন এই কবিতা পড়ছিলাম তখন বারবার পড়তে ইচ্ছে করছিল৷