স্বরচিত কবিতা। (আষাঢ়ের বিকেল)
হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি @purnima14 বাংলাদেশী,
আজ- ১৭ই জুলাই, বৃহস্পতিবার,২০২৫ খ্রিঃ।
কভার ফটো
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি এখন থেকে আপনাদের সাথে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করবো। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো। আজ আমি আমার স্বরচিত একটি কবিতা আপনাদের সাথে শেয়ার করবো। ছোটবেলা থেকেই কবিতা লিখতে আমার বেশ ভালই লাগে।
আজ বিকেলে হঠাৎ করেই ছাদে গিয়ে বসেছিলাম। গিয়েছিলাম একটু ক্লান্তি দূর করার জন্য। আমার ফাইনাল এক্সাম চলছে। হাতে একদম সময় পাচ্ছি না। বিকেলে ছাদে গিয়ে দূর আকাশে তাকিয়ে প্রকৃতি দেখছিলাম। আমার আবার এরকম সুন্দর আকাশ দেখতে খুব ভালো লাগে। চারিপাশে দেখে মনের মধ্যে অদ্ভুত রকম ভালো লাগা কাজ করছিল। এই ভালো লাগাকে কেন্দ্র করে আষাঢ়ের বিকেল নিয়ে একটি ছোট্ট কবিতা লিখে ফেললাম। হুটহাট অনুভূতির নিয়ে কবিতা লিখতে আমার খুব ভালো লাগে। কবিতার পিছনে আরেকটু সময় দিলে কবিতাটা ভালোভাবে লিখতে পারতাম। হাতে যেহেতু সময় কম ছিল তাই শুধু অনুভূতিটুকুই প্রকাশ করতে পেরেছি।
আমার লেখা কবিতাটি আপনাদের সাথে শেয়ার করবো।আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক।
আষাঢ়ের বিকেল
সাদা সাদা মেঘ ভেসে ভেসে চায়,
ঘুরে ঘুরে ওই নীলে মিশে যায়।
সবুজ স্বচ্ছ প্রকৃতি দাঁড়িয়ে রয়,
স্নিগ্ধ মলিন হাওয়া গায়ে মেখে নেয়।
হঠাৎ হঠাৎ আকাশ মাঝে রংধুনু আসে,
সাত রং ছড়িয়ে দেয় ভালবেসে।
নীলের মাঝে রঙিন ছোঁয়া,
অপূর্ব সুন্দর সমাহার।
নিরব কবি হয়ে বসি তাদের মাঝে,
হারিয়ে যায় নিরব ভাবনায়।
পাখিরা উড়ে চলে দূর আকাশে।
দু চোখ শুধু যায় নীলে মিশে।
হঠাৎ আধার কালো মেঘ,
ঘনিয়ে চলে আসে।
বৃষ্টির ভেজা সুর,
কানে কানে বাজে।
নিঃশব্দ প্রকৃতি ভরে ওঠে গুঞ্জনে,
বৃষ্টির দল এসে ছুঁয়ে দেয় প্রাণে।
মুখরিত পরিবেশ বৃষ্টির গানে।
প্রকৃতি মুগ্ধ হয় বৃষ্টি স্নানে।
বৃষ্টির দাগ লেখে গভীর কাব্য
আষাঢ়ের বিকেলটা স্মৃতিময় স্তব্ধ।
কবির অনূভুতি
পোস্টের বিবরণ
ডিভাইস: গুগল পিক্সেল ৭ প্রো
লোকেশন: কুষ্টিয়া
প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।
আমি কে !
আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত।
@purnima14


আরে বাহ্ অনেক সুন্দর ছিল তো আপনার আজকের কবিতা লেখার টপিক। আমার কাছে তো এটা দেখে আর পড়ে অনেক ভালো লেগেছে। এরকম টপিক গুলো নিয়ে কবিতা লিখলে খুব ভালো লাগে পড়তে। আপনি প্রতিনিয়ত চেষ্টা করলে আরো ভালো কবিতা লিখতে পারবেন।
কভার ফটোটি দেখেই মুগ্ধ হয়ে গেলাম আর সাথে কবিতাটি হয়েছে অসম্ভব সুন্দর। ভীষণ সুন্দর রচনা করেছেন এবং প্রত্যেকটি লাইন প্রকৃতির অপূর্ব সৌন্দর্য সুন্দরভাবে প্রকাশ করেছে। এমন সুন্দর মনমুগ্ধকর কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন তার জন্য ধন্যবাদ।
আপনি চমৎকারভাবে প্রকৃতির সৌন্দর্য আপনার কবিতার মধ্য দিয়ে তুলে ধরেছেন। প্রকৃতির এমন অপরূপ সৌন্দর্য নিয়ে কবিতা গুলি পড়তে আমার ভীষণ ভালো লাগে। আপনার কবিতার প্রতিটি লাইন ভীষণ সুন্দর ছন্দময় হয়েছে। ভীষণ ভালো লাগলো এমন সুন্দর একটি কবিতা পড়ে।
আপনি কিন্তু খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতাটি পড়ে কিন্তু আমার কাছে খুব ভালো লাগলো।আষাঢ়ের বিকেল কবিতার মাধ্যমে বৃষ্টির অনুভূতি প্রকাশ করেছেন। তবে আপনার কবিতার প্রতিটি লাইন পড়ে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ কবিতাটি লিখে শেয়ার করার জন্য।
https://x.com/PurnimaBis34652/status/1946501586588758389?t=Z_xHZACZvnKLgesX44bwkg&s=19
https://x.com/PurnimaBis34652/status/1946502401558737389?t=pd7HZKnmiM3G6Ftgu1s-bA&s=19