কবিতা :(আসবে দুর্গা মা)।
হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি @purnima14 বাংলাদেশী,
আজ- ২০ ই সেপ্টেম্বর,বুধবার, ২০২৫খ্রিঃ।
কভার ফটো
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার।"আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো।
ছোটবেলা থেকে কবিতা লিখতে অনেক পছন্দ করি।আমি যখন ক্লাস থ্রিতে পড়তাম তখন থেকেই আমি ছোট ছোট কবিতা লিখতাম। আর কদিন বাদে দুর্গাপূজা। ছোটবেলা দুর্গাপূজা আসার কিছুদিন আগে থেকেই কত প্রস্তুতি। এখনো আছে সেসব প্রস্তুতি তবে ছোটবেলা থেকে অনেকটাই কম। প্রত্যেক বছর দুর্গাপূজার আগে দুর্গা ঠাকুরের ছবি আঁকা এবং তাকে নিয়ে কবিতা লেখা আমার একটা অভ্যাস ছিল। এখনো সেই অভ্যাস কিছুটা রয়ে গেছে। তাই আজকে মাকে নিয়ে লিখে ফেললাম ছোট একটি কবিতা। কবিতাটি খুবই সরল ভাষা লিখেছি। আসলে এত ব্যস্ততার মধ্যে আছে যে প্রতিদিন পোস্ট করা টাই কষ্টসাধ্য হয়ে উঠছে। তারপরেও চেষ্টা করছি আপনাদের সাথে থাকার। চলুন তাহলে আমার লেখা কবিতাটি একবার পড়ে নেওয়া যাক।
আসবে দুর্গা মা
কাশফুল ফুটেছে বনে বনে,
আকাশ সাজে রংবেরঙে।
আনন্দের রং লেগেছে মনে,
মা আসবে বছর পরে।
ঢাকে পড়বে কাঠি,
মাতবে বাংলা মাটি।
সাজবে সবে রঙে রঙে,
মা আসছেন এই ভুবনে।
ভুবন জুড়ে আলোর বাতি,
হবে পুজো জমজমাটি।
নতুন জামা, শাড়ির ভিড়ে
রং ছড়াবে শহর জুড়ে।
যাচ্ছে যে দিন, গুনছি সবে,
মা আসবেন আনন্দ রবে।
প্রাণে প্রাণে বাজবে গান,
মা আমাদের সবার প্রাণ।
ধূপধুনোতে মাতবে সকল,
থাকবে সিঁদুর খেলা।
মাকে ঘিরে চলবে কদিন,
রঙিন মেলা।
আকাশ-বাতাস সবে অপেক্ষায়,
মা আসো তুমি মোদের ভালোবাসায়।
আশীর্বাদে ভরে থাকুক জীবন,
তোমায় ঘিরেই হোক সুখের আগমন।
কবির অনূভুতি
পোস্টের বিবরণ
ডিভাইস: গুগল পিক্সেল ৭ প্রো
তারিখ: ১০ই সেপ্টেম্বর ২০২৫খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া
প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।
##|
|-|
আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত।
@purnima14

