কবিতা :(আকাশ আমার বন্ধু)।
হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি @purnima14 বাংলাদেশী,
আজ- ০৯ আগস্ট,শনিবার, ২০২৫ খ্রিঃ।
কভার ফটো
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি এখন থেকে আপনাদের সাথে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করবো। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো। আজ আমি আমার স্বরচিত একটি কবিতা আপনাদের সাথে শেয়ার করবো। ছোটবেলা থেকেই কবিতা লিখতে আমার বেশ ভালই লাগে।
অনুভূতি নিয়ে কবিতা লিখতে আমার বেশ ভালো লাগে। এখন তো শ্রাবণ মাস। মাঝে মাঝে বৃষ্টি নামে। বৃষ্টি আমার কাছে বন্ধুর মতন। বৃষ্টি আমি খুব পছন্দ করি। যখন আমার মন খারাপ থাকে। তখন বৃষ্টি হলে আমার বেশি ভালো। একটু আগে ঝুম বৃষ্টি। বৃষ্টি নামলে মনের মাঝে অনেক কথা আসতে থাকে। বৃষ্টির সাথে বন্ধুর মতো সম্পর্ক। আজকে নিজের অনুভূতি এবং বৃষ্টি নিয়ে একটি কবিতা লিখেছি। জানিনা কেমন হয়েছে। তবে আশা করছি ভালো লাগবে। চলুন তাহলে কবিতাটির পড়ে আসা যাক।
আকাশ আমার বন্ধু
জল ছলছল দৃষ্টি,
ভীষণ ভারী মন।
অপেক্ষা নিয়ে তাকিয়ে থাকি,
ঐ আকাশ হবে কি সাথী?
আকাশ যখন কান্না করে,
ভীষণ ভালো লাগে।
আমার ব্যথার সাথী হয়ে,
বৃষ্টি ঝড়ে নীরবে।
হঠাৎ দেখি দূর আকাশে
কালো মেঘের ছায়া
এবার বুঝি সাথী হবে!
বুঝবে সখির ব্যথা।
টুপটাপ ঝুম শব্দ পেয়ে
জানলা পানে চেয়ে,
ফোঁটায় ফোঁটায় বৃষ্টি ঝরে,
আমার সাথী হয়ে।
শনশন করে বাতাস এসে,
মন দুলিয়ে দেয়,
ফিসফিসিয়ে বলে আমায়-
"কাঁদিস কেন?হাসবি তুই, চল।"
ফোঁটায় ফোঁটাই অশ্রু আমার,
বৃষ্টি নিয়ে যায়-
মলিন মুখে,ফোঁটে হাসি।
মন ভুলিয়ে দেয়।
কবির অনূভুতি
পোস্টের বিবরণ
ডিভাইস: গুগল পিক্সেল ৭ প্রো
লোকেশন: কুষ্টিয়া
প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।
আমি কে !
আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত।
@purnima14


আজকে খুব সুন্দর একটি কবিতা শেয়ার করলাম। আকাশ আমার বন্ধু এই কবিতার প্রতিটি লাইন পড়ে বেশ ভালো লাগলো। কবিতার নামের মত কবিতার লাইন খুব সুন্দর করে সাজিয়ে লিখেছেন। এত সুন্দর একটি কবিতা আজকে ধাপে ধাপে আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
খুব সুন্দর হয়েছে আপনার এই কবিতা৷ যেভাবে আপনি আজকের এই চমৎকার কবিতা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তা যেভাবে সুন্দরভাবে শেয়ার করেছেন৷ তার পাশাপাশি এখানে এই কবিতার লাইনের সামজ্ঞস্যতা আপনি একেবারে চমৎকারভাবে বজায় রেখেছেন৷ এই কবিতা যখন আমি পড়ছিলাম তখন আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল৷ এই কবিতার ছন্দের মিল আপনি খুবই সুন্দর ভাবে বজায় রেখেছেন৷
https://x.com/PurnimaBis34652/status/1954764564622655522?t=h1dsmi0eM02GH4F-Ejd_PA&s=19
https://x.com/PurnimaBis34652/status/1954764835188842974?t=i6q0o3CFdJO2Ip76rs5rew&s=19