চোখে এখন আর জল আসেনা - রেদোয়ান মাসুদ

in #poem6 years ago

 চোখে এখন আর জল আসে না

কত কাঁদি, কত একা বসে থাকি

কিন্তু কানড়বার আর শেষ হয় না

কাঁদতে কাঁদতে শেষ হয়ে গেছে জলের রাশি

তাইতো এখন আর রুমাল দিয়ে চোখ মুছতে হয় না ॥

তোমাকে হারানোর কথা এখন আর মনে করতে হয় না

চোখের সামনে সবসময়ই ভাসে তোমার ছবি

যে ছবি এখন আর রঙতুলি দিয়ে আঁকতে হয় না

হৃদয়ের ঝরানো সেই রক্ত দিয়ে আঁকা

তাই শুধু শুধু এখন আর কাগজ তুলি নিয়ে বসে থাকতে হয় না ॥

গাছের ডালে এখন আর পাখি ডাকে না

পৌষ মাসেও পাতার ডগায় শিশির জমে না

নদীর বুকে এখন মরুভূমি বাসা বেঁধেছে

যা তোমার সাথে এখন বন্ধুত্বের হাত বাড়িয়েছে

তাইতো নদীর সেই কলকল ধ্বনি এখন আর কানে আসে না ॥

শত চেষ্টার পরেও এখন আর গান শুনতে পারি না

কারণ বনের পাখি এখন আর গান গায় না

ফুলের বাগানেও এখন আর গন্ধ পাই না

ভোমরাও নাকি এখন আর ফুলের বাগানে আসে না

তাইতো নাক কান এখন আর খোলা রাখতে হয় না ॥

সাগরে নাকি এখন অনেক ঢেউ ওঠে

কিন্তু সেই ঢেউ এখন আর হৃদয়ে দোলা দেয় না

কারণ আকাশে এখন অনেক মেঘ জমে আছে

আর সেই মেঘ পৃথিবীটাকে অন্ধকার করে রেখেছে

তাইতো হৃদয়ে এখন আর বৃষ্টির ছোঁয়া লাগে না ॥

চোখের পাতা এখন আর বোজাতে হয় না

সারাক্ষণ চেয়ে থাকে

এখন আর বারবার বলতে হয় না

আর একটু জেগে থাকো, একটু পরে ঘুমাও

এভাবেই জেগে থাকি ॥

কারো সামনে এখন আর কানড়বা লুকাতে হয় না

ভেতরে কষ্ট থাকলেও বাইরে দেখা যায় না

কী হয়েছে তোর? এ প্রশেড়বর উত্তর দিতে হয় না

কারণ, চোখে এখন আর জল আসে না

তাইতো রুমাল দিয়ে এখন আর চোখ মুছতে হয় না ॥

premer kobita