স্বরচিত কবিতা: তোমায় প্রথম দেখি
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
রবিবার, ১২ ই মে ২০২৫ ইং
ছোট বেলা থেকে আমার কবিতা লেখা তেমন একটা অভ্যাস ছিল না। কিন্তু ইদানিং আমার বাংলা ব্লগ কমিউনিটির সাথে যুক্ত হতে পেরে বেশ কয়েকজন অ্যাডমিন - মডারেটর ভাইয়া এবং বেশ কয়েকজন সাধারণ ইউজারদের কবিতা লেখা দেখে আমার ও ইচ্ছা জাগে, আমিও কবিতা লিখবো। বিশেষ করে আমাদের কবিতার প্রিয় প্রতিষ্ঠাতা দাদার লেখা কবিতা এবং আমাদের সকলের প্রিয় হাফিজুল্লাহ ভাইয়ের লেখা কবিতা গুলো প্রতিনিয়ত পড়েছিলাম। তাদের থেকেই মূলত আমার কবিতা লেখার আগ্রহ চলে আসে।
আসলে প্রিয় মানুষের সাথে যখন প্রথম দেখা হয় মনের মধ্যে আলাদা রকম আনন্দ কাজ করে।চোখে চোখ পড়তেই সময় থেমে যায়, চারপাশ নিস্তব্ধ হয়ে শুধু তার উপস্থিতি অনুভব হয়।প্রিয় মানুষকে প্রথম দেখার অনুভূতি সাধারণত খুব গভীর, মিষ্টি ও স্মরণীয় হয়।হঠাৎ করেই চারপাশের শব্দ নিঃশব্দ হয়ে যায়, কেবল তার উপস্থিতিই দখল করে নেয় মন ও মগজ। তখন প্রিয় মানুষ টি ব্যতীত বাহিরের কোন কিছুর প্রতি তেমন একটা মনযোগ থাকে না। এই বিষয়ে হয়তো আপনারা অনেকেই অবগত আছেন।
তোমায় প্রথম দেখি
তোমার রঙ্গিন চুল গুলো
উড়ে যায় তোমার মুখের আশেপাশে।
তাকিয়ে ছিলে তুমি নদীর দিকে,
আমি ডুবে গেছিলাম তোমার ভিতরে।
কোনো কথা হয়নি তোমার সাথে
হয়েছে শুধু শুধু চোখের খেলা,
তবু মনে হলো আমার
এ যেন বহুদিনের চেনা।
তোমার হাঁটার ধ্বনিতে আমার,
মন ছুঁয়ে যায় নিমিষেই।
অচেনা হয়েও তুমি
চেনা লাগে আমার মনের ভিতরে।
চোখে তোমার ছিল এক মায়া ,
সে মায়ায় জেগেছিল হৃদয়ের আশা।
তোমার হাসি ছুঁয়েছিল আমার মন,
সেই প্রথম দেখাতেই তুমি আমার সবি।
আমার লেখা কবিতা টি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।
সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
Vote@bangla.witness as witness
Upvoted! Thank you for supporting witness @jswit.
Daily task
Link
https://x.com/Riyadx2P/status/1921879937264300231?t=jPyEcQo-JMl9z-L2CD76zg&s=19
https://x.com/Riyadx2P/status/1921880294103093640?t=jPyEcQo-JMl9z-L2CD76zg&s=19
Screenshot
খুব সুন্দর একটি কবিতা লিখেছেন ভাইয়া। আপনার লেখা কবিতাটি আমার খুবই ভালো লেগেছে। কবিতার লাইনগুলো এত সুন্দর ছিল। আর এত সুন্দরভাবে অনুভূতিগুলো প্রকাশ করেছেন। যা পড়ে খুবই মুগ্ধ হলাম।ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আপনার কবিতাটি অসম্ভব সুন্দর হয়েছে। প্রিয় মানুষটিকে প্রথম দেখার যে আবেগ অনুভূতি এবং মনের অবস্থা সেটা আপনার কবিতার মধ্যে সুন্দরভাবে প্রকাশ পেয়েছে। ভালোবাসায় এবং আবেগে মাখা এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
প্রিয় মানুষটিকে প্রথম দেখা নিয়ে আপনি অসম্ভব সুন্দর একটি কবিতা রচনা করেছেন। ভালোবাসায় পূর্ণ আপনার কবিতাটি অসম্ভব সুন্দর লাগছিল পড়তে। অসম্ভব ভালোবাসা এবং আবেগ এই কবিতার মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে। ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর কবিতা শেয়ার করার জন্য।
নিঃসন্দেহে, আপনার কবিতাটি হৃদয় ছোঁয়া ও গভীর অনুভূতিতে পূর্ণ। এক নিঃশব্দ ভালোবাসার, একপাক্ষিক মুগ্ধতার এমন সুন্দর প্রকাশ সহজে মন ছুঁয়ে যায়। ভাষা সহজ, অথচ আবেগে ভরপুর—প্রেম, আকর্ষণ আর মায়ার মিশেল দারুণভাবে ফুটে উঠেছে প্রতিটি চরণে। বিশেষ করে “তোমার হাঁটার ধ্বনিতে আমার, মন ছুঁয়ে যায় নিমিষেই” – এই চরণটি খুবই দারুণ।