স্বরচিত কবিতা: হারিয়ে যাওয়া সকাল
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
শুক্রবার, ৩০ ই মে ২০২৫ ইং
ছোট বেলা থেকে আমার কবিতা লেখা তেমন একটা অভ্যাস ছিল না। কিন্তু ইদানিং আমার বাংলা ব্লগ কমিউনিটির সাথে যুক্ত হতে পেরে বেশ কয়েকজন অ্যাডমিন - মডারেটর ভাইয়া এবং বেশ কয়েকজন সাধারণ ইউজারদের কবিতা লেখা দেখে আমার ও ইচ্ছা জাগে, আমিও কবিতা লিখবো। বিশেষ করে আমাদের কবিতার প্রিয় প্রতিষ্ঠাতা দাদার লেখা কবিতা এবং আমাদের সকলের প্রিয় হাফিজুল্লাহ ভাইয়ের লেখা কবিতা গুলো প্রতিনিয়ত পড়েছিলাম। তাদের থেকেই মূলত আমার কবিতা লেখার আগ্রহ চলে আসে।
এমন একটি সকালকে কেন্দ্র করে গড়ে উঠেছে কবিতাটি, যা আর আগের মতো উজ্জ্বল বা প্রাণবন্ত নয়। সকাল শুরু হয় নিঃশব্দতা দিয়ে একটি চাপা শূন্যতা, যেখানে ঘড়ির কাঁটা এগোয়, কিন্তু মনের ঘড়ি থেমে থাকে কোনো এক পুরনো মুহূর্তে। এই কবিতার প্রতিটি লাইনে যেন একটা চাপা দীর্ঘশ্বাস লুকিয়ে আছে।পুরনো সম্পর্ক, ভালোবাসা কিংবা হারিয়ে যাওয়া কারো স্মৃতি কবিতার প্রতিটি চরণে মিশে আছে। এক কাপ কফি, একটা জানালা, টেবিলের ওপর পড়ে থাকা চিঠি সবই বাস্তব জগতের ছোট ছোট বস্তু, কিন্তু সেগুলোর মধ্যে লুকিয়ে আছে এক গভীর অভাব। স্মৃতিগুলো এখনো এতটাই জীবন্ত যে, বাতাসেও তার গন্ধ পাওয়া যায়।
হারিয়ে যাওয়া সকাল
আজ সকালটা যেন খুব চুপচাপ,
আলো এসেও যেন ফিরে যায়।
ঘুম ভাঙে না পুরোদমে আর,
চোখে কেবল পুরনো এক ছায়া।
কফির কাপ ছুঁয়েও ঠান্ডা লাগে,
তোমার স্পর্শ কি ভুলে গেছি?
ঘড়ির কাঁটা এগোয় ঠিকঠাক,
আমার ভেতর থেমে থাকে কিছু।
জানালার ধারে বসে থাকি চুপে,
পাখির ডাকেও নেই আজ সুর।
তোমার গন্ধটা খুঁজি বাতাসে,
হয়তো থেকে গেছ, কোথাও দূর।
সেই চিঠিটা আজও টেবিলে,
তোমার হাতে লেখা শেষ ভাষা।
পড়ি আবার, থেমে থেমে ধরি,
শব্দগুলো যেন কাঁপে আশ্বাসে।
হারিয়ে যাওয়া মানে তো ফুরানো না,
তবু সকালটা আর আগের মতো নয়।
তোমার ছায়া রয়ে গেছে জানালায়,
আর আমি রয়ে গেছি অপেক্ষায়।
আমার লেখা কবিতা টি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।
Vote@bangla.witness as witness
Daily task
Link
https://x.com/Riyadx2P/status/1928474613576519956?t=VkgdDUb5Qn8jyvbn8Nu8Ww&s=19
https://x.com/Riyadx2P/status/1928474856783335727?t=VkgdDUb5Qn8jyvbn8Nu8Ww&s=19
https://x.com/Riyadx2P/status/1928475034667892803?t=VkgdDUb5Qn8jyvbn8Nu8Ww&s=19
https://x.com/Riyadx2P/status/1928475239035339133?t=VkgdDUb5Qn8jyvbn8Nu8Ww&s=19
Screenshot
ডেইলি টাস্ক এভেইলেবেল না থাকার কারণে দেয়া হয়নি। টাস্ক দেয়া হলে টাস্ক পূরণ করবো ✅।
আপনার কবিতার প্রতিটি লাইন যেন হৃদয়ের গভীর থেকে উঠে এসেছে। সেই হারিয়ে যাওয়া সকাল আর বেজান স্মৃতির মাঝে যে মিশেল আপনি খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন, তা সত্যিই মন ছুঁয়ে যায়। কফির কাপের ঠান্ডা অনুভূতি থেকে শুরু করে চিঠির শব্দগুলোতে খুঁজে পাওয়া আগুন সবকিছুই জীবন্ত হয়ে উঠেছে আপনার কবিতায়। সাধারণ জিনিসের মধ্যে এমন আবেগ ফুটিয়ে তোলাটা খুবই অসাধারণ। পড়তে পড়তে মন ভারী হয়ে গেল, কিন্তু ভালো লাগলো।ধন্যবাদ শেয়ার করার জন্য।
আমি কবিতা লিখতে এবং কবিতা পড়তে দুটোই খুব ভালোবাসি। আপনি আজ অনেক সুন্দর একটা কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। যেটা পড়তে আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনার এই কবিতার সবগুলো লাইন অনেক বেশি সুন্দর ছিল। ছন্দ মিলিয়ে এরকম কবিতা গুলো লিখলে বেশি সুন্দর লাগে। আপনার এই কবিতাটা লেখার টপিক ছিল অসম্ভব দারুন।
আজকে আপনি সকাল নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার লেখা হারিয়ে যাওয়া সকাল কবিতাটির পড়ে অনেক ভালো লাগলো। আর প্রত্যেক মানুষ সকাল সুন্দরভাবে শুরু হোক এটাই কামনা করে। তবে আপনার কবিতার প্রতিটি লাইন অসাধারণ হয়েছে। এই ধরনের কবিতা থেকে অনেক কিছু উপলব্ধি করা যায়।