স্বরচিত কবিতা: আবার হাসবে জীবন
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
শনিবার, ১২ ই জুলাই ২০২৫ ইং
ছোট বেলা থেকে আমার কবিতা লেখা তেমন একটা অভ্যাস ছিল না। কিন্তু ইদানিং আমার বাংলা ব্লগ কমিউনিটির সাথে যুক্ত হতে পেরে বেশ কয়েকজন অ্যাডমিন - মডারেটর ভাইয়া এবং বেশ কয়েকজন সাধারণ ইউজারদের কবিতা লেখা দেখে আমার ও ইচ্ছা জাগে, আমিও কবিতা লিখবো। বিশেষ করে আমাদের কবিতার প্রিয় প্রতিষ্ঠাতা দাদার লেখা কবিতা এবং আমাদের সকলের প্রিয় হাফিজুল্লাহ ভাইয়ের লেখা কবিতা গুলো প্রতিনিয়ত পড়েছিলাম। তাদের থেকেই মূলত আমার কবিতা লেখার আগ্রহ চলে আসে।
জীবন কখনো সহজ পথে চলে না। মাঝে মাঝে ক্লান্তি আসে, হতাশা গ্রাস করে মন। কিন্তু প্রতিটি আঁধারের শেষেই থাকে একটুকরো আলো, প্রতিটি দুঃখের ভেতরেই লুকিয়ে থাকে নতুন শুরুর বীজ। কবিতা আমাদের সেই আশার কথা মনে করিয়ে দেয়। আজকের এই কবিতাটিতে আমি ফুটিয়ে তুলেছি এক যন্ত্রণার পরেও জীবনের নতুন আলোর দিকে এগিয়ে চলার গল্প।
আবার হাসবে জীবন
আবার হাসবে জীবন
শেষ বিকেলের আলো মলিন,
মনটা বোঝে কেমন এক চাপা হাহাকার।
হাওয়ার ছোঁয়ায় কেঁপে ওঠে,
থমকে থাকা কিছু স্বপ্নের দ্বার।
আকাশে জমে ঘন মেঘ,
বৃষ্টি যেন কিছু বলে না,
তবু সূর্য হাসে লুকিয়ে,
বলে আশা হারিয়ে যেও না।
চোখের জল যে একদিন ,
শুকিয়ে যায় তপ্ত রোদে।
মনটা তখন গায় গান,
ব্যথা ভেজে স্নিগ্ধ ছোঁয়ায় লোকে।
ভাঙা স্বপ্ন আবার জোড়া লাগে,
অন্য রূপে হাসে।
আলোর খোঁজে যারা চলে,
থামে না কোনো বাধায় এসে।
যে জীবন ভেঙে যায় বারবার,
সে জীবনই গড়ে ইতিহাস।
যে হৃদয় কাঁদে নীরবে,
সেই হৃদয়ে থাকে সাহস।
বাতাসে ভেসে চলে আশা,
মনের মাঝে জাগে প্রেম।
হারিয়েও পাওয়ার মধ্যে
লুকিয়ে থাকে নতুন পাওয়া।
দুঃখ কেবল ক্ষণিক স্রোত,
নদী তো বহে যায়।
আবার একদিন ফুল ফুটবে ,
ব্যথার বাগানেও ছায়া।
আমার লেখা কবিতা টি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।
সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
Device | iPhone 11 |
---|---|
Camera | 11+11 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/Riyadx2P/status/1944084901269319797?t=QU-QL_XU0Imx0hg_24OAug&s=19
https://x.com/Riyadx2P/status/1944085175056707882?t=T4qkdjdAk17aH27qeffAew&s=19
https://x.com/Riyadx2P/status/1944085453046788101?t=TCVgD-Dg1t-GDcJXoZanvg&s=19
https://x.com/Riyadx2P/status/1944085745549160683?t=-mxVYOYIU1NHEYj2v2ElvQ&s=19
https://x.com/Riyadx2P/status/1944085922452287821?t=janzfnIjbijUldCmOssKsw&s=19
https://x.com/Riyadx2P/status/1944086196352954379?t=Mh7npoBaz9_lQIl5cs0pEQ&s=19
https://x.com/Riyadx2P/status/1944086319665492366?t=C5fJOtsBBEnIr144LISvsQ&s=19
আবার হাসবে জীবন নিয়ে খুবই সুন্দর একটি কবিতা শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে আজকের এই অসাধারণ কবিতা পড়ে অনেক বেশি ভালো লাগছে৷ এখানে এই কবিতা শেয়ার করার মধ্য দিয়ে আপনি আপনার কবি প্রতিভাকে যেভাবে ফুটিয়ে তুলেছেন৷ তার পাশাপাশি এখানে এই কবিতার লাইন গুলো যখন পড়ছিলাম তখন অনেক বেশি ভালো লাগছিল৷