বুনো ফুল

in আমার বাংলা ব্লগ2 years ago

নমষ্কার,,

আমার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলেই ঈশ্বরের আশীর্বাদে ভালো আছেন এবং সুস্থ আছেন। আবহাওয়ার পূর্বাভাসে দেখেছিলাম বৃষ্টি হবে আজকে। সেজন্যই বিকাল থেকে মেঘলা আকাশ। কিন্তু বৃষ্টির কোন নাম গন্ধ নেই। উল্টো গরম টা আরো বেশি বেড়ে গেছে। আর সারাদিনে লোডশেডিং এর জ্বালাতন তো আছেই। কারেন্ট যায় না আসে এটাই বুঝি না মাঝে মধ্যে।

বিকালের দিকটাতে খুব সুন্দর বাতাস বইছিল ছাদে। সন্ধ্যার আগ মুহূর্তে বাতাসটা শরীরকে একদম জুড়িয়ে দিচ্ছিল যেন। ছাদে বসেই সেই হিমেল হাওয়ায় ইচ্ছে হলো কিছু একটা লেখার। আর সেখান থেকেই কিছুটা সময় নিয়ে আমার পাগলামো করা একটা লেখা লিখে ফেললাম। যার নাম দিয়েছি আমি বুনো ফুল। সেই লেখাটাই আজ সবার সাথে শেয়ার করে নিচ্ছি।

flowers-276014_1920.jpg

Source

বুনো ফুল

তোর ফেলে যাওয়া জায়গাতে
শেওলা পড়ে গেছে
প্রচন্ড অবহেলা আর অযত্নে সেখানে বেড়ে উঠেছে
কিছু কণ্টক গুল্ম
ধীরে ধীরে তারা বেড়ে উঠছে পরম যত্নে

আমি রোজ রাতে তাতে জল দেই
আরো বেড়ে উঠুক,
জঙ্গলে ছেয়ে যাক
তারপর না হয় লুকিয়ে যাব ঝোপের আড়ালে
বার বার পিছু তাকিয়েও আর খুঁজে পাবি না তখন

আর আমি!
আমি তখন বুনো ফুল হয়ে ফুটবো
সূর্যের প্রথম কিরণ গায়ে মাখবো
বৃষ্টির প্রথম স্পর্শ আলিঙ্গন করব
সৌরভে সুরভিত করব চারপাশ
আমার আর দুঃখ কিসের!
কাদা মাটি পুড়ে শক্ত হয়েছে তো সেই কবেই

আমি এখন কাদতে কাদতে হাসতে জানি
আমার আমিকে ভুলতে জানি
তোকে ছাড়াও ভালো থাকতে জানি
আর,,,,, ভালো রাখতে জানি ।।

❤️🙏

লেখালেখির ক্ষেত্রে আমি ভীষণ আনাড়ি একজন মানুষ। যা মনে আসে তাই লিখে ফেলি। যার কোন স্টেশন থাকে না কখনোই। তাই আমার ভুল ত্রুটি স্বাভাবিকভাবেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এমনটাই আশা করি।

সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

ধন্যবাদ

Sort:  
 2 years ago 

হুম দাদা ঠিক বলেছেন বৃষ্টি হবে কি না তার কোনো নাম নেই ৷ কিন্তু মেঘলা আকাশ আর বিদ্যুৎ চমকানি দেখে অবাক ৷ আর লোডশেডিং এর কথা কি বলবো ৷যদি থাকে ১০ মিনিট তো ৩০ মিনিটে নেই ৷ এই হলো অবস্থা ৷ যা হোক বুনো ফুল কবিতা বেশ ভালোই লিখেছেন ৷

 2 years ago 

আসলে বৃষ্টির কথা বলতে বলতেই আমাদের এদিকে বৃষ্টি নেমে গেছে 😅। একদম ম্যাজিকের মত কাজ করেছে সব কিছু। হিহিহিহি

 2 years ago 

কে বলেছে আপনি লেখালেখির ক্ষেত্রে আনাড়ি একজন মানুষ? বিকেল বেলায় ছাদে বসে হিমেল হাওয়ার স্পর্শে দারুন একটি কবিতা লিখেছেন আপনি। আমি যতই আপনার পোস্ট পড়ছি তত বেশি মুগ্ধ হয়ে যাচ্ছি। অসাধারণ একটি কবিতা লিখেছেন আপনি,কবিতার প্রত্যেকটা লাইন যেন কোনো এক প্রেমিকের ভিতরের যন্ত্রণা দিয়ে লেখা হয়েছে। এই কবিতাটি পড়ে আমি আপনার এক বড় রকমের ফ্যান হয়ে গেলাম।

 2 years ago 

ম্যাডাম একটু বেশি বলা হয়ে গেল নাহ্ 😉😉😉। পাগল কে এত প্রশ্রয় দেওয়া ঠিক নয় কিন্তু,, মাথায় উঠে যাবে 😅😅। আর ,, হয়তো সব সময় মজা করি এটা ঠিক, কিন্তু আমার ভেতরে কোন দিক দিয়ে যন্ত্রণা কম নেই ম্যাম। পুড়তে পুড়তে শক্ত হয়ে আজ এখানে দাড়িয়ে আছি।

 2 years ago 

বেশি হয়ে যায় নি একদমই। সত্যিই অনেক সুন্দর কবিতা লিখেছেন আপনি। ভিতরে কস্ট না থাকলে আসলেই এতো সুন্দর কবিতা লেখা যায় না ।

 2 years ago 

কষ্ট গুলো বাতাসে উড়ে যাক। আমরা হাসতে ভালোবাসি, চলুন অল্প দাত বের করে মুচকি একটা হাসি দিয়ে দেই 😊🤗

 2 years ago 

চলুন, কষ্ট গুলো চেপে রাখি,একটু হাসতে থাকি, হাসির মাঝেই সুখ আছে।☺️

 2 years ago 

সুন্দর স্নিগ্ধ পরিবেশে দারুন একটি কবিতা লিখে ফেললেন।আসলে পরিবেশ পরিস্থিতি আমাদের অনেক কিছুই উপহার দেয়।খুব ভালো লাগলো পড়ে। কবিতাটির নামটিও বেশ সুন্দর বুনো ফুল।অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলে ভেবে পাচ্ছিলাম না একদম নামটা কি দেব, তারপর হুট করেই এই নামটা দেওয়া। হিহিহিহি। আমার বেশ মজার লেগেছে নামটা😊। অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

দাদা, আপনার লেখা 'বুনোফুল' কবিতাটি পড়ে আবার খুবই ভালো লেগেছে। আপনার লেখা বুনোফুল কবিতায় মনের খুবই গভীর একটি ভাব প্রকাশিত হয়েছে। বুনোফুল' কবিতার নিচের লাইনগুলো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে।

আর আমি!
আমি তখন বুনো ফুল হয়ে ফুটবো
সূর্যের প্রথম কিরণ গায়ে মাখবো
বৃষ্টির প্রথম স্পর্শ আলিঙ্গন করব
সৌরভে সুরভিত করব চারপাশ
আমার আর দুঃখ কিসের!
কাদা মাটি পুড়ে শক্ত হয়েছে তো সেই কবেই

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্য ব্যক্ত করার জন্য।

ওরে ভাই রে ভাই এটা কি লিখেছেন....?😍 অনেক অনেক দিন পর মনের মতো একটা কবিতা পড়লাম। আসলে আজকের কবিতাটা পড়ে এত সুন্দর লাগছিল যে প্রশংসা করলেও হয়তো অনেকটা কম হয়ে যাবে। বিশ্বাস করেন মন থেকে বলছি, অসাধারণ সুন্দর হয়েছে কবিতাটা।

 2 years ago 

ভাই আসলে লিখতে বসলে আমার নিজের বর্তমান টাই বেশি মাথায় চলে আসে। আর ওসবই লিখে ফেলি একটু ভিন্ন ভাবে। বিশ্বাস করেন এর বেশি এক্সট্রা কোন গুণই নেই আমার। তবে এমন সুন্দর মন্তব্য গুলো ভালো লাগাকে কয়েক গুণ বাড়িয়ে দেয় সত্যি।