কবিতা - বাল্যকালের সেই দিনগুলো
আসসালামু আলাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভাল আছেন। আজ আপনাদের সাথে একটি কবিতা শেয়ার করব। মূলত বাল্যকাল নিয়ে একটি কবিতা শেয়ার করব।

ভোর বেলাতে,
সূর্য্য মামা জাগার আগে;
আমরা উঠতাম জেগে।
জলপাই তলায় যেতাম মোরা,
জলপাই কুড়াতে।
দুপুর বেলা, পুকুরে সবাই,
দল বেঁধে ডুবাতাম।
উঠতাম যখন ঘন্টা পরে,
মায়ের হাতে মার খেতাম।
আমাদের ঘুম পাড়াবে বলে,
মা থাকতো শুয়ে।
ঘুমের দেশে হারাতো মা,
আমরা যেতাম মাঠে।
খেলার তালে, সন্ধ্যা হলে,
আসতাম ফিরে ঘরে।
মা-চাচিরা আড্ডা দিতো,
একটু ফুসরত পেলে।
আমরা শুনতাম কত কথা,
তারা বলত অনর্গল।
নাটক, রাজনীতি, পাড়া-পড়শী,
সবই ছিলো মূল কথন।
রাত বাড়লে সবাই তখন,
ফিরে যেত তার ঘরে।
আকাশে তখন থাকত কেবল,
চাঁদ মামা আলো জ্বেলে।

আজ হঠাৎ করে বাল্যকালের কথা মনেপড়ে গেল। একদম খাঁটি একটি গ্রামে আমার শৈশব আর বাল্যকাল কেটেছে। এখনও আনমনা হয়ে যাই সেই স্মৃতিগুলো মনে পড়লে। আমার বন্ধুগুলোও কে যে কোথায় রয়েছে। বান্ধবীগুলাও এখানে-সেখানে স্বামীর বাড়ি আছে। বন্ধুগুলো কেউ আছে মধ্যপ্রাচ্যে, কেউ আছে পূর্ব এশিয়ার কোন দেশে। কেউ কেউ আমরা দেশে থাকলেও একেক জন একেক জেলায় থাকি। দেখা হয় বছর বছর পর। কথা হয় মাঝেমধ্যে।

শৈশবের দিনগুলোর কথা অনেক মনে পড়ে। আর সুন্দর সময় গুলো হারিয়ে গেলেও স্মৃতিগুলো এখনো আছে। কবিতা পড়ে ভালো লাগলো ভাইয়া।