স্বপ্ন নিয়ে কয়েকটি গুচ্ছ কবিতা।

in আমার বাংলা ব্লগ14 hours ago

আসসালামু আলাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভাল আছেন। আজ আপনাদের সাথে এক গুচ্ছ কবিতা শেয়ার করব। যার মূল বিষয়বস্তু হচ্ছে স্বপ্ন।


giraffe-1959110_1280.jpg

Photo Source

স্বপ্ন দেখি ভোরের
স্বপ্ন দেখি ভোরের,
এক নিখুঁত প্রভাতের।
সূর্যের সোনালী আলোর সাথে,
জয় হবে সত্যের।


6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo1LrRJnEU5QgycfojJUC3Qqxa3HyCEgJyxMTytjKTwp8jiwCL2UHQdc6ztceCS4NhgYyYX3fQvrPq8ccW2.png

চাষীর স্বপ্ন
আজকে চাষী ধান বুনেছে।
দেখতে চমৎকার।
স্বপ্ন চাষী দেখছে শুনো,
ফসল ফলবে ভালো তার।
সেই ফসলে বাঁচবে চাষী,
দূর হবে হাহাকার।


6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo1LrRJnEU5QgycfojJUC3Qqxa3HyCEgJyxMTytjKTwp8jiwCL2UHQdc6ztceCS4NhgYyYX3fQvrPq8ccW2.png

বালিকার স্বপ্ন
বালিকা চুলে করছে বেণি।
ভাবছে কালকের কথা,
দূর হতে এক রাজপুত্র আসবে,
ভুলাবে তার ব্যথা।


6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo1LrRJnEU5QgycfojJUC3Qqxa3HyCEgJyxMTytjKTwp8jiwCL2UHQdc6ztceCS4NhgYyYX3fQvrPq8ccW2.png

মাদকতা
হতাশ প্রেমিক, নেশাসক্ত
তার কাছে দুনিয়া বেঈমান।
দিনে রাতে মদ গিলে সে,
দিন-রাত তার সব সমান।


6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo1LrRJnEU5QgycfojJUC3Qqxa3HyCEgJyxMTytjKTwp8jiwCL2UHQdc6ztceCS4NhgYyYX3fQvrPq8ccW2.png

বাবার স্বপ্ন
বাবা অনেক স্বপ্ন দেখে,
সন্তান তার বড় হবে,
অর্থ-কড়ি বেশ কামাবে,
তার নাম রওশন করবে,
কিন্তু বাবা ভুলে গেছে,
সন্তানকে মানুষ করার কথা।


6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo1LrRJnEU5QgycfojJUC3Qqxa3HyCEgJyxMTytjKTwp8jiwCL2UHQdc6ztceCS4NhgYyYX3fQvrPq8ccW2.png

আমরা কত হরেক রকমের স্বপ্ন দেখি। কিছু স্বপ্ন বাস্তব, কিছু স্বপ্ন অবাস্তব। কিছু স্বপ্ন স্বপ্নই থেকে যায়, কিছু দুঃস্বপ্নে পরিণত হয়। তবুও আমরা স্বপ্ন দেখা থেকে বিরত হই না। কারণ স্বপ্ন না দেখলে আমরা আর মানুষ থাকবো না। আমরা হয়ে যাব ধুধু বালুচর কিংবা কোন রুক্ষ অঞ্চল। আমরা হয়ে যেতে পারি বৈকাল হ্রদের সেই তলদেশ যেখানে কখনো আলো পৌঁছায় না। যার কারণে বলা হয়,

স্বপ্ন দেখতে নেই মানা।

Sort:  
 12 hours ago 

বেশ যথা উপযুক্ত কয়েকটি বিষয়কে ঘিরে স্বপ্ন সম্পর্কিত গুচ্ছ কবিতা লিখেছেন।তবে আপনার লেখা শেষের কবিতাটি আমার কাছে সব থে কে বেশি ভালো লাগলো। কিছু মা-বাবারা সন্তানের থেকে অনেক কিছুই আশা করে তবে সন্তানকে মানুষ করার কথা আসলেই ভুলে যায়।

 11 hours ago 

একদম ঠিক বলেছেন ভাই। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।