প্রিয় দুটি কবিতা নিয়ে কিছু কথা।

in আমার বাংলা ব্লগ5 months ago

আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভাল আছেন। ফেব্রুয়ারি মাসে চলছে একুশে বইমেলা। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি পুরো মাসে আমি আমার বাংলা ব্লগে শুধুমাত্র বই নিয়ে লিখব। তারই ধারাবাহিকতায় আজ লেখব আমার প্রিয় দুটি কবিতা নিয়ে।


boys-3396713_1280.jpg

Image by Victoria from Pixabay


আজকে আমি দুটি কবিতা নিয়ে কথা বলব। কবিতার এমনই গুণ, অল্প কিছু শব্দের মধ্যে অনেক কিছু বলা যায়। একারণেই কবিদের এত কদর। আমাদের সকলের পরিচিত সুফিয়া কামাল বাংলাদেশে অন্যতম একজন খ্যাতিমান কবি। তার আজিকার শিশু কবিতাটা আমি সেই ছোটবেলাতেই পড়েছিলাম। কি নির্মল, সুন্দরভাবে তিনি কবিতায় তাদের সময়ের সাথে আমাদের সময় পার্থক্য তুলে ধরেছেন! অবশ্য তিনি সেটা ভালো হিসেবেই তুলে ধরেন। একটা সময় আমাদের দেশে শিক্ষা গ্রহণের এত সহজ সুযোগ ছিল না। যার কারণে শিশু-কিশোররা সারাদিন খেলাধুলা করতো। তারা পুতুল খেলতো, ঘুড়ি উড়াতো, আরো কত কি খেলা যে তারা খেলতো! কিন্তু এখনকার শিশুরা পড়ালেখা করে। এটা যে কত বড় একটা পাওয়া তা আমরা হয়তো পেতে পেতে বুঝতে পারি না। কিন্তু তখনকার মানুষ এ বিষয়টার গুরুত্ব জানে। যার কারণে তারা এটাকে বেশ গুরুত্ব দেয়।

আমরা এখন জানি, উত্তর মেরু এবং দক্ষিণ মেরু বরফে ঢাকা। সেখানে বাস করে সাদা ভাল্লুক, বাস করে পেঙ্গুইন। অথচ আগেকার মানুষরা, যারা পড়ালেখা করার সুযোগ পায়নি, তারা গল্প শুনেছে ওই জায়গা গুলোতে জিন-পরীদের আস্তানা। দেও-দানোরা বিস্তার করছে। সেখানে তাদের রাজ্য। আকাশেও যে উড়া যায় এট একটা সময় মানুষ কল্পনাও করতে পারত না। আকাশে সর্বোচ্চ ঘুড়ি উড়ে, পাখি উড়ে, চিল উড়ে, ঈগল উড়ে। কিন্তু এখন মানুষ উড়ে। শুধু কেবল বিমানে করে নয়, মানুষ এখন সত্যিকার অর্থেই আকাশে উড়ে।

কবি সুফিয়া কামাল শিক্ষার আলোয় আলোকিত এই প্রজন্মকে নিয়ে বেশ আশাবাদী। তিনি বলেছেন, যারা এমন আলোয় আলোকিত, তারা কখনোই সমাজে অন্ধকার আসতে দেবেনা। যেখানে অন্ধকার আছে, সেখানে তারা আলোয় ভাসিয়ে দিবে। সবকিছু আলোয় ঝলমল করবে। উন্নতির ছোঁয়া লাগবে, আধুনিকতা এসে গ্রাস করবে। সেখানে কুসংস্কারের কোনো চিহ্ন থাকবে না।

বন্দে আলী মিয়ার আমাদের গ্রাম কবিতাটি, সেটিও আমি ছোটবেলা থেকেই পড়েছি। আমার খুব প্রিয় একটি কবিতা ছিল। কারণ আমি গ্রামে বড় হয়েছি। এই কবিতার গভীরতা, মর্মার্থ আমি বেশ ভালোভাবে উপলব্ধি করেছি। গ্রামের সহজ-সরল মানুষগুলোর মধ্যে সামাজিক বন্ধন বেশ অটুট। একজনের বিপদ আরেকজন এগিয়ে যায়। এ প্রসঙ্গটি কবি বন্দে আলী মিয়া কবিতায় ফুটিয়ে তুলেছেন। আমি যেহেতু গ্রামে বড় হয়েছি আর গ্রাম আমার অনেক প্রিয়, তাই এই কবিতাটি আমার সবচেয়ে প্রিয় কবিতার তালিকায় সব সময় থাকবে।


pussfi.png

নিজের সম্পর্কে
আমি মুহাম্মদ সাব্বির আকিব। জন্মসূত্রে একজন বাংলাদেশি। জেলাঃ চাঁদপুর, থানাঃ ফরিদগঞ্জ। থাকি ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানাধীন দক্ষিণ গাজীরচট নামক স্থানে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রসায়নে স্নাতক (সম্মান) সম্পন্ন করেছি। বর্তমানে একটি ফার্মেসিতে ফার্মাসিস্ট হিসাবে কর্মরত রয়েছি। বিবাহিত এবং আল্লাহ একটি পুত্র সন্তানের জনক করেছেন, আলহামদুলিল্লাহ।
Sort:  
 5 months ago 
az_recorder_20250220_015513.jpgaz_recorder_20250220_015427.jpgaz_recorder_20250220_015325.jpgScreenshot_20250220-014817.png
Twitter PromotionCMC PromotionDEXScreen Vote#CoinGem# Vote
 5 months ago 

আসলে আপনার প্রিয় কবিতা দুটির সারাংশ পড়ে আমার খুব ভালো লাগলো। যদিও এই কবিতা দুটি আমি তৎক্ষণাৎ গুগলে সার্চ করে পড়েছিলাম। আসলে এই কবিতা দুটি সত্যিই ভীষণ ভালো দুটি কবিতা। এত সুন্দর কবিতার সারাংশ আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 5 months ago 

আপনাকেও ধন্যবাদ অনেক সুন্দর মন্তব্যের জন্য দাদা৷ খুবই ভালো লাগলো জেনে যে আপনি আমার লেখা পড়ে কবিতাগুলো গুগলে সার্চ করে খুজে পড়েছেন।

 5 months ago 

বন্দে আলী মিয়ার আমাদের গ্রাম কবিতা টা আমার অনেক পছন্দের ছিল। আমি ঐটা শিখেছিলাম আমার মায়ের মুখে শুনে। দারুণ লাগল ভাই। এই দুইটা কবিতা আমাদের সবারই পড়া আছে। দারুণ লিখেছেন আপনি।

 5 months ago 

হুম। ছোট বেলায় এগুলো আমাদের পাঠ্য বইতে ছিলো। অনেক ধন্যবাদ ভাই।