কবিতা - প্রকৃত সুখ

in আমার বাংলা ব্লগ23 days ago

আসসালামু আলাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। অনেকদিন পর আপনাদের সামনে একটি কবিতা নিয়ে হাজির হলাম। যার মূল বিষয়বস্তু হচ্ছে, প্রকৃত সুখ। আমি এই নামেই কবিতাটির নামকরণ করেছি।


man-2150164_1280.jpg

Image by Fifaliana Joy from Pixabay


প্রকৃত সুখ

তুমি কি কখনও টিনের চালে,
বৃষ্টির শব্দ শুনেছো?
তুমি কভু শীতের ভোরে,
ঘাসের ডগায় শিশির দেখেছো?

তুমি কি কখনও উত্তাল সমুদ্রে
নৌকার হাবুডুবু দেখেছো?
তুমি কি কভু বিকেল বেলায়
পাখির কলতান শুনেছো?

তুমি কি কখনও বসন্ত কালে
গোলাপ ফুটতে দেখেছো?
তুমি কি কভু সদ্যোজাত শিশুর
কান্নার আওয়াজ শুনেছো?

তুমি কখনও ফসলের মাঠে
কৃষকের হাসি দেখেছো?
তুমি কখনও খেলা শেষে
শিশুদের বিজয়ধ্বনী শুনেছো?

যদিও কখনও এসব তুমি
অবলোকন করোনা।
তবে তুমি পাওনি কখনও
প্রকৃত সুখের ঠিকানা।
এসব বাদে কোন সুখই,
সত্য কোন সুখ না।
মোহের সাগরে ডুবে আছো,
তোমার জীবনটাই বেদনা।

আসলে আমরা অনেকেই অনেকভাবে সুখকে সংজ্ঞায়িত করি। কখনো কি ভেবে দেখেছেন প্রকৃত সুখ কোথায়? একজন প্রকৃতিপ্রেমী কবি হিসেবে, আমার চোখে যেসব বিষয়গুলোকে সুখ বলে মনে হয়েছে, আমার এই কবিতার মাধ্যমে আপনাদের সামনে সেটাই তুলে ধরার চেষ্টা করেছি। এমন না যে আমার সাথে আপনার একমত হতে হবে। কারণ সুখের সংজ্ঞা আমাদের সবার কাছেই আলাদা আলাদা। আমার কাছে যে বিষয়টাকে সুখ মনে হয়, তা হয়তো আপনার কাছে সুখের কারণ নাও হতে পারে। ধন্যবাদ।


Banner.png

Banner_PUSS1.png