একগুচ্ছ কবিতাঃ- কর্মজীবীদের ভাবনা।

in আমার বাংলা ব্লগ3 days ago

আসসালামু আলাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসী, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আজ আপনাদের সাথে কয়েকটি গুচ্ছ কবিতা নিয়ে হাজির হয়েছি। যার মূল বিষয়বস্তু হচ্ছে, নানা রকম কর্মজীবী মানুষের জীবনধারণ।


handyman-3094035_1280.jpg

Photo Source

গার্মেন্টস কর্মী
খুব ভোরেতে উঠতে হয়,
কাজে যাওয়ার তাড়া,
দেরি হলে আঁটকে দেয়,
দারোয়ান শালা।
সেওতো গরিব মানুষ,
আমার মতই খেঁটে খায়,
তাইলে কেন সুযোগ পেলে,
আমাদেরই মেজাজ দেখায়?


IMG-20251014-WA0000.jpg

রিকশাওয়ালা
মোরা খেটে খাওয়া সাধারণ,
ঘুরেফিরে খাটুনি করে,
কয়টা পয়সা কামাই।
কোন রকম টেনেটুনে,
ঘর-সংসার চালাই।
কিছু আছে আমাদেরই,
ঝোপ বুঝে মারে কোপ,
বৃষ্টি আর রাতের দোহাই দিয়ে,
সাধারণকেই করে লুট।


IMG-20251014-WA0000.jpg

ডাক্তার
আমি হলাম ডাক্তার,
বহু পরিশ্রম, অধ্যায়নের পর,
পেয়েছি আমি ডিগ্রি,
হাজার রোগী ভালো হয়,
পেশার কোন সুনাম নেই,
একটি রোগীর কিছু হলে,
মূর্খ বলে, চিকিৎসা ভুল।
বলি, বাপু, কি বোঝ চিকিৎসার,
কেন কর ফালতু চিৎকার।
ধর্ম মোদের সেবা করা।
সেই কাজটাই করি মোরা।


IMG-20251014-WA0000.jpg

ট্রাক ড্রাইভার
ঘন্টার পর ঘন্টা,
বসে থাকি জ্যামে,
আলস্য কাটাতে,
বিড়ি খাই, সিগারেট খাই,
সাথে আরও কিছু খাই,
জ্যামে বসে সময় কাটাই।


IMG-20251014-WA0000.jpg

হরেক রকম মানুষের হরেক রকম পেশা। সবার আবার ভিন্ন ভিন্ন সমস্যা। আমি আমার কবিতার মাধ্যমে তাদের সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরার চেষ্টা করেছি। কবিতার বিষয়বস্তুগুলো আমার নিজস্ব জানাশোনা এবং অভিজ্ঞতা থেকে লেখা। বাস্তবতার সাথে হয়তো কিঞ্চিত ফারাক থাকতে পারে। তাতে আমি ক্ষমাপ্রার্থী।


crypto-wallpaper-04.jpg

1691561447609.png

gif.gif