হ্যালো বন্ধুরা!!
আসসালামু আলাইকুম/আদাব।
.jpg)
আমি
সামশুন নাহার হিরা@samhunnahar।প্রিয়
@amarbanglablog এর ভারতীয়-বাংলাদেশী ব্লগার ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন।আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি এবং সুস্থ আছি।আজ আমি আপনাদের সাথে নতুন একটি পোস্ট শেয়ার করার জন্য আবারও হাজির হয়ে গেছি।আমার আজকের পোস্ট হচ্ছে কবিতা।আজ নতুন আরেকটি কবিতা নিয়ে আপনাদের সাথে শেয়ার করব বলে মনস্থির করেছি।যেহেতু সপ্তাহে একটি করে কবিতা পোস্ট করি।তাই আমি আজ নতুন আরেকটি কবিতা লিখে নিয়েছি।সেই কবিতাটি আজ শেয়ার করব সবার সাথে।আশা করি আমার আজকের কবিতাটি সকলের ভালো লাগবে।
সৃষ্টিকর্তা দুনিয়াতে মানুষকে যখন পাঠিয়েছেন মৃত্যু অবধারিত।আমার আজকের কবিতার মূল বিষয়বস্তু হচ্ছে “আমি হারিয়ে যাবো”।প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।সৃষ্টির প্রতিটি কিছু একদিন বিনাশ হবে অবশ্যই।প্রতিটি মানুষকে ও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয় সেটাই প্রকৃতির নিয়ম।এই ধরা বাধা নিয়মে একদিন আমাকেও চলে যেতে হবে এই পৃথিবী ছেড়ে।আমি চলে যাব ঠিকই কিন্তু পৃথিবীর সবকিছু তার নিয়ম মেনে চলবে।হয়তো আমি থাকবো না কিন্তু সবকিছু আগেরই মতেই ঠিক থাকবে।মানুষ ভালো কাজ করলে ভালো কাজের ফলস্বরূপ সেই মানুষের অন্তরে জড়িয়ে থাকবে এবং স্মৃতির পাতায় লেখা থাকে।আবার এই পৃথিবীতে হয়তো চলার পথে কারো চেহারার সাথে আমার মিলও থাকতে পারে।এভাবে মৃত্যুর পরে মানুষ তার সৃষ্ট কৃতকর্মের জন্য বেঁচে থাকলেও কিন্তু কালের বিবর্তনে সেই হারিয়ে যায়।কবিতায় আমার এই অনুভূতি গুলো তুলে ধরা হয়েছে।আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের এই অনুভূতি মূলক কবিতাটি ভালো লাগবে।
চলুন তাহলে আমার কবিতাটি শুরু করা যাকঃ- |

এই পৃথিবীর মায়া ছেড়ে একদিন
দূর থেকে বহুদূরে হারিয়ে যাবো
হয়তো আর ফিরবো না কভু
এই পৃথিবীর বুকে।
আমি হারিয়ে যাব চিরতরে
এই দূরাশার মাকড়সার জাল ছিন্ন করে,
সকল বাঁধা রুদ্ধ করে,
সকল বন্ধন ছিন্ন করে।
এই সুন্দর পৃথিবীর অনন্যাকে
এই রূপময় লাবণ্যতাকে
ভুলে যেতে মনে ইচ্ছে করে না,
আমি খুব ভালোবাসি
ভালোবাসি আমার মায়ের হাঁসি।
যেদিন আমি পৃথিবী ছেড়ে চলে যাব
সহস্র বার ডাকলেও মোরে,
আসবো না’ক আর ফিরে।
নিয়মের এই শৃঙ্খল ছিন্ন করে
পাড়ি দিব দিগন্ত চিরতরে।
হবে না’ক দেখা আর
পুরনো বন্ধুদের আসরে।
পাবে না কেউ সম্মুখে আমায়
হয়তো পাবে আমাকে স্মৃতির পাতায়,
জমবে ধূলো মোর কাব্যের খাতায়।
এই শ্যামল বাংলার প্রকৃতি হয়ত থেকে যাবে
সবকিছু আগেরই মতন।
শুধু আমি হারিয়ে যাব
দূর থেকে বহুদূরে চিরতরে।
হয়তো বা খুঁজে পাবে আমায়
এই সুন্দর প্রকৃতির ভিড়ে,
নতুন কোন অজানা মানুষের চাহনিতে।
নয়তো বা হারিয়ে যাবো কালের গহ্বরে
চিরতরে হারিয়ে যাব চিরতরে!!

🌺ধন্যবাদ সবাইকে আশা করি আমার কবিতা আপনাদের পড়ে ভাল লেগেছে।আজকে আমার ব্লগ লেখা এখানে সমাপ্তি করছি।সবাই ভাল থাকবেন🌺

আমার পরিচয়
আমি সামশুন নাহার হিরা।আমার ইউজার আইডি
@samhunnahar।আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে।আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি।আমি রান্না করতে পছন্দ করি।ভ্রমণ আমার প্রিয় একটি নেশা।আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি।আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত।তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।
আশা করি ভালো আছেন আপু? এ ধরনের কবিতা পড়লে খুবই আবেগি হয়ে পড়ি । আসলে নিজের মাঝে নিজেকে আর খুঁজে পাই না। পৃথিবীর বাস্তবতা হলো আমরা যে কোন সময় এই পৃথিবী অপরূপ সৌন্দর্য এবং সকল সম্পর্ক ছিন্ন করে চলে যাবো। আপনার লেখা কবিতার ছন্দ বেশ দুর্দান্ত ছিলো। কবিতার লাইন গুলো হৃদয় ছুঁয়ে যায়। যখনই এই পৃথিবী থেকে একদিন চলে যাবো হৃদয়ের মাঝে কল্পন হয় তখন নিজের কাছে অন্যরকম মনে হয়। এত চমৎকার কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আলহামদুলিল্লাহ ভালো আছি।ঠিক বলছেন মৃত্যুর কথা মনে পড়লেই বেশি খারাপ লাগে।মন চাই এই দুনিয়াতে যুগ যুগান্তর ধরে বসবাস করি আপনজনদের সাথে।
হয়তো এই পৃথিবীর মায়া ছেড়ে আমাদের সকলকে একদিন চলে যেতে হবে। দুদিনের এই দুনিয়ায় আমরা সকলেই অতিথি। আপু আপনার লেখা কবিতাটি অসাধারণ হয়েছে। আপু আপনি কিন্তু দারুণ কবিতা লিখেছেন। কবিতার কথাগুলো অনেক ভালো লেগেছে। অনেক অনেক ধন্যবাদ আপু।
সত্যি বলছেন আপু আমরাও এই দুনিয়াতে দুই দিনের অতিথি।আমার কবিতা আপনার ভালো লেগেছে শুনে অনেক বেশি খুশি হয়েছি ধন্যবাদ।
অসাধারণ কবিতা লিখেছে। আপনার কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। এত সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
আপনাকেও অনেক ধন্যবাদ সুন্দর মতামত দিয়ে সহযোগিতা করার জন্য।
মানুষ মরণশীল, একদিন সবাইকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মূল বিষয়টির সাথে সবাইকে পরিচিত হতে হবে একদিন। কবিতাটি পড়তেও বেশ ভালো লাগলো। আপনার কাছ থেকে এমন সুন্দর সুন্দর কবিতা আরো উপহার চাই আপু।
ঠিক তো যাই করি না কেন এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।
আপু আপনি খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। কবিতাটি পড়ে বুকটা ভরে গেল। আপন অতি সত্যি কিছু কথা এই কবিতার মাঝে তুলে ধরেছেন।এই পৃথিবীতে আমরা কেউই চিরস্থায়ী নয়, সবাই কিছুদিনের জন্য অতিথি। তবু কেন যেন এই পৃথিবীতে আঁকড়ে ধরে বেঁচে থাকতে ইচ্ছে করে। যেটা বাস্তব সেটা সবাইকে মেনে নিতেই হবে। আর এর মধ্য দিয়েও কেউ সারা জীবন বেঁচে থাকবে কেউ হারিয়ে যাবে।
আপনার মত আমারও একই চিন্তা দ্বারা আমার মনে ইচ্ছা করে যুগ যুগান্তর ধরে এই পৃথিবীতে যেন বসবাস করতে পারি বেঁচে থাকতে পারে সেই কামনা জাগে।
চমৎকার একটি কবিতা আমাদের উপহার দিয়েছেন আপু ৷ কবিতাটি অনেক সুন্দর হয়েছে , চমৎকার লিখেছেন ৷ কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো ৷ ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য ৷
ধন্যবাদ ভাইয়া অনেক ভালো লেগেছে এমন সুন্দর সুন্দর অনুপ্রেরণা পেলে আরো কাজ করতে বেশি আগ্রহ জাগে।
বাহ! আপু দারুণ লিখেন তো আপনি! আমাদের একদিন হারিয়ে যেতেই হবে এটা চিরন্তন সত্য। আপন মানুষগুলোকে ছেড়ে পাড়ি দিতে হবে দূর-বহুদূরে! কাব্যের শেষ পৃষ্ঠায় একদিন ধূলো জমে যাবে। কেউ মনে রাখবে আবার কেউ শেষ পৃষ্ঠাটা ছিঁড়ে ফেলে দিবে! তবে বাস্তব সত্যকে আমাদের মেনে নিতেই হবে।
অনেক সুন্দর লিখেছেন ভাইয়া ঠিক বলছেন এক সময় আমাদেরকে ভুলে যাবে সবকিছু মন থেকে মুছে ফেলে।
আপু আপনার প্রতিটি কবিতা আমার অনেক ভালো লাগে ৷ আর কবিতা টি অনেক চমৎকার ছিল ৷ আর সত্যি বলতে এরকম বাস্তবিক কিছু কথা বলেছেন ৷ আসলেই একদিন হারিয়ে যাবো এই পৃথিবীর বুক থেকে ৷ সেদিন ডাকলেও আর সারা দিব না ৷ আর এটা কে মেনে নিতেই হবে ৷
আপনি সত্যি অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন ৷ এভাবেই নতুন নতুন ইউনিক কবিতা উপস্থাপনা করবেন এমনটাই প্রতার্শা ৷
অনেক ভালো লেগেছে ভাইয়া শুনে আমার কবিতা আপনি সব সময় পড়েন সেজন্য ধন্যবাদ।ঠিক তো ভাইয়া সবাইকে একদিন চলে যেতে হবে মৃত্যু চিরন্তন সত্য সবাইকে চলে যেতে হবে সেটাও সত্য।
কবিতার লাইনগুলোও মানতে কষ্ট হলেও এটাই সত্য আর এটাই বাস্তব। একদিন আমাদের এই সত্যটাকে বরণ করে নিতে হবে। একদিন পৃথিবীর সবই থাকবে কিন্তু আমরা থাকবো না। থাকবে শুধু আমাদের স্মৃতি। আপনার কবিতাটা আমার কাছে খুবই ভালো লেগেছে আপু। ধন্যবাদ সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।
বাস্তব একটি কথা আপু মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সেই অনুভূতি মনে পড়লে অনেক খারাপ লাগে।
অসাধারণ একটি কবিতা আপু পড়ে খুব ভালো লাগলো। জন্মালে মরিতে হবে এটাই প্রকৃতির নিয়ম। যে জন্মগ্রহণ করেছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে যে কোন পরিস্থিতিতেই হোক। এটাই প্রকৃতির নিয়ম, এটাই হয়ে আসছে সৃষ্টির শুরু থেকে। মানুষ তার সৃষ্ট কর্মের মাধ্যমে কিছু সময় বেঁচে থাকলেও কালের বিবর্তনে একদিন তাকে বিলীন হতেই হবে । আপু ওভারল বলব আপনার কবিতাটি জীবন মৃত্যুর বাস্তবতাকে খুব সুন্দর করে তুলে ধরেছে।
ঠিক বলছেন ভাইয়া যে কোন পরিস্থিতিতে যেকোনো মুহূর্তে মৃত্যুর জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত দেওয়ার জন্য।
আপু মৃত্যুর জন্য তো অবশ্যই আমাদের প্রস্তুত থাকতে হবে, কখন কি করে চলে আসে মৃত্যু কেউই তা বলতে পারেনা। জীবনে আর কোন কিছু নিশ্চিত না হলেও মৃত্যু নিশ্চিত প্রত্যেকটা জীবনের।