স্বরচিত কবিতা: মাতৃত্বের সোনালি ঋতু।
🌿আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001।
হ্যালো বন্ধুরা.........
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে একটি স্বরচিত কবিতা পোস্ট শেয়ার করবো। কবিতা লিখতে আমি অনেক বেশি পছন্দ করি। আশা করি আমার লেখা কবিতা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চলন তাহলে শুরু করা যাক।
আমার ভেতরে আজ এক অদ্ভুত সুর,
প্রাণের গভীরে জেগেছে নব নূর।
পাঁচ মাসের পথচলা, স্বপ্নের আলো,
মাতৃত্বের গান যেন বুকেরই ভালো।
রক্তের স্রোতে বেজে ওঠে সঙ্গীত,
শিশুর স্পন্দনে ভরে ওঠে চিন্তামিত।
কখনো ছোট্ট টোকা, কখনো নিঃশব্দ হাওয়া
মনে হয় আকাশটা আমারই জন্য গাওয়া।
চোখ বুজলেই দেখি ছোট্ট হাতের রেখা,
হাসির শব্দ যেন আগামীর দেখা।
মায়ার বুকে গড়ে উঠছে জীবন,
অলৌকিক এই সময়, অমূল্য অর্জন।
স্বপ্নের ডানায় উড়ে যাই দূর,
ভবিষ্যতের পথে জাগে আশা সুর।
হৃদয়ের ভেতরে আজ এক নতুন গান,
আমি শুধু মা নই আমি স্বপ্নের প্রাণ।
গর্ভধারণ একটি অলৌকিক সময়, যেখানে মায়ের শরীর ও মন এক নতুন জীবনের জন্মের প্রস্তুতি নেয়। পাঁচ মাসের গর্ভধারণ মানে হলো নবজন্মের স্পন্দন, আশা ও আনন্দের সুর মায়ের অন্তরে বেজে ওঠা।
পোস্টের ধরন | স্বরচিত কবিতা পোস্ট |
---|---|
লেখা | তানহা তানজিল তরসা |
ডিভাইস | রেডমি নোট ১১ |
লোকেশন | পাবনা |
এরকম কবিতা গুলো যতই পড়ি ততই খুব ভালো লাগে। কবিতা লেখার জন্য বিভিন্ন অনুভূতির প্রয়োজন হয়। আর এরকম বিষয়গুলো নিয়ে কবিতা লিখলে অনেক সুন্দর লাগে পড়তে। তেমনই আপনিও অনেক সুন্দর একটা অনুভূতি নিয়ে কবিতাটা লিখেছেন। যা আমার অনেক ভালো লেগেছে। ধন্যবাদ সুন্দর একটা টপিক নিয়ে কবিতাটি লেখার জন্য।
আজকে আপনি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার লেখা মাতৃত্বের সোনালি ঋতু কবিতাকে পড়া অনেক ভালো লাগলো। আর মাতৃত্ব নিয়ে এত সুন্দর একটি কবিতা লিখেছেন পড়ে মুগ্ধ হয়ে গেলাম। কবিতাটি সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর ভাষা দিয়ে লিখে উপস্থাপনা করেছেন।