স্বরচিত কবিতা: সকালের সোনালি প্রহর।
🌿আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001।
হ্যালো বন্ধুরা.........
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি স্বরচিত কবিতা পোস্ট শেয়ার করব। কবিতা লিখতে কম বেশি সবাই অনেক পছন্দ করেন। ঠিক তেমনি আমি নিজেও লিখতে যেমন পছন্দ করি কবিতা পড়তেও অনেক ভালোবাসি।আশা করছি আমার লেখা আজকের স্বরচিত কবিতা আপনাদের কাছে ভালো লাগবে।
ঘুম ভাঙার শব্দে জেগে ওঠে চারিদিক,
আলোর ঝলক ছুঁয়ে যায় দিগন্তের কপাল,
রোদ যেন শিশিরভেজা পাতায় লিখে দেয় কবিতা
নতুন দিনের শুরু, নতুন স্বপ্নের ডাক।
পাখিরা ডাকে কুহু কুহু সুরে,
যেন আনন্দের বার্তা বয়ে আনে দূরে,
প্রকৃতি খুলে দেয় অশেষ সম্ভারের ঝুলি,
বাতাসে ভেসে আসে কাশফুলের গন্ধ মধুরী।
সকালের আলোয় নদীর জল হাসে,
তরঙ্গ ভাঙে দিগন্তে স্বপ্নের আশ্বাসে,
ফসলের মাঠে ভোরের শিশির
সোনালি ধানের শীষে ঝরে রূপকথার ছবি আঁকে।
মনের ক্লান্তি যেন গলে যায় নিঃশব্দে,
সকালের রোদ মুছে দেয় আঁধারের দাগ,
নতুন দিনের প্রতিটি ক্ষণ শেখায়
অতীতের হাহাকার ভুলে যাও, খুঁজে নাও নতুন রঙ।
গ্রামের পথ ধরে শিশুরা বই হাতে হাঁটে,
চোখে তাদের ভোরের আলোয় স্বপ্নের রেখা,
মায়ের ডাকে রান্নাঘর ভরে ওঠে সুগন্ধে,
বাবার মুখে আশা, আজকের দিন হবে ভালো।
আকাশে উড়ে যায় দোয়েল, শালিক,
গাছে গাছে বাজে কাকের উল্লাস,
সকালের সেই সরল হাসি
জীবনকে শেখায় আলো আছে, আশা আছে, ভালোবাসা আছে।
এই সকালই জীবনের প্রতীক,
যেখানে প্রতিটি শুরু হয় নতুন অধ্যায়,
অতল অন্ধকার পেরিয়ে ভোর শেখায়
অবসান মানেই শুরু, প্রতিটি দিনই একেকটি কবিতা।
সকালের আবির্ভাব হলো নতুন আশার প্রতীক। ভোরের আলো যেমন অন্ধকার সরিয়ে নতুন দিনের সূচনা করে, তেমনি জীবনে যতই দুঃখ বা হতাশা থাকুক, প্রতিটি সকাল আমাদের নতুন করে শুরু করার সাহস ও প্রেরণা দেয়। প্রকৃতি, পাখি, আলো ও শিশির সবকিছু মিলে সকালের সৌন্দর্য যেন মানুষের অন্তরে নতুন জীবন, নতুন আনন্দ এবং নতুন স্বপ্ন বুনে দেয়।
পোস্টের ধরন | স্বরচিত কবিতা পোস্ট |
---|---|
লেখা | তানহা তানজিল তরসা |
ডিভাইস | রেডমি নোট ১১ |
লোকেশন | পাবনা |
আমাদের এই কমিউনিটির কমবেশি সবাই এখন সুন্দর সুন্দর কবিতা লিখে থাকে। আর তার মধ্যে আপনিও অনেক সুন্দর কবিতা লিখে থাকেন। সুন্দর ছিল আপনার এই কবিতাটা লেখার টপিক। কবিতার প্রত্যেকটা লাইন এত সুন্দর করে লিখেছেন। এটা দেখে আমার কাছে অসম্ভব ভালো লাগলো। এত সুন্দর টপিক নিয়ে কবিতা লেখার জন্য ধন্যবাদ।
এরকম কবিতা গুলো যতই পড়ি ততই খুব ভালো লাগে। কবিতা লেখার জন্য বিভিন্ন অনুভূতির প্রয়োজন হয়। আর এরকম বিষয়গুলো নিয়ে কবিতা লিখলে অনেক সুন্দর লাগে পড়তে। তেমনই আপনিও অনেক সুন্দর একটা অনুভূতি নিয়ে কবিতাটা লিখেছেন। যা আমার অনেক ভালো লেগেছে। ধন্যবাদ সুন্দর একটা টপিক নিয়ে কবিতাটি লেখার জন্য।