স্বরচিত কবিতা: তুমি ও আমি ❤️
🌿আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001।
হ্যালো বন্ধুরা.........
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে একটি স্বরচিত কবিতা পোস্ট শেয়ার করবো।কবিতা লিখতে আমি অনেক পছন্দ করি। আমার বাংলা কমিউনিটিতে সব সদস্যরা অনেক সুন্দর সুন্দর কবিতা লিখে থাকেন তাদের কবিতাগুলো পড়ে আমি অনেক উৎসাহিত পাই। আশা করছি আমার লেখা ভালোবাসার কবিতাটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক।
তুমি আসো ছায়ার মতো, নীরব কথার ছলে,
আমি দেখি তোমায় শুধু, চাঁদের শীতল জোছনাতলে।
তোমার চোখে স্বপ্ন বোনা, স্নিগ্ধ একটুকরো ভোর,
আমার মনে ঝরার আগে বাজে ভালোবাসার সুর।
তুমি বলো চলো দূরে, কোনো নামহীন ঠিকানায়,
আমি হাঁটি তোমার সাথে, পথ হোক যেদিকেই যায়।
তোমার হাসি, নরম বাতাস, ছুঁয়ে যায় হৃদয় কাঁপায়
ভালোবাসা এমন করে, নীরবে প্রতিদিন গাঁথায়।
তুমি আমি, দুইটি পাতা, একই গাছের ডালে,
পৃথিবী যতই যাক বদলে, থাকব আমরা একসাথে চলে।
মূলভাব
এই কবিতাটি প্রেমের এক নিঃশব্দ অথচ গভীর অভিব্যক্তি যেখানে দুটি হৃদয় একে অপরের সঙ্গী হয়ে পথ হাঁটে জীবনের প্রতিটি বাঁকে। প্রেম এখানে উচ্চারণে নয়, বরং চাহনিতে, নিঃশ্বাসে এবং নিরবতা ভেদ করে ছড়িয়ে পড়ে। কবিতাটি চিরন্তন ভালোবাসার প্রতীক, যেখানে বদলে যাওয়া পৃথিবীর মধ্যেও দুটি হৃদয়ের বন্ধন অটুট থাকে যেন একই গাছের দুটি পাতা, আলাদা হলেও একে অপরের ছায়া।
পোস্টের ধরন | স্বরচিত কবিতা পোস্ট |
---|---|
লেখা | তানহা তানজিল তরসা |
ডিভাইস | রেডমি নোট ১১ |
লোকেশন | পাবনা |
আপনি আজকের এই কবিতার মধ্যে অনেক সুন্দর অনুভূতিকে প্রকাশ করেছেন, যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। মনের অনুভূতি দিয়ে এরকম কবিতাগুলো লিখলে খুবই সুন্দর হয়, আর পড়তে অনেক ভালো লাগে। আমার কাছে আপনার কবিতার প্রতিটা লাইন খুব ভালো লেগেছে। শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
আমার লেখা কবিতাটি আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ।
বিভিন্ন রকম টপিক নিয়ে কবিতা লেখা হলে খুব ভালো লাগে পড়তে। আর যদি ভালোবাসার কবিতা হয় তাহলে তো আরো বেশি ভালো লাগে। আমি কবিতা লিখতে অসম্ভব পছন্দ করি, আর কবিতা পড়তেও আমার কাছে খুব ভালো লাগে। আপনার কবিতার প্রত্যেকটা লাইন ছন্দের সাথে ছন্দ মিলিয়ে অনেক বেশি সুন্দর করে লিখেছেন। কবিতাটা যতই পড়ছিলাম, ততই খুব ভালো লাগছিল। আপনার লেখা আজকের এই কবিতা পড়ার সময় আমি তো কবিতার মাঝেই হারিয়ে গিয়েছিলাম।
আপনার মূল্যবান অভিমত ব্যাক্ত করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।
আপনার কবিতাটি দুজন ভালোবাসার মানুষের মনের না বলা কথা যেন ব্যক্ত করে দেয়। ভালোবাসা তো এমনই হওয়া উচিত যা মুখে বলে প্রকাশ করা লাগে না চোখের চাউনিতেই এবং মুখের দিকে তাকালেই সব বোঝা যায় মনের কথা। অনেক সুন্দর ভাবে আপনি কবিতাটি রচনা করেছেন ধন্যবাদ।
আপনার প্রশংসা মুখরিত মতামত প্রকাশ করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
https://x.com/TanhaT8250/status/1920493347367760105?t=mlhcbn_SrKoJbU8msoiJGA&s=19
https://x.com/TanhaT8250/status/1920494385117970877?t=-Mr7DZNTRatDN0I-FlWSIw&s=19
https://x.com/TanhaT8250/status/1920495260410450086?t=JapQxbTSlmjJq7Q-riWYXw&s=19
অনেক সুন্দর একটি টপিক নিয়ে সুন্দরভাবে কবিতাটি রচনা করেছেন। ভালোবাসার বিভিন্ন রূপ রয়েছে। ভালোবাসা সুন্দর একটি অনুভূতি। ভালোবাসা বলেই প্রকাশ করতে হবে এমনটা জরুরী নয়, ভালোবাসা না বলেও অনুভব করা যায়। ধন্যবাদ আপনি অনেক সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন।
আপনার মূল্যবান মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ভাই ভালো থাকবেন।