আমার লেখা কবিতা "বৃষ্টি বিলাস "
বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।
প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, আমার লেখা কবিতা বৃষ্টি বিলাস সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।
আসুন শুরু করি
সকালবেলা এলো বৃষ্টি বিলাস,
বৃষ্টির ছোঁয়ায় জাগে প্রাণ,
টুপটাপ জল পড়ে মাটিতে,
আনন্দের সুর হৃদয়ে বাজে।
বৃষ্টি বিলাসে শীতল হাওয়া লাগে ,
হৃদয়ে আসে প্রশান্তির ছোঁয়া,
মনটা হারাই সুখে রাজ্যে,
অনুভূতি হারায় দূর থেকে বহুদূর।
পাতায় জমে বৃষ্টির ফোঁটা,
রিমঝিম আলোয় হাসে,
শ্রাবণের বৃষ্টি ধারায় মেঘমালা,
ভেসে চলে ঐ দূর আকাশে।
মেঘে ঢাকে অজানা সুর,
আলো খেলে মনে দেয়ালে,
বৃষ্টি বিলাসে মন মন ছুঁয়ে যায়
ভালোবাসায় রঙ্গিন আবিরে।
পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
পোস্ট বিবরণ :-
শ্রেণী | কবিতা |
---|---|
ক্যামেরা | realme C55 |
পোস্ট তৈরি | @ah-agim |
লোকেশন | ফেনী, বাংলাদেশ |
এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের কবিতা আরো উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।
অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।
সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো।
আমার পরিচিতি
আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy

https://x.com/MdAgim17/status/1934995983915753880?t=_YpIVqdHudMevhxQ71waIA&s=19
https://x.com/MdAgim17/status/1934996425013899745?t=nD-HHLIPA3LwNdoJEWnojw&s=19
https://x.com/MdAgim17/status/1934996880758632696?t=-WL-JepzdKze4dEzOFrY9g&s=19
https://x.com/MdAgim17/status/1934997225886957864?t=jJiU99XSEa6ZEYANEj3okQ&s=19
https://x.com/MdAgim17/status/1934997487103943109?t=2lCidlgxt2sxKvmb81jY8g&s=19
https://x.com/MdAgim17/status/1934997810052833405?t=eqqOpsiDCIUAbZlq-hX9oQ&s=19
https://x.com/MdAgim17/status/1934997870987653282?t=eqqOpsiDCIUAbZlq-hX9oQ&s=19
https://x.com/MdAgim17/status/1934997970321346627?t=eqqOpsiDCIUAbZlq-hX9oQ&s=19
https://x.com/MdAgim17/status/1934998038143230368?t=eqqOpsiDCIUAbZlq-hX9oQ&s=19
বাহ ভাইয়া আপনি তো খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার কবিতাটি পড়ে আমার কাছে খুব ভালো লাগলো।বৃষ্টি বিলাস কবিতার মাধ্যমে বৃষ্টি নিয়ে খুব সুন্দর অনুভূতি প্রকাশ করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।