আমার লেখা কিছু অনু কবিতা
আসসালামুআলাইকুম/আদাব
মন কখনো মুখে সব বলতে পারে না। অনেক অনুভূতি থেকে যায় চোখের ভাষায়, নিঃশব্দে, না-বলা শব্দে। সেই অনুভব নিয়েই লিখে ফেলেছি চারটি অনুকবিতা,যেখানে আছে নিঃশব্দ চাওয়া, অভিমানের বৃষ্টি, একলা হৃদয়, আর স্মৃতির আলো।প্রতিটি কবিতাই হৃদয়ের ভেতর জমে থাকা আবেগের ছোট্ট দরজা খুলে দিয়েছে। কখনো ভালোবাসা বলা হয়নি, কখনো দূরত্ব বেড়েছে শুধু চুপচাপ থাকার কারণে, আবার কখনো স্মৃতির আলোয় খুঁজেছি হারিয়ে যাওয়া কিছু মুখ।এই শব্দগুলো শুধু কাগজে লেখা নয়,এগুলো আমার ভেতরের নিরব কণ্ঠস্বর। যদি কেউ অনুভব করো, তবে বুঝে যাবে।মন কাঁদে, ভালোবাসে, আবার নতুন করে বাঁচা শেখায়,তাই মনের অনুভূতি দিয়ে এই কবিতা গুলো লিখেছি আপনাদের মাঝে শেয়ার করলাম।
মোঃ আলিফ আহমেদ
তোমার চোখে আমার নামে অভিমান,
আমার ঠোঁটে তোমার জন্যে নীরবতা।
একটা শব্দ বললেই সব মুছে যেত,
তবুও আমরা চুপ থাকি বারবার।
দুই মন যেন দাঁড়িয়ে মুখোমুখি,
তবুও দূরত্ব থাকে অজানা ব্যথায়।
একটু হাত ধরলেই থেমে যেত ঝড়,
তবুও আমরা বৃষ্টি হতে দেই,ভেতরকার।
বলে না কেউ, তবু ভিজে যাই গভীরে,
অভিমানের এ বৃষ্টি তুমিও কি টের পাও?
তোমার চোখে ছায়া, আমার মনে বজ্রপাত,
এ ভালোবাসা অভিমানেই ডুবে যায়।
চোখের ভাষা কে বোঝে বলো,
যখন হৃদয়ে জমে ব্যথা,
সব কথা কি মুখে বলা যায়?
কিছু চাওয়া থাকে শুধুই নীরবতা।
তোমার দিকে তাকিয়ে থাকি চুপিচুপি,
তুমি বুঝবে কি মন খুলে বলা হয়নি?
শব্দের ভিড়ে হারিয়ে যায় মন,
নিঃশব্দেই চায় শুধু একটুখানি ছোঁয়া।
তুমি যদি বুঝতে ওই নিঃশব্দ চাওয়া,
তবে কি এ হৃদয় এতটা কাঁদতো?
ভালোবাসা মুখে বলা নয় সব সময়,
কখনো তা এক নিঃশ্বাসে বোঝা যায়।
চারপাশে মানুষ, আলো, হাসির শব্দ,
তবু আমার ভেতরে নিঃসঙ্গ রাত।
হাসি দিই, গল্প করি, ছবি তুলি,
কিন্তু মন? সে এক গভীর কুয়াশায় ভেজা পাত।
কে বুঝবে আমার এ নিরব কান্না?
কে দেখেছে আমার দৃষ্টিতে লুকনো বিষণ্ণতা?
সবাই চায় আমি ভালো থাকি,
আমি নিজেও অভিনয় করি,আমি ভালো।
এই একলা মন কারো নয়,
এই নিঃসঙ্গতা ভাগ করা যায় না।
হয়তো কোনো এক সন্ধ্যায়,
তুমিই এসে বলবে,একা থেকো না আর।”
তোমার নামটা এলেই থমকে যায় সময়,
বিকেলের আলো পড়ে জানালার কাচে।
একটা পরিচিত সুবাস ছুঁয়ে যায় মন,
তবুও তুমি নেই,শুধু স্মৃতিরা আছে।
তুমি ছিলে এক দুপুরের গল্প,
হাসির মাঝে হারিয়ে যাওয়া এক নাম।
এখন আর কেউ ডাকে না ঠিক সেইভাবে,
তবুও মন খুঁজে বেড়ায় তোমার ধ্বনি-ছায়ায়।
রাতের আকাশে দেখি চাঁদের পেছনে তুমিই,
তোমার হাসির প্রতিচ্ছবি পড়ে জোছনায়।
তোমার না থাকা, এক নতুন থাকা,
স্মৃতির আলোয় প্রতিদিন তোমায় খুঁজি চুপিচুপি।
আজ আমি এখানেই শেষ করছি। অন্য কোন একদিন আবারও ভিন্ন ধরনের কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
বিভিন্ন টপিক নিয়ে কয়েকটি অনু কবিতা আমাদের সাথে শেয়ার করেছেন ভাইয়া। প্রত্যেকটি অনু' কবিতা দারুন হয়েছে। কবিতাগুলোর মধ্যে রয়েছে প্রিয় মানুষের কিছু কথা। আসলে ভাইয়া সব কথা তো আর মুখে বলা যায় না। কিছু কিছু কথা বুঝে নিতে হয়। চমৎকারভাবে কয়েকটি অন্য কবিতা আমাদের সাথে শেয়ার করে নিয়েছেন। আপনাকে ধন্যবাদ ভাইয়া।
খুবই সুন্দর করে লিখেছেন তো আপনি আজকের কবিতাগুলো। আপনার এত সুন্দর সুন্দর অনু কবিতা গুলো পড়ে মনটা ভালো হয়ে গেল। প্রতিটা অনু কবিতা আপনি অনেক সুন্দর টপিক তুলে ধরে লিখেছেন। সবগুলো কবিতা খুবই সুন্দর ছিল। এরকম অনু কবিতা গুলো আমার অনেক ভালো লাগে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে লিখে শেয়ার করার জন্য।
🎉 Congratulations!
Your post has been manually upvoted by the SteemX Team! 🚀
SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem ecosystem.
🔗 Visit us: www.steemx.org
✅ Support our work — Vote for our witness: bountyking5
খুবই সুন্দর হয়েছে আপনার আজকের এই অনু কবিতাগুলো৷ যেভাবে আপনি আজকের সুন্দর অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন তা আমার অনেক বেশি পছন্দ হয়েছে৷ এর মধ্যে আপনি দ্বিতীয় নাম্বারে সুন্দর অনু কবিতা শেয়ার করেছেন সেটি আমরা অনেক বেশি ভালো লেগেছে৷