আমার লেখা কিছু অনু কবিতা

in আমার বাংলা ব্লগ21 hours ago

আসসালামুআলাইকুম/আদাব

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @alif111, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


fox-7780326_1280.jpg

Source

আমি আজ কয়েকটি অনু কবিতা লিখেছি, আর লিখতে গিয়ে অনুভব করলাম।কবিতা আসলে মনের ভেতরের আবেগেরই প্রতিফলন। ভালোবাসা, প্রকৃতি, ঝড় কিংবা জীবনের প্রতিদিনের হাসি–কান্না,সবই কবিতার ভাষায় এক নতুন রূপ পায়। আমার প্রথম কবিতায় ফুটে উঠেছে ভালোবাসার আলো, দ্বিতীয়টিতে নদীর স্রোতের মতো স্মৃতির কথা। তৃতীয় কবিতায় লিখেছি ঝড়কে জয় করার সাহসের কাহিনি, আর চতুর্থটিতে জীবনের গান। প্রতিটি কবিতা আমার ভেতরের অনুভূতিকে নতুনভাবে প্রকাশ করেছে। লিখতে গিয়ে মনে হলো, ছোট ছোট কথার মধ্যেই কত গভীর অনুভূতি লুকিয়ে থাকে। এই কবিতা গুলো আমাকে শুধু আনন্দই দেয়নি, বরং শিখিয়েছে,শব্দ দিয়ে হৃদয়ের আবেগকে ছুঁয়ে যাওয়া যায়। তাই কবিতা লেখা আমার কাছে শুধু সৃজনশীলতা নয়, একধরনের আত্মার প্রশান্তিও।


“ অনু কবিতা ”
মোঃ আলিফ আহমেদ


কবিতা-১

তুমি এলে বলে অন্ধকার ভাঙল,
হৃদয়ের আকাশে নতুন তারা জ্বলল।
তোমার ছোঁয়ায় দুঃখ হলো ক্ষয়,
ভালোবাসায় ভরে উঠল আমার পুরো পৃথিবী।
যেন বসন্তের প্রথম সকাল,
যেখানে প্রতিটি পাপড়ি বলে,
তুমি আছো, তাই আমি হাসি।

কবিতা-২

নদীর তীরে বসে মনে পড়ে যায়,
শৈশবের হাসি আর খেলার হাওয়া।
তোমার স্রোতে ভেসেছে আমার স্বপ্ন,
কখনো দুঃখ, কখনো আনন্দের কাব্য।
তুমি বয়ে যাও দূরে অচেনার দেশে,
আর আমি দাঁড়িয়ে থাকি,
আশা নিয়ে ফিরে দেখব তোমাকে।

কবিতা-৩

ঝড় এলে ভাঙে ঘরের জানালা,
তবুও হৃদয় খুঁজে নেয় আশ্রয়।
অন্ধকার যতই ঘিরে ফেলুক চারপাশ,
একটি আলো জ্বলে ভিতরে,
নিভে না কোনোদিন।
মানুষের সাহস, ভালোবাসা আর বিশ্বাস,
এই তো ঝড়কে জয় করার আসল শক্তি।

কবিতা-৪

জীবন এক গান, প্রতিটি দিন একেকটি সুর,
কখনো বিষণ্ণ, কখনো আনন্দের মূর্ছনা।
হাসি-কান্নার মেলবন্ধনে গড়ে ওঠে সুরের ধারা,
যেখানে প্রতিটি ক্ষণ শেখায় নতুন শিক্ষা।
শেষমেশ বুঝি সুখ মানে ছোট ছোট মুহূর্ত,
যা আমরা হৃদয়ে জমিয়ে রাখি,
স্মৃতির মতো অমূল্য ধন।


আজ আমি এখানেই শেষ করছি। অন্য কোন একদিন আবারও ভিন্ন ধরনের কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

banner-abbVD-1.png

আমার পরিচয়

IMG-20240117-WA0007.jpg
আমার নাম মোঃআলিফ আহমেদ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি সিরাজগঞ্জ সরকারি কলেজের একজন ছাত্র। আমি ছোট বেলা থেকেই আর্ট করতে পছন্দ করি।তাই অংকন করতে আমার খুব ভালো লাগে।তাই আমি সময় পেলেই বিভিন্ন চিত্র অংকন করি।বিভিন্ন জায়গায় ভ্রমন করতে ও ফটোগ্রাফি করতে আমার খুবি ভালো লাগে।🌼💖🌼

সবার প্রতি শুভেচ্ছা রইল এবং আমার পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।🌹🌻

Sort:  
 12 hours ago 

আপনার লেখা প্রত্যেকটা অনু কবিতা ভীষণ সুন্দর হয়েছে। সেই সাথে আপনার কবিতা গুলির প্রত্যেকটা লাইন পড়ে খুবই ভালো লাগলো ভাই। আশা করি আপনি একদিন পূর্ণাঙ্গ কবিতা লিখতে পারবেন। আপনার জন্য শুভকামনা রইল।