আমার আজকের কবিতাটি // টিনটিন বাবুর জন্মদিন
আসসালামুআলাইকুম/আদাব
আজকের দিনটি বিশেষ আনন্দের কারণ, কারণ আজ টিনটিন বাবুর জন্মদিন। জন্মদিন মানেই আনন্দ, শুভেচ্ছা আর ভালোবাসায় ভরা এক অনন্য মুহূর্ত। জীবনের প্রতিটি বছরে আমরা নতুন স্বপ্ন, নতুন আশা আর নতুন সম্ভাবনার মুখোমুখি হই। সেই আলোকে টিনটিন বাবুর এই বিশেষ দিনটি হয়ে উঠুক সুখ-শান্তি আর সফলতায় ভরপুর।আজকের কবিতায় আমি তুলে ধরেছি সেই শুভকামনা, যেখানে তার জীবন আলোকিত হোক হাসি, ভালোবাসা আর নিরন্তর প্রার্থনায়। কেকের মোমবাতির আলো যেমন অন্ধকার দূর করে, তেমনি টিনটিন বাবুর আগামীর জীবনও হোক উজ্জ্বল।পরিবার, বন্ধু আর প্রিয়জনদের সঙ্গে এই আনন্দঘন মুহূর্ত ভাগ করে নেওয়া জন্মদিনকে আরও স্মরণীয় করে তোলে। আমরা সবাই একসাথে শুভেচ্ছা জানাই,টিনটিন বাবু সুস্থ, সুখী আর দীর্ঘায়ু হোক।
মোঃ আলিফ আহমেদ
আজকে যে দিনটি সোনার খনি,
টিনটিন বাবুর জন্মদিন আসলো জানি।
খুশির আলোয় ভরে উঠুক মন,
সুখের রঙে সাজুক আজকের জীবন।
বন্ধু, পরিবার, আপনজন ঘিরে,
আনন্দ ছড়িয়ে পড়ুক ধীরে ধীরে।
কেকের মোমবাতি জ্বলুক আলো,
হাসির ঝর্ণা বইতে সবার মনে।
আকাশ ভরে উঠুক রঙিন তারা,
টিনটিন এর পথে থাকুক শুভধারা।
সপ্নগুলো হোক বাস্তব সবার,
সাফল্যে ভরে উঠুক আপনার সংসার।
মিষ্টি হাসি ছড়াক মুখের ভুবন,
প্রার্থনা করি থাকুক সুস্থ জীবন।
হৃদয়ে থাকুক ভালোবাসা নিরন্তর,
জীবন হোক রঙিন অমলিন সবার।
প্রতি বছর আসুক এই দিন নিয়ে,
আনন্দে ভরে উঠুক হৃদয় স্নেহে।
টিনটিন বাবু থাকুন সুখে ঘরে,
শুভ জন্মদিন জানাই অন্তর থেকে।
আজ আমি এখানেই শেষ করছি। অন্য কোন একদিন আবারও ভিন্ন ধরনের কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
আমার পরিচয়
আমার নাম মোঃআলিফ আহমেদ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি সিরাজগঞ্জ সরকারি কলেজের
একজন ছাত্র। আমি ছোট বেলা থেকেই আর্ট করতে পছন্দ করি।তাই অংকন করতে আমার খুব ভালো লাগে।তাই আমি সময় পেলেই বিভিন্ন চিত্র অংকন করি।বিভিন্ন জায়গায় ভ্রমন করতে ও ফটোগ্রাফি করতে আমার খুবি ভালো লাগে।🌼💖🌼
টিনটিন বাবুর জন্মদিন নিয়ে খুবই সুন্দর একটি কবিতা শেয়ার করেছেন আপনি৷ সবসময় আপনি যেভাবে সুন্দর কবিতা শেয়ার করে থাকেন সেগুলো যেরকম আমার অনেক বেশি ভালো লেগে থাকে৷ আজকেও আপনি যে কবিতা শেয়ার করেছেন সেটি আমার অনেক বেশি পছন্দ হয়েছে৷ এখানে এই কবিতার মধ্য দিয়ে এত চমৎকার একটি বিষয়কে আপনি শেয়ার করেছেন দেখে পড়ে অনেক বেশি ভালো লাগছে৷