আমার লেখা কিছু অনু কবিতা
আসসালামুআলাইকুম/আদাব
ভালোবাসা মানুষের জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতি। আমার কলমে লেখা চারটি ছোট কবিতার মধ্যেই আমি সেই চিরন্তন ভালোবাসার গল্প বলতে চেয়েছি। প্রথম কবিতায় চোখের ভাষায় লুকিয়ে থাকা প্রেমের কথা ফুটে উঠেছে, যেখানে নীরব দৃষ্টিই হাজারো অনুভূতি প্রকাশ করে। দ্বিতীয় কবিতায় আছে একসাথে পথচলার প্রতিশ্রুতি, যেখানে হাত ধরেই জীবনের সব বাধা অতিক্রম করার সাহস পাওয়া যায়। তৃতীয় কবিতায় ভালোবাসাকে আমি তুলনা করেছি এক সুন্দর বাগানের সাথে, যেখানে হাসি আর আনন্দ ফুল হয়ে হৃদয় ভরিয়ে রাখে। আর শেষ কবিতায় রয়েছে অমর প্রতিশ্রুতির কথা, যা প্রেমকে চিরন্তন করে তোলে।ভালোবাসা শুধু আবেগ নয়, এটি এক ধরণের শক্তি, যা মানুষকে এগিয়ে নিয়ে যায়, আশা জাগায়, আর জীবনকে সুন্দর করে তোলে। তাই ভালোবাসা থাকুক হৃদয়ের প্রতিটি কোণে, থাকুক প্রতিটি মুহূর্তে সুখের সঙ্গী হয়ে।
মোঃ আলিফ আহমেদ
|
তোমার চোখে দেখি আমি আলোর সাগর,
সেখানে লুকিয়ে থাকে ভালোবাসার ঘর।
নীরব কথায় বাজে হৃদয়ের গান,
চোখে চোখ রেখে পাই শান্তির টান।
তুমি আমি মিলে একসাথে চলি,
জীবনের পথে সাজাই রঙিন গলি।
তোমার হাত ছুঁয়ে পাই সাহস ভরপুর,
ভালোবাসা এ হৃদয়ে থাকুক চিরদিন সুর।
তোমার হাসি যেন গোলাপের সুবাস,
মন ভরে যায় তাতে, মুছে যায় ত্রাস।
ভালোবাসার বাগান তুমি আমার প্রাণ,
ফুলে ফুলে সাজাই তোমার নামের গান।
ঝড় ঝাপটা এলেও থাকব আমি পাশ,
তুমি আমার স্বপ্ন, তুমি আমার আশ।
চিরকাল বেঁধে থাকুক প্রেমের বাঁধন,
অমর প্রতিশ্রুতিতে গড়ি সুখের জীবন।
আজ আমি এখানেই শেষ করছি। অন্য কোন একদিন আবারও ভিন্ন ধরনের কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
নির্দিষ্ট একটা সময়ের পর প্রত্যেকটা মানুষই প্রেমে পড়ে তবে প্রেমিকা হিসেবে যদি মানুষটি সঠিক হয় তাহলে প্রত্যেকটা প্রেমিকই তাদের নিজের মনের মধ্যে সুন্দর একটা বাসার তৈরি করে যেখানে কেবলমাত্র সেই প্রিয় মানুষকেই রাখে তারই দৃষ্টিভঙ্গিতে খুবই চমৎকার কিছু কবিতা শেয়ার করেছেন ধন্যবাদ।
অনেক সুন্দর কিছু অনু কবিতা লিখেছেন আপনি। এত সুন্দর সুন্দর টপিক নিয়ে অনু কবিতাগুলো লেখায় খুব ভালো লেগেছে পড়তে। আমি কবিতা লিখতে এবং কবিতা পড়তে খুবই ভালোবাসি। আপনি সব সময় অনেক সুন্দর অনু কবিতা লিখে থাকেন। আজকের অনু কবিতাগুলো পড়ে খুব ভালো লাগলো।
খুবই সুন্দর করে লিখেছেন তো আপনি আজকের কবিতাগুলো। আপনার এত সুন্দর সুন্দর অনু কবিতা গুলো পড়ে মনটা ভালো হয়ে গেল। প্রতিটা অনু কবিতা আপনি অনেক সুন্দর টপিক তুলে ধরে লিখেছেন। সবগুলো কবিতা খুবই সুন্দর ছিল। এরকম অনু কবিতা গুলো আমার অনেক ভালো লাগে। আশা করি আপনার লেখা কবিতা পরবর্তীতেও পড়তে পারব।
আজকে আপনি খুব চমৎকার কিছু অনু কবিতা লিখেছেন। আপনার লেখা প্রতিটা অনু কবিতা পড়ে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগলো। আর আপনি ভিন্ন ভিন্ন টপিক নিয়ে অনু কবিতা লিখে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। এই ধরনের অনু কবিতাগুলো বারবার পড়তে মন চায়।
ভালো লাগার মত চমৎকার কিছু অনু কবিতা লিখলেন। আর আপনার কবিতার প্রতিটি টপিক কিন্তু অসাধারণ ছিল অনু কবিতার। সুন্দর সুন্দর অনুভূতি এবং সুন্দর ভাষা দিয়ে কবিতা গুলো লিখেছেন। আর অনু কবিতা হচ্ছে নিজের সুন্দর মনের অনুভূতি গুলো প্রকাশ করার জায়গা।