আমার আজকের কবিতাটি // সাদা মেঘের আকাশ

in আমার বাংলা ব্লগ8 days ago

আসসালামুআলাইকুম/আদাব

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @alif111, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


আজকের কবিতায় আমি লিখেছি সাদা মেঘের আকাশের মায়াবী সৌন্দর্য। নীলিমার বুক জুড়ে ভেসে থাকা সাদা তুলোর মতো মেঘ শুধু চোখকে নয়, মনকেও ছুঁয়ে যায়। কখনো তারা নৌকার মতো ভেসে চলে, কখনো ঘোড়া কিংবা প্রজাপতির মতো আকাশে আঁকে নানা রূপ। এই মেঘ যেন আমাদের শৈশবের স্বপ্নগুলোকে আবার নতুন করে মনে করিয়ে দেয়।কখনো মেঘ ঢেকে দেয় সূর্যের আলো, আবার ফাঁক গলে ছড়িয়ে দেয় সোনালি রোদ। ঠিক জীবনের মতোই,দুঃখ-সুখ আসা-যাওয়া করে, কিন্তু শেষে আলোই জয়ী হয়। সাদা মেঘের আকাশ তাই শুধু প্রকৃতির দৃশ্য নয়, এটি এক নিঃশব্দ কবিতা, এক শান্তির গান।


IMG-20241113-WA0013.jpg

Source

“সাদা মেঘের আকাশ”
মোঃ আলিফ আহমেদ


নীলিমার বুক জুড়ে ভাসে সাদা মেঘ,
তুলোর মতো নরম তারা, ডাকে দূর দেশপথ।
কখনো তারা নৌকা হয়ে ভেসে চলে যায়,
কখনো ঘোড়া দৌড়ে চলে, হাসি ছড়িয়ে যায়।

শিশুর চোখে আঁকে ছবি, স্বপ্নের মতন রূপ,
কখনো ফুল, কখনো প্রজাপতি, কখনো মায়ার ধূপ।
মাঠের ধারে শুয়ে দেখি, দিগন্ত ভরা খেলা,
মেঘের ছোঁয়ায় আকাশ জুড়ে বাজে সুরের বেলা।

হাওয়া এসে মৃদু সুরে দোলায় মেঘের সারি,
তাদের ভেসে যাওয়া যেন জীবনেরই ভারী।
কখনো কালো ছায়া নামে ঢেকে ফেলে আলো,
আবার ফাঁক গলে সূর্য হাসে, স্বপ্ন করে ভাল।

যেন বলে,জীবন যেমন মেঘের ভেলায় ভাসে,
দুঃখ আসে, সুখও আসে এক মায়াবী হাসে।
কালো মেঘও কেটে গিয়ে ফুটবে সোনার রোদ,
আশার আলো জ্বেলে দিয়ে খুলবে নতুন দ্বারোদ।

সাদা মেঘের আকাশ যেন এক খোলা গান,
যেখানে বাজে হৃদয়েরই শান্তি মধুর টান।
প্রকৃতি আঁকে রঙতুলি দিয়ে ক্যানভাসের ছবি,
মেঘেরা গেয়ে চলে যেন চিরন্তন রবি।

তাই তো যখন আকাশ ভরে সাদা মেঘের ছায়া,
মনও ডুবে স্বপ্নখেলায়, ভোলে সকল মায়া।
নীলিমার এ খোলা পথে ডানা মেলে প্রাণ,
সাদা মেঘের আকাশ বুকে খুঁজে পায় অবসান।

আজ আমি এখানেই শেষ করছি। অন্য কোন একদিন আবারও ভিন্ন ধরনের কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

banner-abbVD-1.png

আমার পরিচয়

IMG-20240117-WA0007.jpg
আমার নাম মোঃআলিফ আহমেদ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি সিরাজগঞ্জ সরকারি কলেজের একজন ছাত্র। আমি ছোট বেলা থেকেই আর্ট করতে পছন্দ করি।তাই অংকন করতে আমার খুব ভালো লাগে।তাই আমি সময় পেলেই বিভিন্ন চিত্র অংকন করি।বিভিন্ন জায়গায় ভ্রমন করতে ও ফটোগ্রাফি করতে আমার খুবি ভালো লাগে।🌼💖🌼

সবার প্রতি শুভেচ্ছা রইল এবং আমার পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।🌹

Sort:  
 7 days ago 

কবিতার মধ্যে আপনার মনের সকল অনুভূতিকে খুবই সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। আপনার অনুভূতি গুলি জানতে পেরে আমার কাছেও ভীষণ ভালো লাগলো। খুবই সুন্দর এবং গোছালোভাবে আপনার কবিতার মাধ্যমে প্রত্যেকটা বিষয়কে ফুটিয়ে তুলেছেন। আশা করি আগামীতেও আমাদের মাঝে এরকম চমৎকার কবিতা গুলি শেয়ার করবেন।

 7 days ago 

আপনি আজকে অসম্ভব সুন্দর একটা কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতাটা অনেক সুন্দর ছিল। আর কবিতার প্রতিটা লাইন আমার খুব ভালো লেগেছে পড়তে। এরকম ভাবে কবিতাগুলো লিখলে আমার অনেক ভালো লাগে। ছন্দ মিলিয়ে দারুন ভাবে লিখেছেন আপনি আজকের এই কবিতাটা।

 7 days ago 

এরকম কবিতা গুলো যতই পড়ি ততই খুব ভালো লাগে। কবিতা লেখার জন্য বিভিন্ন অনুভূতির প্রয়োজন হয়। আর এরকম বিষয়গুলো নিয়ে কবিতা লিখলে অনেক সুন্দর লাগে পড়তে। তেমনই আপনিও অনেক সুন্দর একটা অনুভূতি নিয়ে কবিতাটা লিখেছেন। যা আমার অনেক ভালো লেগেছে। ধন্যবাদ সুন্দর একটা টপিক নিয়ে কবিতাটি লেখার জন্য।

Congratulations!

Your post has been manually upvoted by the SteemPro team! 🚀

upvoted.png

This is an automated message.

💪 Let's strengthen the Steem ecosystem together!

🟩 Vote for witness faisalamin

https://steemitwallet.com/~witnesses
https://www.steempro.com/witnesses#faisalamin