"স্বরচিত অনু কবিতা"
আমার বাংলা ব্লগ
আসসালামু আলাইকুম
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি।
প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে আসলাম। আজকে আপনাদের মাঝে আমি একটি অনু কবিতা পোস্ট শেয়ার করবো। পূর্ববর্তী সময়ে আমি আপনাদের মাঝে অনেক অনু কবিতা শেয়ার করেছিলাম যা আপনাদের অনেক ভালো লেগেছিল৷ তাই আজকে আরো একটি অনু কবিতা পোস্ট আপনাদের মাঝে শেয়ার করলাম।
আজকে প্রথমে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল৷ ভাবলাম যে আপনাদের মাঝে কি পোস্ট শেয়ার করা যায়৷ তাই আজকে আমি আমাদের কমিউনিটি থেকে প্রথমে ঘুরে আসলাম৷ সেখানে দেখলাম যে সবাই খুব সুন্দর কিছু পোস্ট শেয়ার করেছেন৷ সবার সুন্দর পোস্ট গুলো দেখে আমার কাছে অনেক ভালো লাগছিল৷ আমি সেই পোস্টগুলো পড়ে অনেক অনুপ্রাণিত হলাম৷ এর পরবর্তীতে আমি আমার পোস্ট তৈরি করার জন্য বসে পড়লাম এবং আমি আমার অনু কবিতা পোস্ট তৈরি করার জন্য বসলাম।
সবার যেরকম সুন্দর অনু কবিতা এবং কবিতাগুলো আমি পড়ি সেগুলোতে আমার মূল্যবান মন্তব্য শেয়ার করার চেষ্টা করি৷ সবাই আমার অনু কবিতা পোস্টের মধ্যে খুব সুন্দর মন্তব্য শেয়ার করে থাকেন৷ তাই আমিও আজকে ভাবলাম যে সুন্দর কিছু অনু কবিতা আপনাদের মাঝে শেয়ার করা যাক৷ যাতে করে আপনারা এই অনু কবিতা পড়ে একেবারে মুগ্ধ হয়ে যান৷ তাই আমি আমার সবগুলো অনু কবিতা লিখে নিলাম৷ সবগুলো অনু কবিতার বানান এবং সবকিছু ঠিক করে নেওয়ার পরে এই অনু কবিতাগুলোকে তাদের নিজ জায়গা বরাবর বসিয়ে দিলাম এবং আপনাদের মাঝে শেয়ার করে দিলাম৷ আশা করি আজকে আমার এই অনু কবিতাগুলো আপনাদের অনেক ভালো লাগবে৷ তাহলে চলুন অনু কবিতা গুলো পড়ে আসা যাক।
এক গুচ্ছ অনু কবিতা। :
অনু কবিতা-১
নদীর ধারে বা পাহাড় চূড়ায়,
হাসির ছোঁয়ায় সব ক্লান্তি ঘুচাই।
গন্তব্য নয়,শুধু পথই হোক স্বপ্ন,
চলো হারাই, যেথায় রয়েছে সুখের রত্ন।
অনু কবিতা-২
তুমি আছো মনের কোণে, নরম কল্পনায়,
তোমায় নিয়ে স্বপ্ন বুনি, জীবনের পথচলায়।
যেখানে যাই, তোমার ছোঁয়া সাথে নিয়ে যাই,
তুমি আমার প্রিয় মানুষ, দিও হৃদয়ে ঠাঁই।
অনু কবিতা-৩
হাসির কণা ঝরে মুক্ত বাতাসে,
আশার গান বাজে হৃদয় আবাসে।
ফুল ফোটে মনে নতুন সাজে,
আসার আলো মিশে যেন নব প্রাণে।
অনু কবিতা-৪
চোখের তারায় ঝিলমিল তারা,
আসার ছোঁয়ায় সব হয় দিশেহারা।
চল জীবন গড়ি নতুন সুরে,
আলোর পথে তাকাই দুচোখ ভরে।
অনু কবিতা-৫
আশা আছে যতদিন বেঁচে,
আসার আলোও দেয় ততদিন হাতছানি।
আসুক ঝড়, থাকুক না হয় ব্যথিত সব কথা,
আশার আলো থাকলে কাটবে সব ব্যথা।
পোস্টের বিবরণ
ক্যাটাগরি | অনু কবিতা |
---|---|
ফটোগ্রাফার | @bijoy1 |
ডিভাইস | Samsung Galaxy M34 5g |
লোকেশন | ফেনী,বাংলাদেশ |
তো বন্ধুরা এই ছিল আমার আজকের অনু কবিতা। আসলে কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি জানিনা।তবে আমার জায়গা থেকে চেষ্টা করেছি সর্বোচ্চ দিয়ে। আর আপনাদের উৎসাহ উদ্দীপনা পেলে হয়তো আরো ভালো কিছু করতে পারব,সেজন্য আপনাদের সাপোর্টের অনেক অনেক প্রয়োজন।যাইহোক বেশি কথা না বাড়িয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ।
পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ও ভালোবাসা রইল।
আমি কে?
🤍🖤আমি বাংলাদেশ থেকে আবদুল্লাহ আল সাইমুন। আমার ডাক নাম বিজয়। আমি একজন ছাত্র। আমি ফেনী জেলায় বসবাস করি। আমি এই প্ল্যাটফর্মের নিয়মিত ব্যবহারকারী। আমি এই প্ল্যাটফর্মে আমার কাজগুলো সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। আমি আশা করি ভবিষ্যতে এই স্টিমিট প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবো। আমি ঘুরতে পছন্দ করি। তার পাশাপাশি বাইক চালানো, ফটোগ্রাফি করা, বই পড়া, নতুন নতুন কাজ করা ইত্যাদি আমার অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডির নাম @bijoy1 এবং আমার একই নামের একটি ডিসকর্ড অ্যাকাউন্ট রয়েছে। সর্বশেষ একটাই কথা,বাঙালী হিসেবে আমি গর্বিত। তাই আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবসময় আন্তরিকতার সাথে কাজ করতে ইচ্ছুক।❤️🌹
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনার প্রতি ভালোবাসা সব সময় আমাকে এভাবে সাপোর্ট করে পাশে থাকার জন্য।
https://x.com/bijoy1__2024_SB/status/1919220147035795647?t=v2J28f8MduFbu0Ar77w1AQ&s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1919071413459202327?t=jqBvZpW1zlOcBCPWhJmMLw&s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1919071063012512118?t=OKzJze5bhs0lPMjBq0a2cg&s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1918911310206845225?t=AyrHOk1EDDclrW6laOPjLQ&s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1919071035242213614?t=pZ_zTkjyQH45V0tIECrRCQ&s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1918911272768200941?t=xQNPYY3Ofnv6pQr9Hoo3kA&s=19
ভালোলাগে আমার কাছে এই ধরনের অনু কবিতা গুলো। ছন্দ মিলিয়ে এরকম অনু কবিতা গুলো লিখলে তা পড়তে আমার কাছে খুবই ভালো লাগে। খুবই সুন্দর হয়েছে আপনার এই অনু কবিতা গুলো। বিশেষ করে অনু কবিতা গুলো লেখার টপিক গুলো একটু বেশি সুন্দর ছিল। এরকম করে অনু কবিতা লিখলে আমার কাছে অসম্ভব ভালো লাগে কবিতাগুলো পড়তে।
আপনার এই সুন্দর মন্তব্য আমার জন্য একটি অনুপ্রেরণা৷ অনেক অনেক ধন্যবাদ আপনাকে।৷
আমাদের এই কমিউনিটির কমবেশি সবাই এখন সুন্দর সুন্দর কবিতা লিখে থাকে। আর তার মধ্যে আপনিও অনেক সুন্দর অনু কবিতা লিখে থাকেন। সুন্দর ছিল আপনার এই অনু কবিতা গুলো লেখার টপিক। অনু কবিতার প্রত্যেকটি লাইন এত সুন্দর করে লিখেছেন। এটা দেখে আমার কাছে অসম্ভব ভালো লাগলো।
সবসময় এভাবে অনেক সুন্দর মন্তব্য শেয়ার করেন যা পড়ে ভালোই লাগে।
আপনার অনু কবিতাগুলি আবেগে পরিপূর্ণ। খুবই সুন্দর লাগছিল কবিতাগুলি পড়তে। প্রথম কবিতাটি এবং তৃতীয় কবিতাটি আমার অনেক বেশি পছন্দ হয়েছে। ধন্যবাদ এত সুন্দর কিছু অনুভব মিশ্রিত অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনার কাছে প্রথম এবং তৃতীয় অনু কবিতা ভালো লেগেছে শুনে খুব খুশি হলাম।
ভাইয়া আপনি বরাবরই অনেক সুন্দর সুন্দর অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করেন।আপনার শেয়ার করা অনু কবিতা গুলো পড়ে আমার কাছে ভীষণ ভালো লাগলো।বিশেষ করে তিন নাম্বার কবিতাটি আমার অনেক ভালো লেগেছে ভাইয়া।খুবই সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে কবিতা গুলো আমাদের মাঝে উপস্থাপন করছেন। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।
চেষ্টা করেছি সাজিয়ে লেখার৷ মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
অনেক সুন্দর সুন্দর কিছু অনু কবিতা আপনি রচনা করেছেন এবং আমাদের মাঝে শেয়ার করেছেন। কবিতাগুলি পড়তে অসম্ভব সুন্দর লাগছে। ধন্যবাদ আপনি অনেক সুন্দর কিছু কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন।
অনেক খুশি হলাম আপনার এই সুন্দর মন্তব্যটি পড়ে৷ অসংখ্য ধন্যবাদ।
আপনি দেখছি ভালো লাগার মত খুব চমৎকার কিছু অনু কবিতা লিখেছেন। এবং সুন্দর অনুভূতি দিয়ে লেখা অনু কবিতাগুলো বেশ চমৎকার হয়েছে। অনু কবিতার মধ্যে নিজের সুন্দর অনুভূতি প্রকাশ করা যায়। ভিন্ন ভিন্ন ট্রাফিক নিয়ে অনু কবিতা লিখে শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।
খুব খুশি হলাম আপনার কাছ থেকে এত সুন্দর একটি মন্তব্য পড়ে।