"স্বরচিত অনু কবিতা"
আমার বাংলা ব্লগ
আসসালামু আলাইকুম
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি।
প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে আসলাম। আজকে আপনাদের মাঝে আমি একটি অনু কবিতা পোস্ট শেয়ার করবো। পূর্ববর্তী সময়ে আমি আপনাদের মাঝে অনেক অনু কবিতা শেয়ার করেছিলাম যা আপনাদের অনেক ভালো লেগেছিল৷ তাই আজকে আরো একটি অনু কবিতা পোস্ট আপনাদের মাঝে শেয়ার করলাম।
প্রথমে আমাদের কমিউনিটিতে চলে গেলাম এবং দেখলাম যে সবাই সেখানে খুব সুন্দর পোস্ট শেয়ার করেছেন৷ অনেকে অনেক ধরনের পোস্ট শেয়ার করেছেন৷ তাদের পোস্টগুলো আমি প্রথমে পড়ে নেওয়ার চেষ্টা করলাম৷ এরপর আমি আমার পোস্ট তৈরি করার জন্য ভাবনা চিন্তা করে নিলাম৷ আমার পোস্ট তৈরি করার তৈরি করার জন্য যে সকল প্রস্তুতি নেওয়ার প্রয়োজন ছিল সবগুলোই নিয়ে নিতে থাকি৷ আমি আমার অনু কবিতা পোস্ট তৈরি করার জন্য আজকে ভেবে নিলাম। এরপর অনু কবিতা পোস্ট তৈরি করার জন্য বসে পড়লাম।
এর পরবর্তীতে আমি আমার অনু কবিতা গুলো লিখে নিলাম এবং অনু কবিতার সবকিছু লিখে নেওয়ার পর এর যে বানান ছিল এবং সবকিছু ছিল সবকিছু ঠিক করে নেওয়ার পরে এর জায়গা অনুযায়ী এদেরকে বসিয়ে দিলাম এবং আজকে আপনাদের মাঝে এটি শেয়ার করে দিলাম। আশা করি আজকের যে অনু কবিতাগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করেছি সেগুলো আপনাদের অনেক ভালো লাগবে৷ সব সময় আমি চেষ্টা করি একেবারে অসাধারণ কিছু অনু কবিতা আপনাদের মাঝে শেয়ার করার। কারণ আপনারাও যেরকম সুন্দর অনু কবিতা গুলো শেয়ার করে থাকেন সেগুলো পড়ে আমি অনেকটাই মুগ্ধ হয়ে থাকি৷ তাই আজকে এই সুন্দর অনু কবিতাগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম।
এক গুচ্ছ অনু কবিতা। :
অনু কবিতা-১
চায়ের কাপ হাতে নিয়ে বসলাম জানালায়,
সামনে বৃষ্টি, মনটা যেন শুধু গান গায়।
বন্ধুরা দেয় ডাক,চলো মাঠে চলো,
জলকাদায় ছুটে চলি, ভিজি দিনের আলোয়।
অনু কবিতা-২
সবাই ভাবে আমি ভালো,
তাই তো চোখে রাখি আলো।
আশার প্রদীপ জ্বালিয়ে রাখি,
তোমার কাছে লুকাই আঁখি।
কখনো তুমি দিওনা ফাঁকি।
অনু কবিতা-৩
মোরা ছাদে উঠে ভিজেছিলাম একদিন,
দু’জন মিলে গুনেছিলাম শিশির ভেজা পাতা।
হাসি ছিল মুখে, ভয় ছিল না একটুও,
তবে আজ সেই হাসি খুঁজে ফিরি ছায়ায় ছায়ায়।
অনু কবিতা-৪
মন আমার মাতাল হাওয়া,
বয়ে যায় সদায় সর্বদায়।
কখনো হাসে, কখনো আবার কাঁদে,
কখনো যেন হারায় দূর অজানায়।
অনু কবিতা-৫
ফোনের স্ক্রিনে খুঁজি শুধু তোমার নাম,
পুরনো চ্যাট, পুরনো ছবি কত যে প্রেমের দাম।
তুমি বলেছিলে,দূরে গেলেও কাছেই থাকবো আমি,
আজ কোথায় তুমি?আর কোথায় আছি আমি?
পোস্টের বিবরণ
ক্যাটাগরি | অনু কবিতা |
---|---|
ফটোগ্রাফার | @bijoy1 |
ডিভাইস | Samsung Galaxy M34 5g |
লোকেশন | ফেনী,বাংলাদেশ |
তো বন্ধুরা এই ছিল আমার আজকের অনু কবিতা। আসলে কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি জানিনা।তবে আমার জায়গা থেকে চেষ্টা করেছি সর্বোচ্চ দিয়ে। আর আপনাদের উৎসাহ উদ্দীপনা পেলে হয়তো আরো ভালো কিছু করতে পারব,সেজন্য আপনাদের সাপোর্টের অনেক অনেক প্রয়োজন।যাইহোক বেশি কথা না বাড়িয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ।
পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ও ভালোবাসা রইল।
আমি কে?
🤍🖤আমি বাংলাদেশ থেকে আবদুল্লাহ আল সাইমুন। আমার ডাক নাম বিজয়। আমি একজন ছাত্র। আমি ফেনী জেলায় বসবাস করি। আমি এই প্ল্যাটফর্মের নিয়মিত ব্যবহারকারী। আমি এই প্ল্যাটফর্মে আমার কাজগুলো সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। আমি আশা করি ভবিষ্যতে এই স্টিমিট প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবো। আমি ঘুরতে পছন্দ করি। তার পাশাপাশি বাইক চালানো, ফটোগ্রাফি করা, বই পড়া, নতুন নতুন কাজ করা ইত্যাদি আমার অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডির নাম @bijoy1 এবং আমার একই নামের একটি ডিসকর্ড অ্যাকাউন্ট রয়েছে। সর্বশেষ একটাই কথা,বাঙালী হিসেবে আমি গর্বিত। তাই আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবসময় আন্তরিকতার সাথে কাজ করতে ইচ্ছুক।❤️🌹
Upvoted! Thank you for supporting witness @jswit.
অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা রইল আমাকে সাপোর্ট করে পাশে থাকার জন্য৷
https://x.com/bijoy1__2024_SB/status/1944589113853915470?t=JlH5TCdEOzHtWjtcs3D2TA&s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1944406737479467308?t=p0RKhsC_1tjhBTn0NCWkQQ&s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1944400856226336802?t=jikMn-uMKfrjCVftHIPYxw&s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1944400854070469065?t=A9qYNbk8yxXUEmTsNl-ClA&s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1944400653125582972?t=66nl1kIO6aTJMGTQD_0I9g&s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1944400466437116106?t=innIyGvkPFdk6_QV0U-uDQ&s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1944400311285686425?t=50kc4p3cC3ESMRmG8bEALw&s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1944400136525812144?t=HLdmvfAS1zSZBgJBkBEPnA&s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1944400133065449759?t=YwB6lQD46IQOssuhWPih6w&s=19
অনেক সুন্দর কিছু টপিক তুলে ধরে এই অনু কবিতা গুলো লিখেছেন আপনি। যেগুলো পড়তে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এরকম অনু কবিতা গুলো পড়তে আমার কাছে সব সময় অনেক সুন্দর লাগে। আশা করি এরকম অনু কবিতা সব সময় শেয়ার করবেন।
এভাবে সবসময় সুন্দর মন্তব্য শেয়ার করবেন বলে আশা করি৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আজকে আপনি ভিন্ন ভিন্ন টফিক নিয়ে খুব সুন্দর কিছু অনু কবিতা লিখেছেন। আপনার লেখা অনু কবিতা পড়ে আমার কাছে খুব ভালো লাগলো। আর মনের ছোট ছোট অনুভূতিগুলো অনু কবিতার মধ্যে প্রকাশ করা যায়। ধন্যবাদ ভিন্ন ভিন্ন টফিক নিয়ে এত সুন্দর অনু কবিতা লিখে শেয়ার করার জন্য।
একেবারে সঠিক কথা বলেছেন ও খুব সুন্দর একটি মন্তব্য শেয়ার করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।