"স্বরচিত অনু কবিতা"
আমার বাংলা ব্লগ
আসসালামু আলাইকুম
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি।
প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে আসলাম। আজকে আপনাদের মাঝে আমি একটি অনু কবিতা পোস্ট শেয়ার করবো। পূর্ববর্তী সময়ে আমি আপনাদের মাঝে অনেক অনু কবিতা শেয়ার করেছিলাম যা আপনাদের অনেক ভালো লেগেছিল৷ তাই আজকে আরো একটি অনু কবিতা পোস্ট আপনাদের মাঝে শেয়ার করলাম।
আজকে ভাবলাম যে আপনাদের মাঝে কি পোস্ট শেয়ার করা যায়। আমি আমার অন্যান্য দিনের পোস্ট গুলো দেখে নিলাম। সেখানে দেখলাম যে অনেকগুলো পোস্ট শেয়ার করা হয়ে গিয়েছে৷ তবে এখনো পর্যন্ত অনু কবিতা পোস্ট শেয়ার করা হয়নি৷ তাই আজকে ভাবলাম যে আপনাদের মাঝে অনু কবিতা পোস্ট শেয়ার করা যাক৷ তাই আমি আমার অনু কবিতা পোস্ট তৈরি করার জন্য বসে পড়লাম। এখানে সবগুলো অনু কবিতা একের পর এক ভয়েস টাইপিং করে নিলাম। সবগুলো অনু কবিতার লাইন ঠিক করে নিলাম এবং বানানগুলো ঠিক করে নেওয়ার পরে এগুলো এদের জায়গা বরাবর বসিয়ে দিলাম।
এরপর সবগুলো অনু কবিতা তাদের জায়গা বরাবর বসিয়ে দিয়ে আপনাদের মাঝে শেয়ার করে দিলাম। আশা করি আজকের যে অনু কবিতা গুলো আমি শেয়ার করেছি সেগুলো আপনাদের অনেক ভালো লাগবে৷ এর পরবর্তীতে আমি আমার অনু কবিতাগুলোর মধ্যে যে সকল মন্তব্য আপনারা শেয়ার করেছিলেন সেগুলো দেখে নিলাম৷ সেগুলোর মধ্যে আপনাদের সুন্দর মন্তব্য গুলো পড়ে আমার খুবই ভালো লাগছিল। এরপর আমিও আপনাদের যেসব পোস্টগুলো ছিল সেগুলোর মধ্যে আমার মন্তব্য শেয়ার করার চেষ্টা করলাম । এর পরবর্তীতে আমি আমার বাকি কাজগুলো করা শুরু করে দিলাম।
এক গুচ্ছ অনু কবিতা। :
অনু কবিতা-১
আলো আর আধারের এক মেলবন্ধন,
একদিন ছিলো, আজও সে হয়ে আছে পরিপূরক।
চোখে চোখে আলো, হৃদয়ে যেন আধার,
জীবনের পথে পথিকের পরাজয়ও গাথা।
অনু কবিতা-২
তার ছোঁয়ার স্মৃতি আমার,
গায়ে রেশ রেখে যায়।
তবুও সে থাকে দূরে,
কেবল হৃদয় জানে হায়।
অনু কবিতা-৩
তুমি আমার আকাশ কুসুম কল্পনা,
যেন হাওয়া ছোঁয়া কোনো রঙিন মায়াবী ছবি,
যা ছুঁতে গেলেই হারায়,
তবুও মন চায় আরও বেশি।
অনু কবিতা-৪
যখন তুমি পাশে থাকো,
মনটাও শান্তি পায়।
তুমি যখন দূরে থাকো,
হৃদয়ে অস্থিরতা বাড়ে,
মন অবিরত খোঁজে তোমায়।
অনু কবিতা-৫
হয়তো একদিন রোদ হবে আলো,
মুছে যাবে সব আধার কালো।
ততদিন আছি খুশির ছলে,
দুঃখ ঢাকি আপন বলে।
পোস্টের বিবরণ
ক্যাটাগরি | অনু কবিতা |
---|---|
ফটোগ্রাফার | @bijoy1 |
ডিভাইস | Samsung Galaxy M34 5g |
লোকেশন | ফেনী,বাংলাদেশ |
তো বন্ধুরা এই ছিল আমার আজকের অনু কবিতা। আসলে কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি জানিনা।তবে আমার জায়গা থেকে চেষ্টা করেছি সর্বোচ্চ দিয়ে। আর আপনাদের উৎসাহ উদ্দীপনা পেলে হয়তো আরো ভালো কিছু করতে পারব,সেজন্য আপনাদের সাপোর্টের অনেক অনেক প্রয়োজন।যাইহোক বেশি কথা না বাড়িয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ।
পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ও ভালোবাসা রইল।
আমি কে?
🤍🖤আমি বাংলাদেশ থেকে আবদুল্লাহ আল সাইমুন। আমার ডাক নাম বিজয়। আমি একজন ছাত্র। আমি ফেনী জেলায় বসবাস করি। আমি এই প্ল্যাটফর্মের নিয়মিত ব্যবহারকারী। আমি এই প্ল্যাটফর্মে আমার কাজগুলো সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। আমি আশা করি ভবিষ্যতে এই স্টিমিট প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবো। আমি ঘুরতে পছন্দ করি। তার পাশাপাশি বাইক চালানো, ফটোগ্রাফি করা, বই পড়া, নতুন নতুন কাজ করা ইত্যাদি আমার অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডির নাম @bijoy1 এবং আমার একই নামের একটি ডিসকর্ড অ্যাকাউন্ট রয়েছে। সর্বশেষ একটাই কথা,বাঙালী হিসেবে আমি গর্বিত। তাই আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবসময় আন্তরিকতার সাথে কাজ করতে ইচ্ছুক।❤️🌹
https://x.com/bijoy1__2024_SB/status/1964854398825509316?t=jsK4ncVBmIy6QZn_QRBsXA&s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1964692881916182810?t=bW6YniPXZ1LfJXaJGP2V4w&s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1964692523877806095?t=R5FC_SXfTdDu-mnwo5C6Aw&s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1964692513152983375?t=QsCzKe1QH3nWEJ8nABPTZA&s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1964692313781018891?t=Ku1AdHaT7_rSi2GqkCAgdg&s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1964692296500486247?t=HZDWnlHQTNul8a9YwQ7TUg&s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1964692059446755498?t=5gPfPHTJSBX_g7JlUK3dKw&s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1964692049808261280?t=xMNyG7cpFxkp_i_BKJu2fw&s=19
ভাইয়া আপনি প্রতি সপ্তাহে আমাদের মাঝে সুন্দর সুন্দর অনু কবিতা শেয়ার করেন।আপনার লেখা কবিতা গুলো পড়তে আমার কাছে অনেক ভালো লাগে।আজকেও আপনি খুব সুন্দর সুন্দর অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করছেন।ধন্যবাদ ভাইয়া পোস্ট টি আমাদের মধ্যে শেয়ার করার জন্য।
খুবই খুশি হলাম আপনার কাছ থেকে এত অসাধারণ একটি মন্তব্য পড়ে৷
ভাইয়া আপনি কিন্তু সুন্দর সুন্দর অনু কবিতা লেখেন। আপু আপনি পাঁচটি সুন্দর অনু কবিতা লিখেছেন। আপনার প্রতিটা অনু কবিতা পড়ে আমার কাছে খুব ভালো লাগলো। ভিন্ন ভিন্ন টপিক নিয়ে কবিতা লিখে শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে এই সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য৷