"স্বরচিত অনু কবিতা"
আমার বাংলা ব্লগ
আসসালামু আলাইকুম
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি।
প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে আসলাম। আজকে আপনাদের মাঝে আমি একটি অনু কবিতা পোস্ট শেয়ার করবো। পূর্ববর্তী সময়ে আমি আপনাদের মাঝে অনেক অনু কবিতা শেয়ার করেছিলাম যা আপনাদের অনেক ভালো লেগেছিল৷ তাই আজকে আরো একটি অনু কবিতা পোস্ট আপনাদের মাঝে শেয়ার করলাম।
প্রথমেই আমাদের কমিউনিটিতে চলে গেলাম৷ সেখানে দেখলাম যে অনেকে অনেক সুন্দর সুন্দর পোস্ট শেয়ার করেছেন৷ সবার সুন্দর পোস্টগুলো আমি দেখে নিলাম৷ সেখানে যে সকল সুন্দর পোস্ট গুলো ছিল সেগুলো আমি পড়ে নিলাম৷ এর পরবর্তীতে আমিও ভাবলাম যে আজকে আপনাদের মাঝে খুবই সুন্দর একটি পোস্ট শেয়ার করা যাক৷ তাই প্রথম ভেবেছিলাম যে আজকে আপনাদের মাঝে একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করব৷ তবে দেখলাম যে ফটোগ্রাফি পোস্ট কিছু দিনের মধ্যেই শেয়ার করা হয়ে গিয়েছে৷ তাই আজকে অন্য কোন পোস্ট শেয়ার করা যাক৷ তাই আরো ভালোভাবে দেখে নেওয়ার পরে দেখলাম যে এখনো পর্যন্ত অনু কবিতা পোস্ট শেয়ার করা হয়নি৷ তাই আজকে ভাবলাম অনু কবিতা পোস্ট আপনাদের মাঝে শেয়ার করা যাক।
তাই আমি আমার অনু কবিতা পোস্ট লেখার জন্য বসে পড়লাম৷ একের পর এক সবগুলো অনু কবিতা লিখে নেওয়ার পরে এর মধ্যে যা কিছু ছিল সব কিছুই দেখে নিলাম৷ এর মধ্যে যে সকল বানানগুলো ছিল সেগুলোও দেখে নিলাম৷ এখানে অন কবিতা সবগুলো বানান দেখেন আমার পরে এদেরকে এদের জায়গা বরাবর বসিয়ে দিলাম৷ এখানে সবকিছু ঠিক করে নিলাম৷ আজকের এই পোস্ট আপনাদের মাঝে শেয়ার করে দিলাম৷ আশা করি সবসময় এর মতো আজকেও আমি আপনাদের মাঝে কিছু সুন্দর কবিতা শেয়ার করলাম যা আপনাদের কাছে অনেক ভালো লাগবে৷ আপনারা যেরকম সব সময় আমার অনু কবিতাগুলো দেখে থাকেন এবং সেখানে সুন্দর মন্তব্য করে থাকেন সেটি থেকে আমি অনেক অনুপ্রাণিত হয়ে সবসময় অনু কবিতা শেয়ার করার চেষ্টা করি।
এক গুচ্ছ অনু কবিতা। :
অনু কবিতা-১
তোমার কণ্ঠস্বর একটি নদী,
যেন শান্ত গভীর এক দ্বারা,
এটি যে আমার আত্মাকে দোলা দেয়,
এটি আমাকে ঘুম পাড়িয়ে দেয়।
অনু কবিতা-২
জানালার পাশে দুলে পর্দা হালকা হাওয়ায়,
মনে পড়ে যায় সেই পুরনো আবাস।
মনে পড়ে সেদিনের সে স্মৃতিগুলো।
যেগুলো আজ হয়েছে এলোমেলো।
অনু কবিতা-৩
চায়ের কাপে ধোঁয়া ওঠে প্রায়,
হালকা ঠান্ডায় মনটা ও ভিজে যায়।
শীতে মায়ের হাতে গরম পিঠা,
এই সকাল যেন সোনাময় খাঁটি।
অনু কবিতা-৪
সে হাওয়ার মতো ছুটে চলে,
কখনো মেঠোপথ আবার কখনো দলে দলে।
স্মৃতির ভেলায় ভাসে যত,
পুরনো দিনে হারিয়ে যায় তত।
অনু কবিতা-৫
হৃদয় জুড়ে বাজে শুধু,
তোমার নামের সুর।
তুমি যেন শান্ত নদী,
বয়ে যাও নিরবে বহু দূর।
পোস্টের বিবরণ
ক্যাটাগরি | অনু কবিতা |
---|---|
ফটোগ্রাফার | @bijoy1 |
ডিভাইস | Samsung Galaxy M34 5g |
লোকেশন | ফেনী,বাংলাদেশ |
তো বন্ধুরা এই ছিল আমার আজকের অনু কবিতা। আসলে কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি জানিনা।তবে আমার জায়গা থেকে চেষ্টা করেছি সর্বোচ্চ দিয়ে। আর আপনাদের উৎসাহ উদ্দীপনা পেলে হয়তো আরো ভালো কিছু করতে পারব,সেজন্য আপনাদের সাপোর্টের অনেক অনেক প্রয়োজন।যাইহোক বেশি কথা না বাড়িয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ।
পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ও ভালোবাসা রইল।
আমি কে?
🤍🖤আমি বাংলাদেশ থেকে আবদুল্লাহ আল সাইমুন। আমার ডাক নাম বিজয়। আমি একজন ছাত্র। আমি ফেনী জেলায় বসবাস করি। আমি এই প্ল্যাটফর্মের নিয়মিত ব্যবহারকারী। আমি এই প্ল্যাটফর্মে আমার কাজগুলো সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। আমি আশা করি ভবিষ্যতে এই স্টিমিট প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবো। আমি ঘুরতে পছন্দ করি। তার পাশাপাশি বাইক চালানো, ফটোগ্রাফি করা, বই পড়া, নতুন নতুন কাজ করা ইত্যাদি আমার অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডির নাম @bijoy1 এবং আমার একই নামের একটি ডিসকর্ড অ্যাকাউন্ট রয়েছে। সর্বশেষ একটাই কথা,বাঙালী হিসেবে আমি গর্বিত। তাই আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবসময় আন্তরিকতার সাথে কাজ করতে ইচ্ছুক।❤️🌹
https://x.com/bijoy1__2024_SB/status/1977542670521438545?t=wjPvYZ3k_1iRWOqhB3olxQ&s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1977393810293362866?t=m_xtCyaEik2GKqaKcUbavQ&s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1977393397267644868?t=ddY0HZF19MpZ9NHb1RCbCA&s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1977393385376784882?t=0WG_X34ZIsuoSC4oWGsyVg&s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1977393074415206802?t=C3U7k3bmbJQqh2jimhfRaw&s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1977393062427910511?t=6xcvDcIfvumyI_CZ277y7w&s=19
ভাইয়া আপনি প্রতি সপ্তাহে অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করেন যেগুলো পড়ে আমার কাছে ভীষণ ভালো লাগে।আজকেও আপনি খুব সুন্দর সুন্দর অনু কবিতা লিখে আমাদের মাঝে উপস্থাপন করছেন।ধন্যবাদ আপনাকে পোষ্ট টি শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার একটি মন্তব্য আমার এই পোস্টে শেয়ার করার জন্য।