"স্বরচিত অনু কবিতা"
আমার বাংলা ব্লগ
আসসালামু আলাইকুম
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি।
প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে আসলাম। আজকে আপনাদের মাঝে আমি একটি অনু কবিতা পোস্ট শেয়ার করবো। পূর্ববর্তী সময়ে আমি আপনাদের মাঝে অনেক অনু কবিতা শেয়ার করেছিলাম যা আপনাদের অনেক ভালো লেগেছিল৷ তাই আজকে আরো একটি অনু কবিতা পোস্ট আপনাদের মাঝে শেয়ার করলাম।
আজকে ভাবলাম যে আপনাদের মাঝে কি পোস্ট শেয়ার করা যায়। তাই প্রথমে আমাদের কমিউনিটি থেকে ঘুরে আসলাম। সেখানে দেখলাম সবাই খুব সুন্দর কিছু পোস্ট শেয়ার করেছে৷ সবার যে সুন্দর পোস্টগুলো সেখানে ছিল সেগুলো দেখে খুব ভালো লাগছিল৷ এত সুন্দর পোস্ট গুলো যখন তারা সেখানে শেয়ার করেছে তখন তার মধ্যে আমি আমার মন্তব্য শেয়ার করার চেষ্টা করলাম৷ এখানে সবার পোস্টগুলোর মধ্যে মন্তব্য শেয়ার করার পর সেখানে ভোট দেওয়ার চেষ্টা করলাম৷ যারা আমার পোস্টে মন্তব্য শেয়ার করেছিলেন তাদের মন্তব্যের রিপ্লাইও আমি দেওয়ার চেষ্টা করলাম। এর পরবর্তীতে আমি আমার পোস্ট তৈরি করার জন্য বসে পড়লাম।
এরপর আমি আমার অনু কবিতা পোস্ট তৈরি করার জন্য বসে পড়লাম৷ গত সপ্তাহে আমি যে সকল কবিতাগুলো শেয়ার করেছিলাম সেগুলো আপনাদের অনেক ভালো লেগেছিল৷ সবাই খুব সুন্দর কিছু অউ কবিতা শেয়ার করার পাশাপাশি আমিও আজকে কিছু সুন্দর অনু কবিতা শেয়ার করার চেষ্টা করব৷ সব সময়ই আপনারা যেভাবে অনু কবিতা শেয়ার করার মাধ্যমে আমাকে অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন সেগুলো থেকে আমি প্রতিনিয়ত বিভিন্ন ধরনের অনু কবিতা গুলো শেয়ার করার চেষ্টা করি৷ তাহলে চলুন অনু কবিতাগুলো দেখে আসা যাক।
এক গুচ্ছ অনু কবিতা। :
অনু কবিতা-১
তোমায় খুঁজি চুপিচুপি আনমনে,
মনের অন্তরালে স্মরণ করি তোমায় প্রতিক্ষণে।
চেনা ভিড়েও যেন অচেনা তুমি,
তবুও তোমায় ভালবাসি আমি।
অনু কবিতা-২
দূর আকাশে মেঘ জমেছে,
আকাশটা বোধহয় রাগ করেছো।
বৃষ্টির ফোঁটায় বইলো বুঝি,
সেই বৃষ্টির মাঝে শুধু তোমায় খুঁজি।
অনু কবিতা-৩
প্রকৃতির এই অপরূপ সকাল বেলা,
শান্তি আনে হৃদয় মাঝে।
মন ভরে যায় শীতল বাতাসে,
নীলের সমারহ দেখতে পাই আকাশে।
অনু কবিতা-৪
পথে যেতে আনমনে,
খুঁজি তোমার ছায়া।
শুধুই তুমি, শুধুই তুমি,
প্রাণে বাজে তেমার মায়া।
অনু কবিতা-৫
সকাল হলে ঘাসের ডগা,
থাকে শিশির ভেজা।
চারিদিকে তাকিয়ে দেখি,
সবুজ আর সতেজতা।
সবুজের সমারোহে জেগে উঠে প্রাণ,
মনে হয় এ যেন নতুন দিনের আহ্বান।
পোস্টের বিবরণ
ক্যাটাগরি | অনু কবিতা |
---|---|
ফটোগ্রাফার | @bijoy1 |
ডিভাইস | Samsung Galaxy M34 5g |
লোকেশন | ফেনী,বাংলাদেশ |
তো বন্ধুরা এই ছিল আমার আজকের অনু কবিতা। আসলে কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি জানিনা।তবে আমার জায়গা থেকে চেষ্টা করেছি সর্বোচ্চ দিয়ে। আর আপনাদের উৎসাহ উদ্দীপনা পেলে হয়তো আরো ভালো কিছু করতে পারব,সেজন্য আপনাদের সাপোর্টের অনেক অনেক প্রয়োজন।যাইহোক বেশি কথা না বাড়িয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ।
পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ও ভালোবাসা রইল।
আমি কে?
🤍🖤আমি বাংলাদেশ থেকে আবদুল্লাহ আল সাইমুন। আমার ডাক নাম বিজয়। আমি একজন ছাত্র। আমি ফেনী জেলায় বসবাস করি। আমি এই প্ল্যাটফর্মের নিয়মিত ব্যবহারকারী। আমি এই প্ল্যাটফর্মে আমার কাজগুলো সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। আমি আশা করি ভবিষ্যতে এই স্টিমিট প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবো। আমি ঘুরতে পছন্দ করি। তার পাশাপাশি বাইক চালানো, ফটোগ্রাফি করা, বই পড়া, নতুন নতুন কাজ করা ইত্যাদি আমার অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডির নাম @bijoy1 এবং আমার একই নামের একটি ডিসকর্ড অ্যাকাউন্ট রয়েছে। সর্বশেষ একটাই কথা,বাঙালী হিসেবে আমি গর্বিত। তাই আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবসময় আন্তরিকতার সাথে কাজ করতে ইচ্ছুক।❤️🌹
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনার প্রতি ভালোবাসা সব সময় আমাকে এভাবে সাপোর্ট করে পাশে থাকার জন্য।
https://x.com/bijoy1__2024_SB/status/1924264796612129035?t=g9HmePz_w7G2xVPT2N16tg&s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1924119192405746102?t=mrgHaIyeeBSiv00s4k3DLg&s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1924118452702494865?t=p92azD8mZ8SMxCBnmY8EDw&s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1924118214797406296?t=iDUWo_9sslWW_qE8_Sv7VA&s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1924117929781797181?t=8NlxVBwhAMcg8EsG5FHEFA&s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1924117458816029111?t=7CP56lFxhF3UlDfnvazZ8Q&s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1924118434465595428?t=06rDuHt26kiVSRW8523QGg&s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1924118204609421437?t=y-Qsv14Bh503uvZoEJsPqQ&s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1924117917324722578?t=TbsaQ6PniF2fmMm4BhhSSg&s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1924117400133554481?t=PhFVF5l66rTHOl5xiTYaww&s=19
এই অনু কবিতাগুলোর প্রতিটি পঙক্তিতে গভীর অনুভূতির ছোঁয়া রয়েছে। কবিতাটি ভালোবাসার নিঃশব্দ আকুতি ও অন্তর্দহন প্রকাশ করে; প্রিয়জনের অভাব প্রকৃতির রূপে ধরা দেয়; আর প্রশান্ত সকাল ও প্রকৃতির সৌন্দর্যে হৃদয়ের প্রশান্তির কথা বলে।
এত সুন্দর একটি মন্তব্য শেয়ার করেছেন।
এই মন্তব্য আমার জন্য একটি অনুপ্রেরণা।
আপনার লেখা অনু কবিতা গুলি অনেক সুন্দর হয়েছে। ভালোবাসা এবং প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে আপনি অনেক সুন্দর ভাবে কবিতাগুলি লিখেছেন। এছাড়াও প্রত্যেকটি লাইনের মধ্যে অনেক সুন্দর মিল রয়েছে। এত সুন্দর ছন্দময় অনু কবিতাগুলি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
সবসময় এভাবে সুন্দর মন্তব্য শেয়ার করে পাশে থাকেন যা আমার অনেক ভালোই লাগে।
আপনি সব সময় অনেক সুন্দর সুন্দর অনু কবিতা লিখে থাকেন। আমার কাছে আপনার লেখা অনু কবিতা গুলো পড়তে অনেক বেশি ভালো লাগে। আজকে অনেক সুন্দর টপিক তুলে ধরে কবিতা গুলো লিখেছেন। আমার কাছে আপনার তিন এবং পাঁচ নাম্বার অনু কবিতা পড়তে সব থেকে বেশি ভালো লেগেছে।
আপনার কাছে তিন এবং পাঁচ নম্বর অনু কবিতা ভালো লেগেছে শুনে খুব খুশি হলাম।
আমি কবিতা লিখতে এবং কবিতা পড়তে দুটোই অনেক বেশি ভালোবাসি। আমার কাছে অনু কবিতা গুলো পড়তে একটু বেশি ভালো লাগে। বিশেষ করে আপনার লেখা অনু কবিতা গুলো অনেক সুন্দর হয় আর পড়তেও দারুন লাগে। আপনি সবসময়ের মত আজকেও অনেক সুন্দর কিছু অনু কবিতা লিখলেন। ধন্যবাদ কবিতা গুলো শেয়ার করার জন্য।
অনেক খুশি হলাম আপনার কাছ থেকে সুন্দর মন্তব্যটি পড়ে৷ অসংখ্য ধন্যবাদ।
ভালো লাগার মত চমৎকার কিছু অনু কবিতা লিখেছেন আজকে আপনি। তবে আপনার অনু কবিতাগুলো এমনিতে চমৎকার হয়। আর কবিতার মাঝে নিজের সুন্দর মনের অনুভূতি প্রকাশ করা যায়। তবে আপনার প্রতিটা অনু কবিতার মধ্যে আলাদা মনের অনুভূতির ছোঁয়া আছে। আর এই ধরনের ছোট ছোট অনু কবিতাগুলো বারবার পড়তে মন চায়।
অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মন্তব্য শেয়ার করার জন্য।