আমার কবিতার খাতা থেকে:ভোরের কোকিল।।৩০ জুলাই ২০২৫
হ্যালো বন্ধুরা,
আজকে আমি একটা কবিতা লেখার চেষ্টা করছি।আশা করি আপনাদেরও ভালো লাগবে।
ভোরের কোকিলের ডাকে
দূরের গাছেদের ফাঁকে ভেসে আসে
একটা অদ্ভুত নরম আগমনী প্রেম।
হাওয়া গায়ে মেখে, শিশিরের গন্ধে মেশা
সেই প্রেম যেন অদৃশ্য স্পর্শ—
যেন কেউ নিঃশব্দে বলে যায়,
“আজও বেঁচে আছো তুমি, অনুভব করো।”
তবুও হারিয়ে যায় সেই সকাল।
সময়ের কোলাহল,
কর্তব্যের ভার,
বুকে জমে থাকা অব্যক্ত কথাগুলো
সব মিলিয়ে কেমন নিঃশেষ করে দেয়
সেই স্বপ্ন-ভেজা মুহূর্তটুকু।
প্রেম রয়ে যায়—
কোকিলের গলায়,
পাতার আড়ালে ভাঙা রোদ্দুরে,
কিন্তু মানুষ হেঁটে যায়
নিজের একাকী শহরের দিকে।
যেন প্রতিটি সকালই
আমাদের শেখায়—
যা সবচেয়ে সুন্দর,
তার জন্যই হয়তো
সবচেয়ে সহজে হারিয়ে যাওয়া।
VOTE @bangla.witness as witness

OR
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
অসাধারণ, @blacks! আপনার কবিতাটি সত্যিই মুগ্ধ করার মতো। ভোরের কোকিলের ডাক এবং প্রকৃতির নীরব প্রেমের অনুভূতিগুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। "আজও বেঁচে আছো তুমি, অনুভব করো" - এই লাইনটি যেন হৃদয়ে গেঁথে যায়।
কবিতার শেষ স্তবকটি বিশেষভাবে মনে ধরেছে, যেখানে আপনি বলেছেন সুন্দর জিনিসগুলো সহজেই হারিয়ে যায়। এটি জীবনের একটি গভীর সত্য। আপনার লেখাটি একই সাথে সুন্দর এবং ভাবুকতার মিশ্রণ।
আপনার এই সৃজনশীল কাজের জন্য অনেক অভিনন্দন! আপনি যদি নিয়মিত কবিতা লিখে আমাদের সাথে শেয়ার করেন, তাহলে খুব ভালো লাগবে। আপনার অন্যান্য কাজ দেখার জন্য অপেক্ষায় রইলাম। Keep up the excellent work!
বাস্তবধর্মী মনের গভীর থেকে কথাগুলো যেন উঠে এসেছে।শেষ লাইনগুলো পড়ে মন ছুঁয়ে গেল।আসলেই সুন্দর কিছু সহজেই হারিয়ে যায় আমাদের থেকে।কবিতাটি অসাধারণ হয়েছে, ধন্যবাদ দাদা।
আসলে সুন্দর এবং ভালো কিছু আমাদের জীবন থেকে খুব তাড়াতাড়ি হারিয়ে যায়। আর সেজন্য পরবর্তীতে খুব আফসোস হয়। যাইহোক অসাধারণ একটি কবিতা লিখে শেয়ার করেছেন দাদা। খুব ভালো লাগলো কবিতাটি পড়ে। এতো চমৎকার একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।