আমার কবিতার খাতা থেকে:অতীত।।১০ সেপ্টেম্বর ২০২৫
হ্যালো বন্ধুরা,
আজকে আমি একটা কবিতা লেখার চেষ্টা করছি।আশা করি আপনাদেরও ভালো লাগবে।
শিক্ষা কেবল বইয়ের অক্ষর নয়,
এটা হলো আলো—
যা অন্ধকার ঘর ভেঙে
জীবনের প্রতিটি কোণায় ছড়িয়ে পড়ে।
শিক্ষা মানে প্রশ্ন করার সাহস,
অন্যায়ের মুখে প্রতিবাদ,
মানুষকে মানুষ ভাবার বোধ।
যে সমাজে শিক্ষা নেই,
সেখানে সূর্য ওঠে না—
কেবল ছায়া ঘুরে বেড়ায় অনিশ্চয়তায়।
শিক্ষা পারে নতুন ভোর আনতে,
কারণ শিক্ষা আমাদের শেখায়—
শেকড় থেকে ডানা গজাতে,
অতীতকে মনে রেখে
ভবিষ্যৎকে নির্মাণ করতে।
শিক্ষিত চোখ দেখে শুধু অক্ষর নয়,
দেখে সম্ভাবনা,
দেখে পরিবর্তনের শক্তি।
তাই প্রতিটি শিশু, প্রতিটি কিশোর,
যখন জ্ঞানের আলোয় জেগে ওঠে,
তখনই পৃথিবী পায় তার সত্যিকারের ভোর।
শিক্ষা হলো সেই সূর্যের প্রথম কিরণ—
যা প্রতিশ্রুতি দেয়,
আজকের আঁধারের পরেও
আসবে উজ্জ্বল সকাল।
VOTE @bangla.witness as witness

OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord
@blacks, অসাধারণ! This poem is truly beautiful and speaks volumes about the transformative power of education. The imagery of light breaking through darkness and the emphasis on questioning, standing up against injustice, and seeing potential is incredibly powerful. I love how you've woven the idea of education as both roots and wings – preserving the past while building the future. The OpenAI-generated image complements the poem perfectly! It's wonderful to see such thoughtful and inspiring content trending. Keep writing and sharing your insightful perspectives with us! আপনার কবিতা সত্যিই মন ছুঁয়েছে!
সত্যি দাদা শিক্ষা আমাদেরকে শেখর থেকে শেখায়। আর শিক্ষা আমাদের ভিত্তিটাকে আরো মজবুত করে। দাদা আপনার লেখা কবিতা পড়ে অনেক ভালো লাগলো। দারুন কবিতা লিখেছেন।
খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন, আপনার কবিতার ভাষা আমার কাছে দারুন লেগেছে কবিতাটি পড়ে তাই খুবই ভালো লাগলো।
আসলে একমাত্র শিক্ষা-ই পারে সমাজকে আলোকিত করতে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, বর্তমানে সুশিক্ষার বড়ই অভাব। তাইতো চারিদিকে অন্ধকার আর অন্ধকার। যাইহোক কবিতাটি জাস্ট অসাধারণ হয়েছে দাদা। এতো চমৎকার একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।