স্বরচিত কবিতা|জীবন সাথী||জীবন সঙ্গীকে নিয়ে লিখা একটি কবিতা।

in আমার বাংলা ব্লগ3 years ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগএর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনাদের সাথে একটি কবিতা শেয়ার করার জন্য এলাম।

IMG_20221011_181947.jpg

আমার বাংলা ব্লগে কাজ করতে করতে অনেক কিছুই শিখতে পারলাম। এর কারণ হচ্ছে আমাদের প্রিয় বন্ধুরা যারা নিয়মিত ব্লগিং করে, তারা বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করে। তাদের পোস্টে কেউ রেসিপি, কেউ আবার ক্রাফট অথবা কবিতা এবং বিভিন্ন ধরনের গল্পও শেয়ার করেন। তার থেকেও বড় কথা abb-fun এ খুব মজার একটি আয়োজন করা হয়েছে। সেখানে অনু কবিতাগুলো লিখার মাধ্যমে সবাই সবার দক্ষতার প্রকাশ ঘটায়।আমিও মাঝে মাঝে সেখানে লিখার চেষ্টা করি। জানিনা সবার কেমন লাগে।তবে চেষ্টা করতে তো বাধা নেই।আর সেই অনুপ্রেরণা থেকেই মাঝে মাঝে কবিতা লিখার চেষ্টা করি। আজকে আপনাদের সাথে যে কবিতাটি শেয়ার করতে যাচ্ছি তা হলো জীবনের চলার সাথীকে নিয়ে।যা আপনাদের ভালো লাগবে।

IMG-20220904-WA0135.jpg

♥️জীবন-সাথী♥️

দিনের শুরুটা হয় একটি সুন্দর সকাল দিয়ে,
আর আমার জীবনের শুরুটা তোমাকে নিয়ে,
সাধারণ এই জীবনে অসাধারণ তুমি,
তোমায় পেয়ে যে আজ ধন্য আমি।



আমার আমিতে পাই তোমাকে খুঁজে,
বিশ্বাস ভরসা তোমাতে ঘিরে।
ঠুনকো জীবনের মায়া ত্যাগ করে,
মায়া জমিয়েছি আমি তোমার মাঝে।



এ হৃদয়ে আছো তুমি আমার ভালোবাসায়,
তোমায় গেঁথে রেখেছি, মনের মণিকোঠায়।
হারাতে চাই না আমি তোমাকে কখনোই,
ব্যাকুল মনটা আমার চায় তোমাকেই।



চলার পথটাও সহজ হয় থাকলে তুমি পাশে,
কঠিন পথ পাড়ি দিতেও ক্লান্তি না আসে।
কাটায় ভরা গোলাপের সুগন্ধ তুমি নিও ,
আমার প্রাপ্য সুখটা শুধু আমাকেই দিও।



হাজারো বাধা পেরিয়ে মোরা আজ একসাথে,
হাতে হাত রেখে চলব যেকোনো কঠিন পথে।
আমার জীবনটা আজ ধন্য তোমায় পেয়ে,
কাটাতে চাই সারাজীবন তোমাকেই নিয়ে

আমার অনুভূতি

জীবনের শুরুটা যদি একজন প্রিয় মানুষের সাথে হয় আর জীবনটা যদি একসাথে কাটিয়ে দেয়া যায় তাহলে বেঁচে থাকাটা স্বার্থক।আমরা যাকে জীবনসঙ্গী হিসেবে পাই , যদি জীবনের প্রতিটা বাধায় সে সাথে থাকে তাহলে জীবনটা ধন্য হয়ে যায়।
IMG-20220904-WA0097.jpg

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

মোবাইল ও পোস্টের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণকবিতা
ক্যামেরা.মডেলজে৫ প্রাইম
ফটোগ্রাফার@bristy1
লোকেশনফেনী

images (4).png

20211121_200134.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  

Hello friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

 3 years ago (edited)

জীবন সাথী কবিতা অনেক সুন্দর হয়েছে আপু। আপনি ঠিক বলছেন আপু অনু কবিতাগুলো লিখার মাধ্যমে সবাই সবার দক্ষতার প্রকাশ ঘটায়।আমার বাংলা ব্লগ মানে নতুন কিছু শেখা একটা প্লাটফর্ম। নিজের দক্ষতা প্রকাশ মাধ্যম।এভাবে এগিয়ে যান আপনার জন্য রইল শুভকামনা।

 3 years ago 

জ্বি আপু,অবশ্যই। ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago (edited)

হাজারো বাধা পেরিয়ে মোরা আজ একসাথে,
হাতে হাত রেখে চলব যেকোনো কঠিন পথে।
আমার জীবনটা আজ ধন্য তোমায় পেয়ে,
কাটাতে চাই সারাজীবন তোমাকেই নিয়ে

আপনি খুব অসাধারণ ভাবে জীবন সাথী কবিতা লিখেছেন। কবিতাটি আমার কাছে অসম্ভব ভালো লাগলো। প্রতিটি লাইন খুব অসাধারণ ভাবে আপনি উপস্থাপনা করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ আপু,আপনার জন্য অনেক শুভেচ্ছা রইল।

 3 years ago 

একদম ঠিক বলেছেন আপু এবিবি ফানের অনু কবিতা থেকে আমি নিজেও কবিতা লেখার অনেক অভিজ্ঞতা হয়েছে। এমনকি আস্তে আস্তে কবিতা লেখার ধরনটাও বেশ ভালোই হচ্ছে। আপনিও আজকে জীবন সাথী নিয়ে বেশ ভালোই একটি কবিতা লিখেছেন। প্রত্যেকটা লাইন ছন্দে ছন্দে মিলিয়েছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

হ্যা আপু আমিও দেখেছি,আপনি অনু কবিতা লিখেন। খুব সুন্দর হয়।

 3 years ago 

সকল ধরনের বাধা-বিপত্তি পেরিয়ে শেষে যে হাত ধরে থাকবে তাকে তো জীবনসঙ্গী করা উচিত।
আর আপনার কবিতাটির মাধ্যমে এই কথাটি স্পষ্ট ভাবে ফুটে উঠেছে আপু।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু

 3 years ago (edited)

হয়তবা জীবনসঙ্গী আগে থেকে বেছে নেয়া কঠিন হয়ে যায় অনেকের জন্য,পরে খুব ভালো দিন কাটাতে পারে না।ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

আপনার কবিতা বেশ দুর্দান্ত হয়েছে। সত্যি পড়ে অনেক ভালো লাগলো। আসলে ছন্দ অত্যন্ত অসাধারণ হয়েছে। আসলে অনু কবিতা লেখার মাধ্যমে সবাই কবিতা লেখা অভিজ্ঞতা অর্জন করছে। এখন সবাই অনেক চমৎকার কবিতা উপস্থাপন করছে। আপনার কবিতাটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া,আমার লিখা কবিতা পড়ার জন্য।