কবিতা আবৃত্তি ( তোমাকে - জীবনানন্দ দাশ )।।
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
জীবনানন্দ দাশের কবিতা গুলো বরাবরই আমার বেশ পছন্দের। তিনি একদিকে যেমন একাকিত্বের কবি আবার তিনি বিরহের কবি। আবার তিনি লিখেছেন ভালোবাসার মানুষ কে নিয়ে অসাধারণ সব কবিতা। আজ আমি জীবনানন্দ দাশের সেইরকম একটা কবিতা আবৃত্তি করেছি। যেখানে তিনি তার পছন্দের ভালোবাসার মানুষ কে ব্যাখ্যা করেছেন। কীভাবে সেই মানুষ একেবারে জলের মতোন। আবার কীভাবে সেই মানুষের জন্য পুরো পৃথিবী অপেক্ষায় থাকে। অনূভুতির এক অসাধারণ প্রকাশ করে গিয়েছেন উনি এই কবিতার মাধ্যমে। কবিতা গুলো আমাদের অনূভুতির বহিঃপ্রকাশ হয়ে থাকে। আশাকরি কবিতা আবৃত্তি টা আপনাদের ভালো লাগবে।
- তোমাকে
- জীবনানন্দ দাশ।
একদিন মনে হ’তো জলের মতন তুমি।
সকালবেলার রোদে তোমর মুখের থেকে বিভা—
অথবা দুপুরবেলা— বিকেলের আসন্ন আলোয়—
চেয়ে আছে— চ’লে যায়— জলের প্রতিভা।
মনে হ’তো তীরের উপরে ব’সে থেকে।
আবিষ্ট পুকুর থেকে সিঙাড়ার ফল
কেউ-কেউ তুলে নিয়ে চ’লে গেলে— নিচে
তোমার মুখের মতন অবিকল
নির্জন জলের রং তাকায়ে রয়েছে;
স্থানান্তরিত হ’য়ে দিবসের আলোর ভিতরে
নিজের মুথের ঠাণ্ডা জলরেখা নিয়ে
পুনরায় শ্যাম পরগাছা সৃষ্টি করে;
এক পৃথিবীর রক্ত নিপতিত হ’য়ে গেছে জেনে এক পৃথিবীর আলো সব দিকে নিভে যায় ব’লে
রঙিন সাপকে তার বুকের ভিতরে টেনে নেয়;
অপরাহ্ণে আকাশের রং ফিকে হ’লে।
তোমার বুকের ’পরে আমাদের পৃথিবীর অমোঘ সকাল;
তোমার বুকের ’পরে আমাদের বিকেলের রক্তিল বিন্যাস;
তোমার বুকের ’পরে আমাদের পৃথিবীর রাত:
নদীর সাপিনী, লতা, বিলীন বিশ্বাস।
কবিতা আবৃত্তি
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Daily task
https://x.com/Emon423/status/1927654976769446291?t=N4m4d96JzHjX_RAVloTrDg&s=19
https://x.com/Emon423/status/1927655154964381877?t=blFshM8YO5r5CRakJaBcFA&s=19
https://x.com/Emon423/status/1927655604442775849?t=tTHvdUf1o7hCmYfrXuGW_Q&s=19
https://x.com/Emon423/status/1927655790024003916?t=9kjd7R4tJ-uabb5HmiLYvQ&s=19
https://x.com/Emon423/status/1927655945674674364?t=PoZlp5yc-OSpRVHQwFbCsg&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
জীবনানন্দ দাশের কবিতা আমার বরাবরই ভীষণ ভালো লাগে। আর আপনি ভীষণ সুন্দর করে এই কবিতাটি আবৃতি করেছেন। আর সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক টি ও বেশ সুন্দর মানিয়েছে কবিতাটির সাথে। এত সুন্দর একটি কবিতা আবৃত্তি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
জীবনানন্দ দাশের কবিতা ছোটবেলা থেকেই আমার পড়তে বেশ ভালো লাগে। আপনি জীবনানন্দ দাশের এত সুন্দর একটি কবিতা আবৃত্তি করেছেন শুনে ভীষণ ভালো লাগলো। বেশ সুন্দর সুর করে এবং সুন্দর মিউজিক অ্যাড করে আপনি কবিতাটি রচনা করেছেন। শুনে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ।