কবিতা আবৃত্তি ( শঙ্খমালা- জীবনানন্দ দাশ )।।
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
প্রেম এবং প্রকৃতি যেখানে মিশে গিয়েছে সেটা কী হতে পারে? জীবনানন্দ দাশের কবিতা এমন একটা জায়গা যেখানে প্রেম এবং প্রকৃতি মিশে যায়। প্রকৃতি এবং প্রেমের এক অসাধারণ মেলবন্ধন দেখতে পাওয়া যায় জীবনানন্দ দাশের বিভিন্ন কবিতায়। প্রকৃতির অনিন্দ্য সুন্দর রুপের সাথে নিজের সেই ভালোবাসার মানুষের তুলনা দেওয়া। এটা সত্যি অন্যরকম একটা ব্যাপার। জীবনানন্দ দাশ তার কবিতায় যেটা একেবারে ধারাবাহিকভাবেই করে এসেছে। এই কবিতা টা সেইরকমই একটা কবিতা। এই কবিতার কয়েকটা লাইন বেশ হৃদয় স্পর্শ করে যাওয়ার মতো। কবিতা টা পড়লে আপনারা সেটা বুঝতে পারবেন। এই কবিতা টা আবৃত্তি করার চেষ্টা করেছি। আশাকরি আপনাদের বেশ ভালো লাগবে।
- শঙ্খমালা
- জীবনানন্দ দাশ
কান্তারের পথ ছেড়ে সন্ধ্যার আঁধারে
সে কে এক নারী এসে ডাকিল আমারে,
বলিল, তোমারে চাই: বেতের ফলের মতো নীলাভ ব্যথিত তোমার দুই চোখ
খুঁজেছি নক্ষত্রে আমি— কুয়াশার পাখ্নায়—
সন্ধ্যার নদীর জলে নামে যে-আলোক
জোনাকির দেহ হতে— খুঁজেছি তোমাকে সেইখানে—
ধূসর পেঁচার মতো ডানা মেলে অঘ্রাণের অন্ধকারে
ধানসিড়ি বেয়ে-বেয়ে
সোনার সিঁড়ির মতো ধানে আর ধানে
তোমারে খুঁজেছি আমি নির্জন পেঁচার মতো প্রাণে।
দেখিলাম দেহ তার বিমর্ষ পাখির রঙে ভরা:
সন্ধ্যার আঁধারে ভিজে শিরীষের ডালে যেই পাখি দেয় ধরা—
বাঁকা চাঁদ থাকে যার মাথার উপর,
শিং-এর মতন বাঁকা নীল চাঁদ শোনে যার স্বর।
কড়ির মতন শাদা মুখ তার,
দুইখানা হাত তার হিম;
চোখে তার হিজল কাঠের রক্তিম
চিতা জ্বলে: দখিন শিয়রে মাথা শঙ্খমালা যেন পুড়ে যায়
সে-আগুনে হায়।
চোখে তার
যেন শত শতাব্দীর নীল অন্ধকার;
স্তন তার
করুণ শঙ্খের মতো— দুধে আৰ্দ্র— কবেকার শঙ্খিনীমালার;
এ-পৃথিবী একবার পায় তারে, পায়নাকো আর।
কবিতা আবৃত্তি
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Daily task
https://x.com/Emon423/status/1935259607401906586?t=hBpPOg-Az2tqNkU43hPUpA&s=19
https://x.com/Emon423/status/1935259777657094548?t=Qd-6LjBQ5SvlOqZIW5WTSQ&s=19
https://x.com/Emon423/status/1935261594277265576?t=UqMq0DtWZbZ3k6c_nJX5PA&s=19
https://x.com/Emon423/status/1935262066950250576?t=Rd5GbFdJT5FAmYJ0i8we6g&s=19
https://x.com/Emon423/status/1935262500507070940?t=AOtHmMKNS5wn_fHfk5q-zg&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
আমার বাংলা ব্লগে যদি জীবনানন্দ দাশের কোন ভক্ত থেকে থাকে তাহলে আপনি তার ভেতরে একজন। জীবনানন্দ দাশের কবিতা গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। আর আপনার মুখ থেকে মাঝে মধ্যে জীবনানন্দ দাশের কবিতা শুনতে সব থেকে বেশি ভালো লাগে। অনেক সুন্দর কবিতা আবৃতি করেছেন ভাই শুনে ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।