স্বরচিত কবিতা:-"প্রথম ছোঁয়া"।

in আমার বাংলা ব্লগ4 days ago

হ্যালো সবাইকে

কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে। আজকে আরও একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রথম ছোঁয়া কবিতাটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে আমার এই পোস্টটি ভালো লাগবে।

1000072272.jpg

"প্রথম ছোঁয়া"

চুপচাপ দিনের আলো
মনটাও ছিল ভালো।
সব কিছু চলছিল ঠিকঠাক
তোমার আসাতে বদলে গেল সব।

তোমার চোখে প্রথম তাকিয়ে
মনটা বলল তুমি চেনা আমার।
হাত বাড়িয়ে দিলে ধীরে
থমকে গেলাম আমি।

তোমার ছোঁয়ায় কেঁপে উঠল মন
হৃদয়ে হল নতুন কিছুর আবির্ভাব।
একটা নরম স্পর্শ, নিঃশব্দ অনুভব
কেবল হৃদয়ে বাজে তার রাগ।

সেই প্রথম ছোঁয়া
মুহূর্তে অনুভূতির ধোঁয়া।
তোমার থাকা মানেই শান্তি
এক ছোঁয়াই বদলে গেল জীবন।

হয়তো তুমি বলো নি কিছু
সেই ছোঁয়া বলেছিল হাজারটা কথা।
আমি আছি থাকবো পাশে
এই বিশ্বাসে মন ভরে গেছে।

যতবার দেখি তোমার মুখ
সেই প্রথম স্পর্শের সুখ।
ছোঁয়া মনে থাকবে চিরকাল
মনের গহীনে বসে থাকবে।

কবিতার মূলভাব

আজকে আমি যে কবিতাটি আপনাদের মধ্যে শেয়ার করলাম এই কবিতার মধ্যে আমি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি এক গভীর অনুভূতির প্রকাশ যেখানে প্রথম সেবা হয় সম্পর্কের সূচনা।প্রথমবার প্রিয়জনের ছোঁয়ায় হৃদয়ে যে আলোড়ন, যে শিহরণ সৃষ্টি হয় তা কবিতার মূল কেন্দ্রবিন্দু।প্রথম ছোঁয়া শুধু একটি স্পর্শ নয় তা এক নির্ভরতার অনুভব এক চিরস্থায়ী ভালোবাসার সূচনা।

পোস্ট বিবরণ

শ্রেণীকবিতা
ফটোগ্রাফার@fasoniya
ডিভাইসVivo Y15s
লোকেশনবাংলাদেশ


আমার পরিচয়

1000052972.jpg

আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি।আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।


1 (1).png

IMG-20221013-WA0015.jpg

1000041574.jpg

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 days ago 

হৃদয়ের অনুভূতি জাগানো একটি কবিতা আপনি তুলে ধরেছেন। কথাগুলো হৃদয় ছুঁয়ে গেল আপু। খুবই ভালো কবিতা লিখেছেন আপনি। কবিতা পড়েও ভালো লেগেছে।