স্বরচিত কবিতা:-"ভালোবাসার মানুষ তুমি"।

in আমার বাংলা ব্লগ6 months ago

হ্যালো সবাইকে

কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে। আজকে আরও একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে একটা কবিতা শেয়ার করব। আমার শেয়ার করা আজকের এই কবিতাটির নাম হচ্ছে "ভালোবাসার মানুষ তুমি"। আশা করি আপনাদের কাছে আমার এই কবিতা পোস্টটি ভালো লাগবে।

1000054571.jpg

প্রতিদিনের মতো আজকেও আমি নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমি আজকে আপনাদের মাঝে একটি কবিতা শেয়ার করব। কবিতা পড়তে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমার বাংলা ব্লগে সবাই দেখি খুবই সুন্দর সুন্দর কবিতা শেয়ার করে থাকে। সেই কবিতাগুলো পড়তে খুবই ভালো লাগে। ছন্দের সাথে ছন্দ মিলিয়ে যখন এই কবিতা লাইনগুলো পড়ি তখন যেন মনে আলাদা একটা অনুভূতি কাজ করে। কবিতা এমন একটা জিনিস যার মাধ্যমে মনের অনুভূতিগুলো সঙ্গে ছন্দ মিলিয়ে সবার সামনে প্রকাশ করা যায়। মনের ভাবগুলো প্রকাশ করার আরেকটি সহজ মাধ্যম হচ্ছে কবিতা। যদিও আমি খুবই সুন্দর কবিতা লিখতে পারি না তারপরও আমি চেষ্টা করেছি সুন্দর একটি কবিতা আপনাদের মাঝে শেয়ার করার। তাহলে চলুন আমার আজকের কবিতাটি আপনাদের মাঝে শেয়ার করা যাক।আশা করছি আমার আজকের এই কবিতাটি আপনাদের কাছে ভালো লাগবে। কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না।

ভালোবাসার মানুষ"

"ভালোবাসার মানুষ তুমি,
আছো হৃদয়ের গভীর ,
তোমার স্পর্শে মেঘের ভিতর,
রোদ্দুর খেলে নির্মল।

তোমার চোখে‌ নদী বয়ে,
তোমার কথায় স্বপ্ন সাজাই,
তোমার ছোঁয়ায় বৃষ্টি নামে,
তোমার হাসিতে প্রাণ জুড়ায়।

দুঃখ এলে হাতটা ধরে,
শান্ত করো মায়ার সুরে,
তোমার পাশে সবই সহজ,
সব অভিমান পুড়ে ছাই।

ভালোবাসা মানে কখনো সুখ ,
কখনো কষ্ট, কখনো ব্যথা,
তবুও ভালোবাসার মানুষ তুমি,
ব্যাকুল পথের আলো তুমি।

চলার পথে, পাশাপাশি,
হাতের মুঠোয় স্বপ্ন ধরি,
তুমি আকাশ, আমি বাতাস,
মনের সাগরে বয়ে যাওয়া
ভালোবাসার মানুষ তুমি।

তুমি ছাড়া জীবন ফাঁকা,
তুমি মানেই সুখের ঘ্রাণ।
তোমার মাঝে নিজেকে খুঁজি
তোমার সাথেই পথ চলি।

কবিতার মূলভাব

আজকে আমি আপনাদের মাঝে যে কবিতাটি শেয়ার করলাম সেই কবিতার মধ্যে আমি আমার ভালোবাসার মানুষটির প্রতি আবেগ অনুভূতি প্রকাশ করে এই কবিতাটি লিখেছি। ভালোবাসার মানুষ যে আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে সেটাই কবিতার মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করেছে। ভালোবাসার মানুষের গুরুত্ব জীবনে কতটা সেটা চেষ্টা করেছি কবিতার মাধ্যমে শেয়ার করা। আমার ভালবাসার মানুষ কিভাবে সুখে দুঃখে কষ্টের মধ্যে আমাকে হাতে হাত ধরে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেটা ফুটিয়ে তোলার চেষ্টা করলাম। তার প্রতি কিছু সময় আবেগ অনুভূতি ভালোবাসার প্রকাশ করি আবার মাঝেমধ্যে অভিমান হয়। সে অভিমান যে তাকে কাছে পেলে নিমিষেই শেষ হয়ে যায়। সকল সমস্যার সমাধান হিসেবে আমি সব সময় তাকে পাশে পাই। নিঃশ্বাসে বিশ্বাসে সব সময় তাকে পাশে পাওয়াটা সত্যি ভাগ্যের ব্যাপার। মনের সব আবেগ অনুভূতি মিশিয়ে কবিতার ছন্দের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করছি।

পোস্ট বিবরণ

শ্রেণীকবিতা
ফটোগ্রাফার@fasoniya
ডিভাইসVivo Y15s
লোকেশনবাংলাদেশ


আমার পরিচয়

1000052972.jpg

আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি।আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।


1 (1).png

IMG-20221013-WA0015.jpg

1000041574.jpg

Sort:  
 6 months ago 

সুন্দর অনুভূতি দিয়ে লেখা আপনার আজকের এই কবিতাটা। কবিতার লাইন গুলোতে আপনি স্মরণ করেছেন সুখ-দুঃখের কথাগুলো। মানুষের জীবনটা এমন, কখনো সুখ আসবে কখনো দুঃখ আসবে। আর এই নিয়েই জীবন চলাচল।

 6 months ago 

সুখ দুঃখ মান-অভিমান সবকিছুই প্রিয়জনের প্রতি প্রকাশ করেই কবিতাটি লেখা। আপনার কাছে ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম।

 6 months ago 

1000054616.jpg

 6 months ago 

এই ধরনের কবিতা গুলো আমি একটু বেশি পছন্দ করি লিখতে এবং পড়তে দুটোই। বিশেষ করে ভালোবাসার মানুষটাকে নিয়ে যত চিন্তাভাবনা থাকে এবং যত স্মৃতি থাকে, সেগুলো নিয়ে কবিতা লিখতে অনেক বেশি ভালো লাগে। আপনি স্মৃতির পাতা জুড়ে থাকা সেগুলোকে নিয়েই কবিতাটি লিখেছেন দেখে ভালো লেগেছে। খুব দারুণ হয়েছে ভালোবাসার মানুষ তুমি কবিতার প্রত্যেকটা লাইন।

 6 months ago 

এভাবে কবিতাগুলো আপনি বেশি পছন্দ করেন জেনে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে কবিতাটি পড়ে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 6 months ago 

আপনি অনেক সুন্দর কবিতা লিখেছেন আপু। যখন ভিন্ন অনুভূতির কবিতাগুলো পায় তখন নিজেও ভিন্ন ভিন্ন কবিতা লেখার অনুভূতি খুঁজে পাই। প্রিয় মানুষকে নিয়ে সুন্দর কবিতা লিখেছেন। ভালো লাগলো আপনার লেখা এত চমৎকার কবিতা পড়ে।

 6 months ago 

একদম ঠিক বলেছেন আপু যখন অনুভূতি আসে তখনি কবিতার মাধ্যমে সেগুলো খুব সুন্দরভাবে প্রকাশ করা যায়। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 6 months ago 

একমাত্র ভালবাসার মানুষগুলো আমাদের দুঃখের সময় পাশে থাকে এবং আমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। আজ আপনি প্রিয় মানুষকে নিয়ে দারুণ একটা কবিতা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আসলে প্রিয় মানুষের কার সাথে কাটানো সুখ-দুঃখের বিভিন্ন অনুভূতিগুলো আজ আপনি আমাদের মাঝে এই কবিতার মাধ্যমে প্রকাশ করেছেন।

 6 months ago 

ভালোবাসার মানুষ সুখ দুঃখ সব সময় পাশে থাকে হাতে হাত ধরে সাহায্য করে। অনেক ধন্যবাদ আপনাকে এই কবিতাটি পড়ার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 6 months ago 

সুন্দর কবিতা লিখতে পারেন আপু আপনি। আপনার আজকের কবিতাটি পড়ে আমার কাছে দারুন লেগেছে। প্রতিটি মানুষের জীবনে একজন স্বপ্নের মানুষ থাকে। একজন সুখ দুঃখের সাথী থাকে। সে মানুষকে নিয়ে অনেক কিছু কল্পনা করা যায়। অনেক কিছু স্বপ্ন সাজানো যায় এবং কিছু বাস্তবায়িত হয়। কবিতার অনুভূতিগুলো পড়ে আমার অনেক ভালো লেগেছে।

 6 months ago 

আমার আজকের কবিতাটি পড়ে আপনার কাছে দারুন লেগেছে খুবই খুশি হলাম। অনেক ধন্যবাদ আপনাকে কমেন্টের মাধ্যমে উৎসাহিত করার জন্য।

 6 months ago 

বেশ সুন্দর কবিতা লিখেছেন আপনি । আপনার কবিতা পড়ে সত্যি খুব ভালো লাগলো । প্রিয়জনকে অনুভব করে হৃদয়ের অনুভূতি গুলো কবিতার ছন্দে প্রকাশ করেছেন। আসলে প্রিয়জন পাশে না থাকলে কোন কিছু ভালো লাগে না চারদিকে শূন্যতা অনুভব হয়। ভালোবাসার মানুষ পাশে থাকলে সব কিছুই ভালো লাগে। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 6 months ago 

ধন্যবাদ ভাইয়া আমার কবিতাটি পড়ে খুবই সুন্দর একটি মন্তব্য করে উৎসাহিত করার জন্য।

 6 months ago 

ঠিক বলেছেন মনের ভাব প্রকাশ করার জন্য আরেকটি মাধ্যম হচ্ছে কবিতা। আজকে আপনি সুন্দর একটি কবিতা লিখেছেন।ভালোবাসার মানুষ তুমি কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো। আসলে মনের মানুষ যখন হাতে হাত রেখে সামনের দিকে শত কষ্টের মাঝে এগিয়ে নিয়ে যায়। তখন কষ্টগুলো আর মনে থাকে না। তবে আপনি সুন্দর অনুভূতি দিয়ে চমৎকার কবিতা লিখে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

 6 months ago 

হ্যাঁ ভাইয়া আমাদের মনের ভাব প্রকাশ করার আরেকটি সহজ ও সুন্দর মাধ্যম হচ্ছে কবিতা। চেষ্টা করলাম সুন্দর একটি কবিতা আপনাদের মাঝে শেয়ার করার।