স্বরচিত কবিতা: "সাদা-কালোর রং মিশেল"
নমস্কার
কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আমিও মোটামুটি আছি।যদিও সামনে এক্সাম তাই একটু বাড়তি ব্যস্ততাও রয়েছে।আজ আপনাদের মাঝে নতুন একটি কবিতা শেয়ার করার জন্য চলে আসলাম।
@green015
মাথার উপর সুউচ্চ আকাশ
বিশাল থেকে আরো বিশালতর,
মনে হয় কংক্রিটের দেওয়ালে বেষ্টিত
কোথাও সাদা-কালোর রং মিশেল,
যার সূক্ষ্ম কণা এসে বাসা বেঁধেছে
মানুষের ওই মনের গুহায়।
তবুও আকাশের মতো বিশাল হৃদয়ের
স্বপ্ন দেখার গন্তব্যে গা ভাসায় আমরা,
ভাবুক মনকে নিয়ে যেতে চাই
আকাশের ওই নীল ধ্রুবতারার কাছে,
জ্যোস্না আলোয় নিজের প্রতিচ্ছবি
চাই বারেবারে আঁকতে।
রহস্যের গা ভেদ করে ঝরে পড়ে
এই আকাশের বৃষ্টির ফোঁটা বিন্দুগুলি,
রাতে বের হয় নক্ষত্র খচিত উজ্জ্বল তারাগুলি
ছাতা হয়ে মেলে থাকে এই আকাশ,
দীপাঞ্জলের শতরুপ বেরিয়ে আসে ভোরের সূর্যে
আমাদের মনজগত শুধুই রহস্যের জাল বুনে।
বিশাল আকাশের দেওয়ালেও আছে ছিদ্র
অগণিত ফাটলের রূপরেখা,
আগুনের গোলায় ভস্মীভূত গর্ত
আর শীতল বরফের স্ফটিক,
ইচ্ছে করে সুন্দর আকাশকে ছুঁয়ে দেখতে
রংধনুর সাতটি রঙে নিজেকে সাজাতে।
কবিতা হলো মনের খোরাক,অনুভূতির ফসল কিংবা অনুভূতি প্রকাশের একমাত্র মাধ্যম।তাই কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।কবিতা মানুষের মনের উপলব্ধি,অন্ধকার মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।তাই প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে আসলাম সম্পূর্ণ নতুন একটি ছোট্ট কবিতা নিয়ে।
আজকের কবিতাটি লেখা হয়েছে আকাশকে কেন্দ্র করে।যেটি একটি বড় দেওয়ালের মতো মনে হয়, কখনো বা ছাতার মতো মনে হয়।কিন্তু এর রহস্য এখনো আমাদের মনজগতে অধরা রইয়ে গেছে।তো আজ সেই ভাবনাতেই লিখে ফেললাম কবিতাটি। আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের লেখা কবিতাটি।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----
সাদা-কালোর রং মিশেল

বিশাল থেকে আরো বিশালতর,
মনে হয় কংক্রিটের দেওয়ালে বেষ্টিত
কোথাও সাদা-কালোর রং মিশেল,
যার সূক্ষ্ম কণা এসে বাসা বেঁধেছে
মানুষের ওই মনের গুহায়।
তবুও আকাশের মতো বিশাল হৃদয়ের
স্বপ্ন দেখার গন্তব্যে গা ভাসায় আমরা,
ভাবুক মনকে নিয়ে যেতে চাই
আকাশের ওই নীল ধ্রুবতারার কাছে,
জ্যোস্না আলোয় নিজের প্রতিচ্ছবি
চাই বারেবারে আঁকতে।
রহস্যের গা ভেদ করে ঝরে পড়ে
এই আকাশের বৃষ্টির ফোঁটা বিন্দুগুলি,
রাতে বের হয় নক্ষত্র খচিত উজ্জ্বল তারাগুলি
ছাতা হয়ে মেলে থাকে এই আকাশ,
দীপাঞ্জলের শতরুপ বেরিয়ে আসে ভোরের সূর্যে
আমাদের মনজগত শুধুই রহস্যের জাল বুনে।
বিশাল আকাশের দেওয়ালেও আছে ছিদ্র
অগণিত ফাটলের রূপরেখা,
আগুনের গোলায় ভস্মীভূত গর্ত
আর শীতল বরফের স্ফটিক,
ইচ্ছে করে সুন্দর আকাশকে ছুঁয়ে দেখতে
রংধনুর সাতটি রঙে নিজেকে সাজাতে।
পোষ্ট বিবরণ:
শ্রেণী | কবিতা |
---|---|
ডিভাইস | poco m2 |
অভিবাদন্তে | @green015 |
লোকেশন | বর্ধমান |
আমার পরিচয় |
---|
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।
Upvoted! Thank you for supporting witness @jswit.