স্বরচিত কবিতা: "দিবা-রাত্রি বাহানায়"
নমস্কার
কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আমিও মোটামুটি আছি।যদিও সামনে এক্সাম তাই একটু বাড়তি ব্যস্ততাও রয়েছে।আজ আপনাদের মাঝে নতুন একটি কবিতা শেয়ার করার জন্য চলে আসলাম।
@green015
হেঁটে চলার এই পথে
আজ বড্ড বেশি নিঃসঙ্গ লাগছে নিজেকে,
ফাঁকা বেঞ্চির দিকে তাকালেই
চোখটা জুড়ে সেই বসে থাকার দৃশ্য,
নিষ্পাপ চোখের মায়াবী চাহনী।
আমার একাকীত্বকে কুঁড়ে কুঁড়ে খায়
কবর খোঁড়ার তাগিদায়,
নিঃসার দেহখানি আগলে রাখতে
মেঠো পথের সেই ছোটাছুটি,
আর পোকামাকড়ের শিকারের স্মৃতি।
চোখে ভাসে লাফিয়ে গাছে উঠার
লুকোচুরি খেলার দিবা-রাত্রি বাহানায়,
প্রতিটি গাছেরা সাক্ষী হয়ে আছে
নখের আঁচড়ের আঘাতে আঘাতে,
কখনো তীব্র ঘ্রাণশক্তির সন্ধানে।
রাস্তাতে পথিকের আসার ভয়ে
অজস্র দুঃখেরা গ্রাস করে সঙ্গী হারানোর,
আর বারেবারে খুঁজে পাওয়ার সুখে
মায়ের কোল থেকে শিশুদের কেড়ে নেওয়া ,
যন্ত্রনা আর আর্তনাদের সাগর চাপে বুকে।
পথ চেয়ে এই কষ্টের অপেক্ষা,
অবসানে কাটে হঠাৎ জীবনের প্রয়াণে।।
কবিতা হলো মনের খোরাক,অনুভূতির ফসল কিংবা অনুভূতি প্রকাশের একমাত্র মাধ্যম।তাই কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।কবিতা মানুষের মনের উপলব্ধি,অন্ধকার মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।তাই প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে আসলাম সম্পূর্ণ নতুন একটি ছোট্ট কবিতা নিয়ে।
আজকের কবিতাটি লেখা হয়েছে স্মৃতিকে কেন্দ্র করে।যে স্মৃতি কখনো পুরোনো হয় না, সবসময় জীবন্ত থাকে।আর স্মৃতিগুলি থেকে মুক্তির পথ বোধহয় কোনো কিছুর মূল্য দ্বারাই পরিমাপ করা সম্ভব হয় না।হোকনা সেটা মানুষ কিংবা প্রাণীদের ভালোবাসার প্রতি।তো আজ সেই ভাবনাতেই লিখে ফেললাম কবিতাটি। আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের লেখা কবিতাটি।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----
দিবা-রাত্রি বাহানায়

আজ বড্ড বেশি নিঃসঙ্গ লাগছে নিজেকে,
ফাঁকা বেঞ্চির দিকে তাকালেই
চোখটা জুড়ে সেই বসে থাকার দৃশ্য,
নিষ্পাপ চোখের মায়াবী চাহনী।
আমার একাকীত্বকে কুঁড়ে কুঁড়ে খায়
কবর খোঁড়ার তাগিদায়,
নিঃসার দেহখানি আগলে রাখতে
মেঠো পথের সেই ছোটাছুটি,
আর পোকামাকড়ের শিকারের স্মৃতি।
চোখে ভাসে লাফিয়ে গাছে উঠার
লুকোচুরি খেলার দিবা-রাত্রি বাহানায়,
প্রতিটি গাছেরা সাক্ষী হয়ে আছে
নখের আঁচড়ের আঘাতে আঘাতে,
কখনো তীব্র ঘ্রাণশক্তির সন্ধানে।
রাস্তাতে পথিকের আসার ভয়ে
অজস্র দুঃখেরা গ্রাস করে সঙ্গী হারানোর,
আর বারেবারে খুঁজে পাওয়ার সুখে
মায়ের কোল থেকে শিশুদের কেড়ে নেওয়া ,
যন্ত্রনা আর আর্তনাদের সাগর চাপে বুকে।
পথ চেয়ে এই কষ্টের অপেক্ষা,
অবসানে কাটে হঠাৎ জীবনের প্রয়াণে।।
পোষ্ট বিবরণ:
শ্রেণী | কবিতা |
---|---|
ডিভাইস | poco m2 |
অভিবাদন্তে | @green015 |
লোকেশন | বর্ধমান |
আমার পরিচয় |
---|
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনার লেখা আজকের কবিতাটা অসম্ভব সুন্দর হয়েছে। আমার কাছে অনেক ভালো লেগেছে পুরো কবিতাটা পড়তে। অনেক সুন্দর একটা টপিক তুলে ধরে এই কবিতাটা লিখেছেন। এরকম টপিক গুলো নিয়ে কবিতা লিখতে খুব ভালো লাগে। অনেক সুন্দর অনুভূতি তুলে ধরা হয়েছে কবিতার সবগুলো লাইনের মধ্যে। আপনি সব সময় খুব সুন্দর কবিতা লিখে থাকেন।
আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ আপনাকে আপু।
টুইটার লিংক