স্বরচিত কবিতা: "ব্যস্ততার গল্পগুলো"
নমস্কার
কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আমিও মোটামুটি ভালো আছি।আজ আপনাদের সঙ্গে নতুন একটি কবিতা শেয়ার করার জন্য চলে আসলাম।
@green015
ব্যস্ততাগুলি ঘিরে ধরে এমনই
যে রোদগুলি আমার কাছে ঝাপসা হয়ে আসে,
গায়ে লেগেও যেন না লাগার মতোই
সেই ছুটে চলার বাহানায়--
নিঃশ্বাসগুলি গুনে গুনে পড়তে থাকে।
সব ক্লান্তিরা নির্ঘুম হয়ে থাকে
রক্তগুলি টান টান হয়ে আসে,
তবুও ওই ব্যস্ততার কাছে সবই যেন অর্থহীন
ঘামে ভেজা জামাগুলি নিজেরাই আবার শুকোয়!
একবার এদিক থেকে সেদিক---
কারো বকুনি তো কারো মুখ ভাঙানি,
চিরকালের এই অবিরত পথ চলার মাঝে
শিখিয়ে দিয়ে যায়---বড্ড একাকির কথা।
তবুও ওই যে,,,জীবন এমনই
কেউ নেবে কেউ দূরে ছুড়ে ফেলে দেবে,
কেউ ভালোবাসবে তো কেউ ঘৃনার চোখে দেখবে
তবুও নিরন্তর পথ চলা শেষ হবে না,
হবে না শেষ এই ব্যস্ততার গল্পগুলো
শেষ বিকেলের ঘন্টাও বাজবে না।
যতবারই ভাবী আজ মুক্তি,আজ পরিত্রাণের সময়
ততবারই নতুন এক কার্যমুখী জীবনের সন্ধান পাই!
ভুলে যাই,,সেই আনন্দময় মুহূর্তগুলির কথা
যে মুহূর্ত উপভোগ করার কথা ছিল,
কিন্তু ব্যস্ততা সেখানে কাঁটার মতো বাঁধা
কঠিন তাপদাহের মাঝেও
একটু একটু করে ধাপ পেরিয়ে যাওয়া,
ওটাই যেন আনন্দের পরিসমাপ্তি।।
কবিতা হলো মনের খোরাক,অনুভূতির ফসল কিংবা অনুভূতি প্রকাশের একমাত্র মাধ্যম।তাই কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।কবিতা মানুষের মনের উপলব্ধি,অন্ধকার মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।তাই প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে আসলাম সম্পূর্ণ নতুন একটি ছোট্ট কবিতা নিয়ে।
আজকের কবিতাটি লেখা হয়েছে ব্যস্ততাকে কেন্দ্র করে।জীবনে একটি ব্যস্ততা চলে গেলে নতুন আরেকটি ব্যস্ততার উৎপত্তি হয়।আর এই ব্যস্ততার চক্রে পড়েই আমরা অনেক সুন্দর মুহূর্ত হারিয়ে ফেলি উপভোগ না করেই।তবুও ব্যস্ততাগুলি পূর্ণতা পেলে ওটাই যেন আনন্দের মনে হয়।তো এই ভাবনাতেই লিখে ফেললাম একটি কবিতা।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের লেখা কবিতাটি।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----
ব্যস্ততার গল্পগুলো

যে রোদগুলি আমার কাছে ঝাপসা হয়ে আসে,
গায়ে লেগেও যেন না লাগার মতোই
সেই ছুটে চলার বাহানায়--
নিঃশ্বাসগুলি গুনে গুনে পড়তে থাকে।
সব ক্লান্তিরা নির্ঘুম হয়ে থাকে
রক্তগুলি টান টান হয়ে আসে,
তবুও ওই ব্যস্ততার কাছে সবই যেন অর্থহীন
ঘামে ভেজা জামাগুলি নিজেরাই আবার শুকোয়!
একবার এদিক থেকে সেদিক---
কারো বকুনি তো কারো মুখ ভাঙানি,
চিরকালের এই অবিরত পথ চলার মাঝে
শিখিয়ে দিয়ে যায়---বড্ড একাকির কথা।
তবুও ওই যে,,,জীবন এমনই
কেউ নেবে কেউ দূরে ছুড়ে ফেলে দেবে,
কেউ ভালোবাসবে তো কেউ ঘৃনার চোখে দেখবে
তবুও নিরন্তর পথ চলা শেষ হবে না,
হবে না শেষ এই ব্যস্ততার গল্পগুলো
শেষ বিকেলের ঘন্টাও বাজবে না।
যতবারই ভাবী আজ মুক্তি,আজ পরিত্রাণের সময়
ততবারই নতুন এক কার্যমুখী জীবনের সন্ধান পাই!
ভুলে যাই,,সেই আনন্দময় মুহূর্তগুলির কথা
যে মুহূর্ত উপভোগ করার কথা ছিল,
কিন্তু ব্যস্ততা সেখানে কাঁটার মতো বাঁধা
কঠিন তাপদাহের মাঝেও
একটু একটু করে ধাপ পেরিয়ে যাওয়া,
ওটাই যেন আনন্দের পরিসমাপ্তি।।
পোষ্ট বিবরণ:
শ্রেণী | কবিতা |
---|---|
ডিভাইস | poco m2 |
অভিবাদন্তে | @green015 |
লোকেশন | বর্ধমান |
আমার পরিচয় |
---|
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।
বাহ আপনি তো বাস্তবতা কথা দিয়ে সুন্দর একটু কবিতা লিখেছেন।ব্যস্ততার গল্পগুলো কবিতাটি পড়ে কিন্তু অনেক ভালো লাগলো। সুন্দর অনুভূতি দিয়ে চমৎকার একটি কবিতা লিখে উপস্থাপনা করেছেন ।তাই ধন্যবাদ আপনাকে।
অনেক ধন্যবাদ আপু,উৎসাহ দেওয়ার জন্য।
টাস্ক প্রুফ:
কমেন্টস লিংক--
https://x.com/green0156/status/1979275232851710340?t=gJBaGfg3uyzS1TZN_q7M8g&s=19
https://x.com/green0156/status/1979276691601265109?t=4hV-92Vq37viNWG82wsQ1Q&s=19